ETV Bharat / state

DPRP কিট আসায় এবার জেলাতেই মিলবে রিপোর্ট - কোরোনা টেস্ট

50টি কিট ইতিমধ্যেই কলকাতা থেকে আনা হয়েছে । আজ থেকেই শুরু হতে পারে ব্যবহার ।

DPRP kit
corona test
author img

By

Published : Jul 5, 2020, 8:49 PM IST

বালুরঘাট, 5 জুলাই : এবার থেকে জেলাতেই মিলবে সোয়াব টেস্টের চূড়ান্ত রিপোর্ট । গতরাতেই বালুরঘাটে কোরোনা পরীক্ষার নতুন DPRP কিট এসে পৌঁছেছে । এর ফলে চূড়ান্ত রিপোর্ট পেতে আর মালদা বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভরসা করতে হবে না । এই কিটের মাধ্যমেই কোরোনা পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট মিলবে। নতুন কিট আসার ফলে কোরোনা পরীক্ষায় আরও গতি আসবে বলেই দাবি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের।

বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 228 হয়েছে । যার মধ্যে 191 জন সুস্থ হয়েছেন । কোরোনা মোকাবিলায় জেলায় বাড়ানো হয় সোয়াব টেস্টের পরিমাণ । নমুনা পরীক্ষায় আরও গতি আনতে গঙ্গারামপুরেও বসানো হয়েছে ট্রুনাট মেশিন । আগামীকাল থেকে এই ট্রুনাট মেশিন ব্যবহার করা হবে ।

এ'দিকে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ না থাকায় জেলায় VRLD মেশিন বসানোর সুযোগ নেই । তাই নমুনা পরীক্ষার জন্য এতদিন মালদা মেডিকেল কলেজের RTPCR মেশিনের উপরই ভরসা করে থাকতে হত । কিন্তু, মালদা মেডিকেল কলেজ থেকে দক্ষিণ দিনাজপুরের রিপোর্টগুলি সময়মত আসছে না । যার জেরে একদিকে যেমন বাড়ছে কোরোনা সংক্রমণের হার, তেমনই আক্রান্তদের চিকিৎসা শুরু হতেও দেরি হচ্ছে ।

এ'বার দক্ষিণ দিনাজপুর জেলাতেই এই মেশিনের মাধ্যমে মিলবে কোরোনার চূড়ান্ত রিপোর্ট । DPRP কিটের মাধ্যমে কোরোনা পরীক্ষা করা হবে । এ'বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে জানান, ICMR-এর গাইডলাইন মেনেই DPRP কিটএর মাধ্যমে হবে লালারসের চুড়ান্ত পরীক্ষা । আপাতত 50টি কিট এসেছে জেলায় । প্রয়োজনে আজ থেকেই এই কিটের ব্যবহার শুরু হতে পারে ।"

বালুরঘাট, 5 জুলাই : এবার থেকে জেলাতেই মিলবে সোয়াব টেস্টের চূড়ান্ত রিপোর্ট । গতরাতেই বালুরঘাটে কোরোনা পরীক্ষার নতুন DPRP কিট এসে পৌঁছেছে । এর ফলে চূড়ান্ত রিপোর্ট পেতে আর মালদা বা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভরসা করতে হবে না । এই কিটের মাধ্যমেই কোরোনা পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট মিলবে। নতুন কিট আসার ফলে কোরোনা পরীক্ষায় আরও গতি আসবে বলেই দাবি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের।

বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 228 হয়েছে । যার মধ্যে 191 জন সুস্থ হয়েছেন । কোরোনা মোকাবিলায় জেলায় বাড়ানো হয় সোয়াব টেস্টের পরিমাণ । নমুনা পরীক্ষায় আরও গতি আনতে গঙ্গারামপুরেও বসানো হয়েছে ট্রুনাট মেশিন । আগামীকাল থেকে এই ট্রুনাট মেশিন ব্যবহার করা হবে ।

এ'দিকে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ না থাকায় জেলায় VRLD মেশিন বসানোর সুযোগ নেই । তাই নমুনা পরীক্ষার জন্য এতদিন মালদা মেডিকেল কলেজের RTPCR মেশিনের উপরই ভরসা করে থাকতে হত । কিন্তু, মালদা মেডিকেল কলেজ থেকে দক্ষিণ দিনাজপুরের রিপোর্টগুলি সময়মত আসছে না । যার জেরে একদিকে যেমন বাড়ছে কোরোনা সংক্রমণের হার, তেমনই আক্রান্তদের চিকিৎসা শুরু হতেও দেরি হচ্ছে ।

এ'বার দক্ষিণ দিনাজপুর জেলাতেই এই মেশিনের মাধ্যমে মিলবে কোরোনার চূড়ান্ত রিপোর্ট । DPRP কিটের মাধ্যমে কোরোনা পরীক্ষা করা হবে । এ'বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুকুমার দে জানান, ICMR-এর গাইডলাইন মেনেই DPRP কিটএর মাধ্যমে হবে লালারসের চুড়ান্ত পরীক্ষা । আপাতত 50টি কিট এসেছে জেলায় । প্রয়োজনে আজ থেকেই এই কিটের ব্যবহার শুরু হতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.