বালুরঘাট, 20 মে : ভিনরাজ্যে আটকে পড়েছেন বালুরঘাটের পতিরাম গ্রাম পঞ্চায়েতের পোল্লাপাড়ার 15 জন । বাড়ি ফেরার চেষ্টা করেও কোনও লাভ হয়নি । অবশেষে জেলাশাসকের দ্বারস্থ হল তাঁদের পরিবার । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক নিখিল নির্মল ।
কোরোনা সংক্রমণের মোকাবিলায় চলছে চতুর্থ দফার লকডাউন । দীর্ঘদিন ধরে লকডাউন চলায় সমস্যায় পড়েছেন ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বালুরঘাটের শ্রমিকরা । লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে কাজ । এই অবস্থায় তাঁরা বাড়ি ফিরতে চাইছেন । কিন্তু, ফিরতে পারছেন না । তাই তাঁদের পরিবার এবার জেলাশাসকের দ্বারস্থ হল ।
পোল্লাপাড়ার প্রায় 10টি পরিবারের প্রায় 15 জন মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে আটকে পড়েছেন । কারও স্বামী আবার কারও ভাই ভিনরাজ্যে রয়েছেন । এছাড়াও পাগলিগঞ্জ, খাসপুর, বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 40 জন শ্রমিক বাইরে রয়েছেন । গতকাল তাঁদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে জেলাশাসকের দ্বারস্থ হন ।
এই বিষয়ে এক শ্রমিকের মা শান্তি সরকার বলেন, “আমার ছেলে কয়েক মাস আগে হরিয়ানায় কাজে গিয়েছিল । সেখানে আটকে পড়ে সে। এখন লকডাউনের জন্য বাড়ি আসতে পারছে না । কাজ না থাকায় টাকাও পাঠাতে পারছে না । আমাদের খুব সমস্যা হচ্ছে । ঠিকমতো খেতেও পাচ্ছি না । তাই ছেলেকে ফিরিয়ে আনতে আজকে জেলাশাসকের কাছে এসেছি ।”
এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক প্রণব কুমার ঘোষ বলেন, “এখনও কোনও আবেদন পাইনি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । সরকারি উদ্যোগে সকলকেই ফিরিয়ে আনা হবে ।”