ETV Bharat / state

জটিল অস্ত্রোপচারে সাফল্য বালুরঘাট জেলা হাসপাতালে, করা হল হিপ ট্রান্সপ্ল্যান্ট

author img

By

Published : Dec 1, 2020, 10:36 AM IST

সম্প্রতি বালুরঘাট জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারের জন্য দু'টি মেশিন বসানো হয়েছে । গত শনিবার এই হাসপাতালে এক ব্যক্তির হিপ ট্রান্সপ্ল্যান্ট করেন চিকিৎসকেরা । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , এই প্রথম হাসপাতালে হিপ জয়েন্টের মতো জটিল অস্ত্রোপচার করা হল । সেক্ষেত্রে সফল হয়েছেন চিকিৎসকরা ।

Balurghat
বালুরঘাট জেলা হাসপাতালে সফল হিপ ট্রান্সফার

বালুরঘাট, 1 ডিসেম্বর : বালুরঘাট জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন চিকিৎসকরা । এই প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে সম্পূর্ণ হিপ ট্রান্সপ্ল্যান্ট করা হল । অস্ত্রোপচারের পর বছর 57-র ওই রোগী সুস্থ রয়েছেন। এদিকে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়ে খুশি চিকিৎসকরা ।

ওই রোগীর নাম সপ্তর্ষি ঘটক। বয়স 57 । বাড়ি বালুরঘাটে । প্রায় দশ বছর আগে ওই ব্যক্তি একটি দুর্ঘটনায় কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন । সেই সময় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হিপ জয়েন্টে অস্ত্রোপচার করিয়েছিলেন । অস্ত্রোপচারের জন্য ভালো খরচও হয়েছিল । কিন্তু , সম্প্রতি কয়েকদিন ধরে ফের হিপ জয়েন্টে সমস্যা দেখা দেয় । ফলে, তাঁকে অসুস্থ অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয় ৷ এদিকে, বালুরঘাট হাসপাতালে কয়েকমাস আগেই জটিল অস্ত্রোপচারের জন্য ফ্রাকচার টেবিল এবং সি-আর্ম নামক দু'টি যন্ত্র বসানো হয় । সবরকমভাবে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত ছিল বালুরঘাট হাসপাতাল । গত শনিবার সেই জটিল অস্ত্রোপচার করেন বালুরঘাট জেলা হাসপাতালের শল্য চিকিৎসক অর্ণব সরকার । হিপ ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে বিকল্প(কৃত্রিম) যন্ত্র বসিয়ে সেই সফল অস্ত্রোপচার করা হয় । দীর্ঘ অস্ত্রোপচারের পর সাফল্য মেলে । এই প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে এমন বিরল অস্ত্রোপচারে সাফল্য মিলেছে । পাশাপাশি , এই অস্ত্রোপচার সরকারি হাসপাতাল বলে একদম বিনামূল্যে করা হয়েছে ।

এবিষয়ে শল্য চিকিৎসক অর্ণব সরকার জানান , সপ্তর্ষি ঘটক নামে ওই ব্যক্তির সম্পূর্ণ হিপ ট্রান্সপ্ল্যান্ট করা হয় । বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । আগামী কয়েকদিন তিনি বিশেষ নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। এর আগে এমন অস্ত্রোপচার বালুরঘাট জেলা হাসপাতালে হয়নি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এই অপারেশনের জন্য আগে থেকেই হাসপাতালে পরিকাঠামো ছিল । এই অস্ত্রোপচারটি অনেক বড় এবং খুবই জটিল । বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা তা সফল করে দেখিয়েছেন । আগামীদিনে দুর্ঘটনায় অস্থি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারগুলি এই হাসপাতালেই করা হবে ।"

অন্যদিকে, সফল অস্ত্রোপচারের জন্য সপ্তর্ষি ঘটক ও তাঁর পরিবার বালুরঘাট হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ।

বালুরঘাট, 1 ডিসেম্বর : বালুরঘাট জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেলেন চিকিৎসকরা । এই প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে সম্পূর্ণ হিপ ট্রান্সপ্ল্যান্ট করা হল । অস্ত্রোপচারের পর বছর 57-র ওই রোগী সুস্থ রয়েছেন। এদিকে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়ে খুশি চিকিৎসকরা ।

ওই রোগীর নাম সপ্তর্ষি ঘটক। বয়স 57 । বাড়ি বালুরঘাটে । প্রায় দশ বছর আগে ওই ব্যক্তি একটি দুর্ঘটনায় কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন । সেই সময় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হিপ জয়েন্টে অস্ত্রোপচার করিয়েছিলেন । অস্ত্রোপচারের জন্য ভালো খরচও হয়েছিল । কিন্তু , সম্প্রতি কয়েকদিন ধরে ফের হিপ জয়েন্টে সমস্যা দেখা দেয় । ফলে, তাঁকে অসুস্থ অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভরতি করা হয় ৷ এদিকে, বালুরঘাট হাসপাতালে কয়েকমাস আগেই জটিল অস্ত্রোপচারের জন্য ফ্রাকচার টেবিল এবং সি-আর্ম নামক দু'টি যন্ত্র বসানো হয় । সবরকমভাবে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত ছিল বালুরঘাট হাসপাতাল । গত শনিবার সেই জটিল অস্ত্রোপচার করেন বালুরঘাট জেলা হাসপাতালের শল্য চিকিৎসক অর্ণব সরকার । হিপ ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে বিকল্প(কৃত্রিম) যন্ত্র বসিয়ে সেই সফল অস্ত্রোপচার করা হয় । দীর্ঘ অস্ত্রোপচারের পর সাফল্য মেলে । এই প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে এমন বিরল অস্ত্রোপচারে সাফল্য মিলেছে । পাশাপাশি , এই অস্ত্রোপচার সরকারি হাসপাতাল বলে একদম বিনামূল্যে করা হয়েছে ।

এবিষয়ে শল্য চিকিৎসক অর্ণব সরকার জানান , সপ্তর্ষি ঘটক নামে ওই ব্যক্তির সম্পূর্ণ হিপ ট্রান্সপ্ল্যান্ট করা হয় । বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । আগামী কয়েকদিন তিনি বিশেষ নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। এর আগে এমন অস্ত্রোপচার বালুরঘাট জেলা হাসপাতালে হয়নি ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এই অপারেশনের জন্য আগে থেকেই হাসপাতালে পরিকাঠামো ছিল । এই অস্ত্রোপচারটি অনেক বড় এবং খুবই জটিল । বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা তা সফল করে দেখিয়েছেন । আগামীদিনে দুর্ঘটনায় অস্থি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারগুলি এই হাসপাতালেই করা হবে ।"

অন্যদিকে, সফল অস্ত্রোপচারের জন্য সপ্তর্ষি ঘটক ও তাঁর পরিবার বালুরঘাট হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.