বালুরঘাট, 23 নভেম্বর: কোরোনায় আক্রান্ত হয়ে এবার মৃত্যু হল বালুরঘাটের বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবী ডাঃ রামেন্দু নারায়ণ ঘোষের । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ বয়স হয়েছিল 64 বছর । ওই চিকিৎসকের মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে বালুরঘাটে ।
চিকিৎসার পাশাপাশি জেলাজুড়ে নানা সমাজ সেবামূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তিনি । জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন । এছাড়াও বালুরঘাট ট্রেকার্স ইউনিট সহ একাধিক সংগঠনের সভাপতি, সম্পাদকের দায়িত্বে ছিলেন রামেন্দুবাবু ।
ছোটোবেলা থেকেই মেধাবী ছিলেন গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র। কলকাতা আর আহমেদ ডেন্টাল কলেজে পড়াকালীনই সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়েন । একবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দাঁতের চিকিৎসাও করেছিলেন । প্রবীণ এই চিকিৎসকের উত্তরবঙ্গজুড়ে সুনাম রয়েছে । ক্যাম্প করে দাঁতের চিকিৎসায় জেলায় অন্যতম পথিকৃৎ তিনি । কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন । কোরোনার রিপোর্ট নেগেটিভ এলেও, ফুসফুসের অতি সংক্রমণের কারণে শনিবার বিকালে ICU-তে স্থানান্তরিত করা হয়েছিল । রবিবার রাত দেড়টা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর ।
মৃত চিকিৎসকের ভাইপো অরিন্দম ঘোষ জানান, ‘‘হৃদযন্ত্র বিকল হয়ে কাকু মারা গেছেন । দীর্ঘদিন ধরে কোরোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । কয়েক দিন আগে কোরোনা রিপোর্ট নেগেটিভও আসে । অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন । চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন ।’’