ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভায় প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক - Gangarampur Municipality administrator board

গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক হল আজ । উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের পৌরপ্রশাসক অমলেন্দু সরকার, সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস,প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পণ্ডিত এবং অশোক বর্ধন ।

gangarampur
gangarampur
author img

By

Published : Jun 10, 2020, 7:24 PM IST

গঙ্গারামপুর, 10 জুন : গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক হল আজ । বৈঠক শেষে শহরের একাধিক উন্নয়নের কথা জানালেন প্রশাসক বোর্ডের সদস্য তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ । গঙ্গারামপুর পৌর এলাকার সাধারণ মানুষের পরিষেবা এবং এলাকার উন্নয়নের আশ্বাস দেন তিনি । প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও জানান সাংসদ অর্পিতা ঘোষ ।

গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব সভাগৃহে বৈঠক হয় । উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরপ্রশাসক অমলেন্দু সরকার, সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস,প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পণ্ডিত এবং অশোক বর্ধন ।

2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলকে শক্তিশালী ও মজবুত করতে একাধিক পদক্ষেপ করেছে জেলা তৃণমূল কংগ্রেস । সেই মতো গঙ্গারামপুর পৌর এলাকার মানুষকে ভালো পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে বর্তমান পৌরবোর্ড ।

কয়েকদিন আগে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । এরপরেই পৌরসভায় বসানো হয়েছে প্রশাসক । প্রশাসক হিসেবে দায়িত্বভার পেয়েছেন প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার । এছাড়াও পৌর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পণ্ডিত এবং কাউন্সিলর অশোক বর্ধন ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্পিতা ঘোষ জানান, বিভিন্ন ওয়ার্ডগুলি কীভাবে পরিষ্কার রাখা যায় এবং কী কী উন্নয়ন করা যায় সাধারণ মানুষের জন্য তাও ভাবা হচ্ছে । কারণ আগামী কিছুদিনের মধ্যে বর্ষাকাল আসছে । শহরে যেন জল না জমে সেইদিকেও নজর দেওয়া হবে । পৌর বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে আজ এইসব বিষয়ে আলোচনা করা হল ।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । এখন থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দলের ভাবমূর্তি তুলে ধরার কাজ করবে । জেলা তৃণমূলের কার্যকারী সভাপতির দায়িত্বে এসেছেন গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস । তাঁকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান অর্পিতা ঘোষ ।

গঙ্গারামপুর, 10 জুন : গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের প্রথম বৈঠক হল আজ । বৈঠক শেষে শহরের একাধিক উন্নয়নের কথা জানালেন প্রশাসক বোর্ডের সদস্য তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ । গঙ্গারামপুর পৌর এলাকার সাধারণ মানুষের পরিষেবা এবং এলাকার উন্নয়নের আশ্বাস দেন তিনি । প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথাও জানান সাংসদ অর্পিতা ঘোষ ।

গঙ্গারামপুর পৌরসভার নিজস্ব সভাগৃহে বৈঠক হয় । উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরপ্রশাসক অমলেন্দু সরকার, সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস,প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পণ্ডিত এবং অশোক বর্ধন ।

2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দলকে শক্তিশালী ও মজবুত করতে একাধিক পদক্ষেপ করেছে জেলা তৃণমূল কংগ্রেস । সেই মতো গঙ্গারামপুর পৌর এলাকার মানুষকে ভালো পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে বর্তমান পৌরবোর্ড ।

কয়েকদিন আগে তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । এরপরেই পৌরসভায় বসানো হয়েছে প্রশাসক । প্রশাসক হিসেবে দায়িত্বভার পেয়েছেন প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার । এছাড়াও পৌর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন সাংসদ অর্পিতা ঘোষ, বিধায়ক গৌতম দাস, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পণ্ডিত এবং কাউন্সিলর অশোক বর্ধন ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্পিতা ঘোষ জানান, বিভিন্ন ওয়ার্ডগুলি কীভাবে পরিষ্কার রাখা যায় এবং কী কী উন্নয়ন করা যায় সাধারণ মানুষের জন্য তাও ভাবা হচ্ছে । কারণ আগামী কিছুদিনের মধ্যে বর্ষাকাল আসছে । শহরে যেন জল না জমে সেইদিকেও নজর দেওয়া হবে । পৌর বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে আজ এইসব বিষয়ে আলোচনা করা হল ।

বিধানসভা নির্বাচনে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । এখন থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দলের ভাবমূর্তি তুলে ধরার কাজ করবে । জেলা তৃণমূলের কার্যকারী সভাপতির দায়িত্বে এসেছেন গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস । তাঁকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান অর্পিতা ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.