বংশীহারি, 3 অগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বুধবার বুনিয়াদপুর সার্কিট হাউজে কুশমন্ডির মুখোশ শিল্পীদের নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। দেওয়া হয় জিআই সার্টিফিকেটও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ (DM Gives GI Certificate to Mask Artists)।
এদিন জেলাশাসক ফিতে কেটে বিজ্ঞান প্রদর্শনীর কক্ষে প্রবেশ করেন। প্রথমে জেলার মহিষবাথানের মুখা শিল্পীদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তাঁদের নানা আঙ্গিকে তৈরি মুখাগুলি প্রদর্শনে স্টলগুলি সকলকে আকৃষ্ট করেছে। প্রদর্শনীতে মহিষবাথানের স্টলগুলি আলাদা মাত্রা পায়। অপরদিকে একই কক্ষে এলাকার বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর স্টল গুলি একে একে পরিদর্শন করেন। গঙ্গারামপুর মহকুমা শাসক পি প্রমথ-সহ জেলা এবং মহকুমার আধিকারিকগণ।
আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরেও রাস্তা কাঁচাই, মালদা-বালুরঘাট সড়কে অবরোধ গ্রামবাসীদের
স্কুল ছাত্রছাত্রীদের প্রদর্শিত স্টলগুলির মধ্যে ছিল, অখণ্ড ভারত, উইমেন সেফটি সু, বৃষ্টির জলে ভেজার হাত থেকে শুকনো জামা কাপড় স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করা, জল সংরক্ষণ, বন্যার হাত থেকে বাড়িকে রক্ষা করা, লাইটের সাহায্যে অডিয়ো ট্রান্সমিশন, হাইড্রোলিক ব্রিজ, রোবট রিক্সা, মাটি ছাড়া আধুনিক পদ্ধতিতে উন্নত প্রথায় চাষ বাস-সহ বিভিন্ন বিজ্ঞান বিষয়ক স্টলগুলি পরিদর্শন করেন।
শেষে মহকুমায় সদ্য অনুষ্ঠিত ফটোগ্রাফি কম্পিটিশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। তাঁদের ফটোগ্রাফির ভূয়সী প্রশংসা করেন তিনি। কুশমন্ডির মহিষবাথানের মুখা শিল্প ইতিপূর্বে সংশ্লিষ্ট দফতর থেকে জিআই তকমা পেয়েছিল। বুধবার বুনিয়াদপুর সার্কিট হাউস থেকে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহিষবাথানের 9 জন মুখা শিল্পীকে জিআই সার্টিফিকেট দেওয়া হল। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী-সহ ফটোগ্রাফিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয়দেরও পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, "রাজ্য সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ইতিপূর্বে জেলার মহিষবাথানের মুখা জিআই তকমা পায়। এদিন বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে 9 জন মহিষবাথানের মুখা শিল্পীকে জি আই সার্টিফিকেট প্রদান করা হল। এতে আগামিদিনে মুখা শিল্পীদের শ্রীবৃদ্ধি ঘটবে। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্ক করার লক্ষ্যে একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অপরদিকে, সদ্য অনুষ্ঠিত এলাকার ফটোগ্রাফি প্রতিযোগিতায় 3 জনকে পুরস্কৃত করা হল।