গঙ্গারামপুর, 4 মে: গঙ্গারামপুর থানার অন্তর্গত নারই এলাকার কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডে হানা ইডি ও আয়কর দফতরের। দীর্ঘ 28 ঘণ্টা পেরিয়ে গেলেও তল্লাশি জারি রয়েছে বিধায়কের তেল মিলে। ভিতরে রয়েছেন আয়কর দফতর ও ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকে মিলে ঢুকতে দেওয়া হয়নি শ্রমিকদের। যার কারণে মিলের বাইরে ভিড় জমান শ্রমিকেরা।
প্রসঙ্গত, বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি ও আয়কর আধিকারিকরা অভিযান চালান। সেইসঙ্গে একযোগে এদিন গঙ্গারামপুর থানার নারই এলাকায় অবস্থিত কৃষ্ণ কল্যাণীর প্রতিষ্ঠান, কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকেরা। দীর্ঘ 28 ঘণ্টা পেরিয়ে গেলেও জারি রয়েছে তল্লাশি।
গতকাল সকাল সাড়ে আটটা নাগাদ ইডি ও আয়কর দফতরের 13 জন আধিকারিক এই তেল কারখানার ভিতরে ঢুকেছিলেন ৷ বৃহস্পতিবার বেলা গড়ালেও এখনও পর্যন্ত তাঁরা সেখানেই রয়েছেন ৷ ওয়েল মিল সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা মূলত অ্যাকাউন্টস দফতরের ফাইল খুঁটিয়ে দেখছেন ৷ তল্লাশি অভিযানের কারণে গতকাল থেকেই বন্ধ রয়েছে মিলের ভিতরের সমস্ত কাজকর্ম। বাইরের লোককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ।
আরও পড়ুন : 11 ঘণ্টার ম্যারাথন তল্লাশি! রাতেই কৃষ্ণ কল্যাণীর অংশীদারি বেগরাজ গ্রুপের অফিস ছাড়ল আয়কর
ফলে সমস্যায় পড়েছেন শ্রমিকেরা ৷ তারাও বুঝে উঠতে পারছেন না কী করবেন না, করবেন ৷ ফলে তাঁরাও সকাল থেকে কারখানার বাইরে ভিড় করে অপেক্ষা করছেন ৷ শ্রমিকদের বক্তব্য, তাঁদের কাজের ব্যাঘাত না-ঘটিয়ে তল্লাশি চালাক ইডি ও আয়কর আধিকারিকরা ৷ তাঁরা সকালে এসেছেন কাজ করতে ৷ কিন্তু এখনও পর্যন্ত তাঁদের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে ৷ কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছেন তেল কারখানার শ্রমিকেরা ৷ শ্রমিক সুখী মণ্ডল বলেন, " আমরা সকাল 6টা থেকে এখানে এসেছি ৷ আমাদের ঢুকতে দিচ্ছে না ৷ কী তদন্ত চলছে ৷ তদন্তু করুক ৷ কিন্তু আমরা তো কাজের লোক, কর্ম করে খাওয়ার লোক ৷ আমাদের কাজ না করলে পেট চলবে না ৷ তাই চাইছি, কাজটা চালু রেখে তদন্ত হোক ৷"