ETV Bharat / state

3 সিভিক ভলান্টিয়ার সহ দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত আরও 8 - কোরোনা

দক্ষিণ দিনাজপুরে জেলায় আক্রান্ত বেড়ে হল 460 জন। গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী নতুন 8 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। তার মধ্যে 3 জন হলেন তপনের সিভিক ভলেন্টিয়ার ।

Dakshin dinajpur
Dakshin dinajpur
author img

By

Published : Jul 16, 2020, 12:20 PM IST

বালুরঘাট, 16 জুলাই: তপনের তিন সিভিক ভলান্টিয়ার সহ আরও আটজন কোরোনায় আক্রান্ত হল । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 460 । আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে আনা হয়েছে। এছাড়াও বাড়িতেই চিকিৎসা চলছে কয়েকজনের ।


গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী আটজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের মধ্যে বালুরঘাটের দু'জন, তপনের তিনজন ,কুশমণ্ডি, গঙ্গারামপুর ও হিলির একজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 460 জন। গতকাল বিকেল পর্যন্ত জেলায় 278 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।

বালুরঘাট, 16 জুলাই: তপনের তিন সিভিক ভলান্টিয়ার সহ আরও আটজন কোরোনায় আক্রান্ত হল । এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 460 । আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে আনা হয়েছে। এছাড়াও বাড়িতেই চিকিৎসা চলছে কয়েকজনের ।


গতকাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী আটজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের মধ্যে বালুরঘাটের দু'জন, তপনের তিনজন ,কুশমণ্ডি, গঙ্গারামপুর ও হিলির একজন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 460 জন। গতকাল বিকেল পর্যন্ত জেলায় 278 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.