ETV Bharat / state

শিশুর গলায় আটকে কয়েন, সফল অস্ত্রোপচার - Balurghat Super Specialty Hospital

বছর পাঁচেকের স্যামুয়েল সরকার । বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার মুশিপুকুর গ্রামে । শুক্রবার দুপুরে খেলতে খেলতে পাঁচ টাকার কয়েন মুখে ঢুকিয়ে ফেলে সে । শ্বাসনালিতে আটকে যায় কয়েনটি । এরপর থেকেই শুরু হয় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ।

Balurghat Super Specialty Hospital
এক্স রে প্লেটের ছবি
author img

By

Published : Aug 10, 2020, 8:37 PM IST

বালুরঘাট, 10 অগাস্ট : শিশুর গলায় আটকে থাকা 5 টাকার কয়েন সফল অস্ত্রোপচারের পর বের করলেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা । সুস্থ থাকায় হাসপাতাল থেকে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে ।

বছর পাঁচেকের স্যামুয়েল সরকার । বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার মুশিপুকুর গ্রামে । শুক্রবার দুপুরে খেলার ছলেই পাঁচ টাকার কয়েন মুখে ঢুকিয়ে ফেলে সে । শ্বাসনালিতে আটকে যায় কয়েনটি । এরপর থেকেই শুরু হয় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা । স্যামুয়েলের আব্বা বিষয়টি টের পেয়ে আর দেরি করেননি তিনি । ছেলেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

কিন্তু সেখানে কয়েন বের করা সম্ভব হয়নি । এরপর সন্ধ্যায় তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শনিবার দুপুরে শল্য চিকিৎসক দেবাশিস অধিকারী ও বিশ্বরঞ্জন মেটিয়া এবং অ্যানাস্থেসিস্ট অর্ঘ্যজ্যোতি হালদারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সফল হয় । অস্ত্রোপচারের পর একদিন পর্যবেক্ষণে রাখার পর আজ ওই শিশুটিকে ছুটি দেওয়া হয় ।

এবিষয়ে বালুরঘাট জেলা সদর হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, "এই শিশুটিকে প্রথমে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখান থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা । দু'জন সার্জেন ও একজন অ্যানাস্থেসিস্ট এই জটিল অস্ত্রোপচারে হাত লাগান । অস্ত্রোপচার সফল হয়েছে ।"

এবিষয়ে ওই শিশুর আব্বা মইনুল রহমান মোল্লা বলেন, "আমার ছেলে পাঁচ টাকার কয়েন নিয়ে খেলছিল । হঠাৎ গলায় ঢুকে বিপত্তি বেঁধে যায় । তাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাই । সেখানে না হওয়ায় শেষ অবধি বালুরঘাটেই অস্ত্রোপচার করা হয় । এখন আমার ছেলে পুরোপুরি সুস্থ রয়েছে ।"

বালুরঘাট, 10 অগাস্ট : শিশুর গলায় আটকে থাকা 5 টাকার কয়েন সফল অস্ত্রোপচারের পর বের করলেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা । সুস্থ থাকায় হাসপাতাল থেকে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে ।

বছর পাঁচেকের স্যামুয়েল সরকার । বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার মুশিপুকুর গ্রামে । শুক্রবার দুপুরে খেলার ছলেই পাঁচ টাকার কয়েন মুখে ঢুকিয়ে ফেলে সে । শ্বাসনালিতে আটকে যায় কয়েনটি । এরপর থেকেই শুরু হয় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা । স্যামুয়েলের আব্বা বিষয়টি টের পেয়ে আর দেরি করেননি তিনি । ছেলেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

কিন্তু সেখানে কয়েন বের করা সম্ভব হয়নি । এরপর সন্ধ্যায় তাকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শনিবার দুপুরে শল্য চিকিৎসক দেবাশিস অধিকারী ও বিশ্বরঞ্জন মেটিয়া এবং অ্যানাস্থেসিস্ট অর্ঘ্যজ্যোতি হালদারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সফল হয় । অস্ত্রোপচারের পর একদিন পর্যবেক্ষণে রাখার পর আজ ওই শিশুটিকে ছুটি দেওয়া হয় ।

এবিষয়ে বালুরঘাট জেলা সদর হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, "এই শিশুটিকে প্রথমে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখান থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা । দু'জন সার্জেন ও একজন অ্যানাস্থেসিস্ট এই জটিল অস্ত্রোপচারে হাত লাগান । অস্ত্রোপচার সফল হয়েছে ।"

এবিষয়ে ওই শিশুর আব্বা মইনুল রহমান মোল্লা বলেন, "আমার ছেলে পাঁচ টাকার কয়েন নিয়ে খেলছিল । হঠাৎ গলায় ঢুকে বিপত্তি বেঁধে যায় । তাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাই । সেখানে না হওয়ায় শেষ অবধি বালুরঘাটেই অস্ত্রোপচার করা হয় । এখন আমার ছেলে পুরোপুরি সুস্থ রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.