ETV Bharat / state

Rail Roko: ‘রেল রোকো’র আঁচ রাজ্যেও, বালুরঘাট স্টেশনে অবরোধ কৃষকদের - Farmers

বিতর্কিত তিনটি কৃষি আইন এবং উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদে রাস্তায় রেল অবরোধে নেমেছিলেন এ রাজ্যের কৃষকরাও ৷ সোমবার প্রায় আধ ঘণ্টা বালুরঘাট স্টেশনে রেল অবরোধ করেন তাঁরা ৷

farmers-rail-roko-takes-place-in-west-bengal-too
‘রেল রোকো’র আঁচ এ রাজ্যেও
author img

By

Published : Oct 18, 2021, 9:37 PM IST

বালুরঘাট, 18 অক্টোবর: দেশ জুড়ে ‘রেল রোকো’ আন্দোলনের রেশ পৌঁছল উত্তরবঙ্গেও ৷ বিতর্কিত তিনটি কৃষি আইন এবং উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদে রাস্তায় রেল অবরোধে নেমেছিলেন এ রাজ্যের কৃষকরাও ৷ সোমবার প্রায় আধ ঘণ্টা বালুরঘাট স্টেশনে রেল অবরোধ করেন তাঁরা ৷ তার জেরে বালুরঘাট-শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

সর্বভারতীয় কৃষকসভার ডাকে সোমবার দেশ জুড়ে ‘রেল রোকো’ আন্দোলন পালিত হয়েছে । তাতে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি লখিমপুর খিরির ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন তাঁরা । সর্বভারতীয় কৃষক সভার জেলা সভাপতি অমিত সরকার বলেন, ‘‘17 জানুয়ারি থেকে লখিমপুর খেরিতে আন্দোলন করছিলেন কৃষকরা ৷ সেখানে বিজেপি-র কর্মীবাহিনী এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের নেতৃত্বে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে ৷ তাতে 8 জনের মৃত্যু হয়েছে ৷ আমরা হত্যাকারীর কঠোর সাজার দাবি জানাচ্ছি ৷’’

আরও পড়ুন: Gariahat Murder : গড়িয়াহাটের জোড়া খুনের নেপথ্যে কি প্রোমোটার চক্র, উত্তর খুঁজছে পুলিশ

বিতর্কিত কৃষি এবং শ্রমিক আইনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান অমিত ৷ তাঁর কথায়, ‘‘দেশের স্বার্থবিরোধী কৃষি আইন নিয়ে এসেছে কেন্দ্র ৷ একই ভাবে শ্রমিক আইনও দেশের মানুষের স্বার্থবিরোধী ৷ দু’টি আইনই প্রত্যাহার করতে হবে ৷ অস্বাভাবিক হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৷ বিদ্যুতের বিল মকুব করা হোক ৷’’

অবরোধের জেরে সোমবার বালুরঘাট-শিলিগুড়ি শাখায় প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং রেল পুলিশকে নামানো হয় ৷ বেশ কিছু ক্ষণের চেষ্টায় অবরোধ তোলে পুলিশ ৷ অপ্রীতিককর ঘটনা এড়াতে স্টেশনে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Jhargram Maoist: ঝাড়গ্রামে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমাতঙ্ক

বালুরঘাট, 18 অক্টোবর: দেশ জুড়ে ‘রেল রোকো’ আন্দোলনের রেশ পৌঁছল উত্তরবঙ্গেও ৷ বিতর্কিত তিনটি কৃষি আইন এবং উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদে রাস্তায় রেল অবরোধে নেমেছিলেন এ রাজ্যের কৃষকরাও ৷ সোমবার প্রায় আধ ঘণ্টা বালুরঘাট স্টেশনে রেল অবরোধ করেন তাঁরা ৷ তার জেরে বালুরঘাট-শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

সর্বভারতীয় কৃষকসভার ডাকে সোমবার দেশ জুড়ে ‘রেল রোকো’ আন্দোলন পালিত হয়েছে । তাতে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি লখিমপুর খিরির ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন তাঁরা । সর্বভারতীয় কৃষক সভার জেলা সভাপতি অমিত সরকার বলেন, ‘‘17 জানুয়ারি থেকে লখিমপুর খেরিতে আন্দোলন করছিলেন কৃষকরা ৷ সেখানে বিজেপি-র কর্মীবাহিনী এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের নেতৃত্বে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে ৷ তাতে 8 জনের মৃত্যু হয়েছে ৷ আমরা হত্যাকারীর কঠোর সাজার দাবি জানাচ্ছি ৷’’

আরও পড়ুন: Gariahat Murder : গড়িয়াহাটের জোড়া খুনের নেপথ্যে কি প্রোমোটার চক্র, উত্তর খুঁজছে পুলিশ

বিতর্কিত কৃষি এবং শ্রমিক আইনের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান অমিত ৷ তাঁর কথায়, ‘‘দেশের স্বার্থবিরোধী কৃষি আইন নিয়ে এসেছে কেন্দ্র ৷ একই ভাবে শ্রমিক আইনও দেশের মানুষের স্বার্থবিরোধী ৷ দু’টি আইনই প্রত্যাহার করতে হবে ৷ অস্বাভাবিক হারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৷ বিদ্যুতের বিল মকুব করা হোক ৷’’

অবরোধের জেরে সোমবার বালুরঘাট-শিলিগুড়ি শাখায় প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং রেল পুলিশকে নামানো হয় ৷ বেশ কিছু ক্ষণের চেষ্টায় অবরোধ তোলে পুলিশ ৷ অপ্রীতিককর ঘটনা এড়াতে স্টেশনে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: Jhargram Maoist: ঝাড়গ্রামে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমাতঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.