ETV Bharat / state

ছেলে মানসিক ভারসাম্যহীন, ঢুকে পড়েছে বাংলাদেশে ; প্রশাসনের দরজায় বাবা - son

ছেলে মানসিক ভারসাম্যহীন । তাই অজান্তেই ঢুকে পড়েছে বাংলাদেশে । এখন সেই ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন অসহায় বাবা ।

অসহায় বাবা
author img

By

Published : Jun 19, 2019, 10:55 PM IST

Updated : Jun 20, 2019, 1:29 PM IST

হিলি, 19 জুন : ছেলে মানসিক ভারসাম্যহীন । মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে করতে ভুল করে ঢুকে পড়েছে বাংলাদেশে । এখন সেই ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বাবা বিনোদ দেবনাথ । দেখা করেছেন একটি ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও ।

হিলি থানার ধরন্দা এলাকার বাসিন্দা বিনোদ দেবনাথ । ছেলের নাম মানিক দেবনাথ । বয়স 30 । বছর খানেক আগে থেকে কিছু মানসিক সমস্যা দেখা দেয় তাঁর । সেইমতো একবছর ধরে বালুরঘাট ও হিলিতে চিকিৎসা চলছিল । 8 মার্চ মায়ের থেকে 17 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে করে বেরোয় মানিক । তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে । অনেক খোঁজাখুঁজির পর হিলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে যান বিনোদবাবু । কিন্তু সেই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । 14 মার্চ বালুরঘাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী জওয়ানদের কাছ থেকে আসা ফোনে তিনি জানতে পারেন ছেলে আছে বাংলাদেশের দিনাজপুর জেলে । সীমান্তের ওপারেই রয়েছে মানিকের মোটরবাইকটি । বিষয়টি জানার পর থেকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বিনোদ দেবনাথ ।

বিনোদ দেবনাথ বলেন, "একবছর ধরে মানিকের নার্ভের চিকিৎসা চলছে । চিকিৎসার পর একটু ভালো ছিল । ভুল করে মোটরবাইক নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে । তারপর BJB-র তরফে BSF-কে জানানো হয় । BSF এসে আমার ছেলের ছবি, পরিচয়পত্র সব দেখে যায় । একবছর হয়ে গেল আমার ছেলেকে ফিরে পাইনি । আমি ছেলের প্রাণ ভিক্ষা চাইছি ।"

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সূরজ দাশ জানান, মার্চে নিখোঁজ হয়ে যায় মানিক দেবনাথ । তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন । দ্রুত ওই যুবককে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের হাই কমিশন ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।

হিলি, 19 জুন : ছেলে মানসিক ভারসাম্যহীন । মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে করতে ভুল করে ঢুকে পড়েছে বাংলাদেশে । এখন সেই ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বাবা বিনোদ দেবনাথ । দেখা করেছেন একটি ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও ।

হিলি থানার ধরন্দা এলাকার বাসিন্দা বিনোদ দেবনাথ । ছেলের নাম মানিক দেবনাথ । বয়স 30 । বছর খানেক আগে থেকে কিছু মানসিক সমস্যা দেখা দেয় তাঁর । সেইমতো একবছর ধরে বালুরঘাট ও হিলিতে চিকিৎসা চলছিল । 8 মার্চ মায়ের থেকে 17 হাজার টাকা নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেলে করে বেরোয় মানিক । তারপর থেকে আর বাড়ি ফেরেনি সে । অনেক খোঁজাখুঁজির পর হিলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করতে যান বিনোদবাবু । কিন্তু সেই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ । 14 মার্চ বালুরঘাট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী জওয়ানদের কাছ থেকে আসা ফোনে তিনি জানতে পারেন ছেলে আছে বাংলাদেশের দিনাজপুর জেলে । সীমান্তের ওপারেই রয়েছে মানিকের মোটরবাইকটি । বিষয়টি জানার পর থেকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বিনোদ দেবনাথ ।

বিনোদ দেবনাথ বলেন, "একবছর ধরে মানিকের নার্ভের চিকিৎসা চলছে । চিকিৎসার পর একটু ভালো ছিল । ভুল করে মোটরবাইক নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে । তারপর BJB-র তরফে BSF-কে জানানো হয় । BSF এসে আমার ছেলের ছবি, পরিচয়পত্র সব দেখে যায় । একবছর হয়ে গেল আমার ছেলেকে ফিরে পাইনি । আমি ছেলের প্রাণ ভিক্ষা চাইছি ।"

চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সূরজ দাশ জানান, মার্চে নিখোঁজ হয়ে যায় মানিক দেবনাথ । তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন । দ্রুত ওই যুবককে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের হাই কমিশন ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।

Intro:মোটর বাইক নিয়ে ভুলে করে বাংলাদেশে ঢুকে পরায় জেল হেফাজত, মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে ভারতে হন্যে হয়ে ঘুরছে অসহায় বাবা।।

হিলি, ১৯ জুন: ছেলে মানসিক ভারসাম্যহীন। মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করতে ভুল করে ঢুকে পরে বাংলাদেশে। বে আইনি ভাবে বাংলাদেশে প্রবেশ করায় বর্তমানে বাংলাদেশের জেলে রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকে ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন অসহায় বাবা বিনোদ দেবনাথ। এমনকি ছেলের সব কাগজপত্র নিয়ে ভারতীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেখা করেন বিনোদবাবু।

জানা গেছে, বিনোদ দেবনাথের বাড়ি হিলি থানার ধরন্দা এলাকায়। ছেলে মানিক দেবনাথ(৩০)। সুস্থ স্বাভাবিক থাকলেও বছর খানেক আগে থেকে মাথার ব্যামো দেখা দেয়। মানসিক ভারসাম্য হয়ে পরায় গত এক বছর ধরে বালুরঘাট ও হিলিতে চিকিৎসা চলছে তার। গত মার্চ মাসের ৮ তারিখ বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয় মানিক। বেরনোর আগে মায়ের কাছ থেকে ১৭ হাজার টাকা নিয়েছিল। ওই দিন বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর হিলি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করতে যান বিনোদবাবু। তবে সেই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এর পর গত ১৪ মার্চ বালুরঘাটে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিনোদবাবু। এদিকে কিছু দিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী জওয়ানদের কাছ থেকে আসা ফোনে জানতে পারেন তার ছেলে বর্তমানে বাংলাদেশের দিনাজপুর জেলে রয়েছে। ওপারে রয়েছে মানিকের মোটর বাইকটিও। তার অপরাধ ভুল করে মোটর বাইক নিয়ে বে আইনি ভাবে বাংলাদেশে ঢুকে পরেছিল। এদিকে বিষয়টি জানার পর থেকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় হন্যে হয়ে ঘুরছেন বিনোদ দেবনাথ।

এবিষয়ে বিনোদ দেবনাথ জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। বিগত এক বছর ধরে তার নার্ভের চিকিৎসা চলছে। চিকিৎসার পর একটু ভাল ছিল। এরই মধ্যে সেই বাংলাদেশে মোটর বাইক নিয়ে ঢুকে পরে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানায়। বিএসএফ থেকে তাকে ছেলের ছবি দেখানো হয়। মানসিক ভারসাম্যহীন না হলে কেউ সীমান্ত দিয়ে বাংলাদেশে মোটর নিয়ে ঢুকতে পারে। সব জায়গায় যাচ্ছেন মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফেরত পেতে।

অন্য দিকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সূরজ দাশ জানান, গত মার্চ মাসে নিখোঁজ হয়ে যায় মানিক দেবনাথ। তারা খোঁজ নিয়ে দেখেছেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন। দ্রুত ওই যুবকে দেশে ফেরানো যায় তার জন্য বাংলাদেশের হাই কমিশন ও ওপারের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কথা বলেছেন। দ্রুত ওই যুবককে ফিরিয়ে তার পরিবারের হাতে তুলে দিতে সবরকম ভাবে তারা চেষ্টা করছেন। Body:HILIConclusion:HILI
Last Updated : Jun 20, 2019, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.