ETV Bharat / state

ইয়ুথ হস্টেল নয়, বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র হবে কোভিড হাসপাতাল

বালুরঘাট হোসেনপুর এলাকায় নবনির্মিত ইয়ুথ হস্টেলে 80টি বেডের কোভিড হাসপাতাল চালুর কথা ভেবেছিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর । তার আগেই ইয়ুথ হস্টেলের পাশে শুভায়ন হোম কর্তৃপক্ষ বা জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । আইনি জটিলতা তৈরি হতেই কোভিড হাসপাতাল চালুর প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হয় ।

balurghat
balurghat
author img

By

Published : Aug 2, 2020, 4:04 PM IST

বালুরঘাট, 2 অগাস্ট : বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকে চতুর্থ পর্যায়ের কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হচ্ছে। আগামী রবিবার থেকে হাসপাতাল চালু করা হবে । হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে জেলা প্রশাসন । আজ থেকে কোভিড হাসপাতাল চালু করা হবে । ইয়ুথ হস্টেলকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করার পরিকল্পনা ছিল জেলা প্রশাসনের ।

বালুরঘাট হোসেনপুর এলাকায় নবনির্মিত ইয়ুথ হস্টেলে 80টি বেডের কোভিড হাসপাতাল চালুর কথা ভেবেছিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর । 24 জুলাই কোরোনা হাসপাতালটি চালুর কথা ছিল । তার আগেই ইয়ুথ হস্টেলের পাশে শুভায়ন হোম কর্তৃপক্ষ বা জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । আইনি জটিলতা তৈরি হতেই কোভিড হাসপাতাল চালুর প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হয় ।

ইয়ুথ হস্টেলে কোভিড হাসপাতাল চালু করতে হলে শুভায়ন হোমে থাকা শিশুদের নিরাপত্তার স্বার্থে কোনও আপোষ করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি আরও কয়েকটি কিছু শর্ত দেয় আদালত । ওই সব শর্ত পূরণ করে জেলা প্রশাসনের তরফে হস্টেলটিকে সেফ হোম করার পরিকল্পনা করে জেলা প্রশাসন ।

তবে এইবার ওই হস্টেলের বদলে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকে কোভিড হাসপাতাল করা হচ্ছে । বর্তমানে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি তৃতীয় স্তরের SARI হাসপাতাল । এই হাসপাতালকে চতুর্থ স্তরের কোভিড হাসপাতাল করা হবে । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া । বর্তমানে 80 বেডের এই কোভিড হাসপাতাল চালু করা হবে । প্রয়োজনে আরও বাড়ানো হবে বেডের সংখ্যা । বর্তমানের প্রয়াস আত্রেয়ীর কোভিড হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হতে পারে ।

এই বিষয়ে অতিরিক্ত জেলা(ভূমি ও রাজস্ব) শাসক প্রণব ঘোষ জানিয়েছেন, হোসেনপুরের ইয়ুথ হস্টেল নয় বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকেই চতুর্থ স্তরের কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হবে । দ্রুত এই হাসপাতাল চালু করা হবে ।

বালুরঘাট, 2 অগাস্ট : বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকে চতুর্থ পর্যায়ের কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হচ্ছে। আগামী রবিবার থেকে হাসপাতাল চালু করা হবে । হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে জেলা প্রশাসন । আজ থেকে কোভিড হাসপাতাল চালু করা হবে । ইয়ুথ হস্টেলকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করার পরিকল্পনা ছিল জেলা প্রশাসনের ।

বালুরঘাট হোসেনপুর এলাকায় নবনির্মিত ইয়ুথ হস্টেলে 80টি বেডের কোভিড হাসপাতাল চালুর কথা ভেবেছিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর । 24 জুলাই কোরোনা হাসপাতালটি চালুর কথা ছিল । তার আগেই ইয়ুথ হস্টেলের পাশে শুভায়ন হোম কর্তৃপক্ষ বা জুভেনাইল জাস্টিস বোর্ডের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । আইনি জটিলতা তৈরি হতেই কোভিড হাসপাতাল চালুর প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হয় ।

ইয়ুথ হস্টেলে কোভিড হাসপাতাল চালু করতে হলে শুভায়ন হোমে থাকা শিশুদের নিরাপত্তার স্বার্থে কোনও আপোষ করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি আরও কয়েকটি কিছু শর্ত দেয় আদালত । ওই সব শর্ত পূরণ করে জেলা প্রশাসনের তরফে হস্টেলটিকে সেফ হোম করার পরিকল্পনা করে জেলা প্রশাসন ।

তবে এইবার ওই হস্টেলের বদলে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকে কোভিড হাসপাতাল করা হচ্ছে । বর্তমানে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি তৃতীয় স্তরের SARI হাসপাতাল । এই হাসপাতালকে চতুর্থ স্তরের কোভিড হাসপাতাল করা হবে । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পরিকাঠামো উন্নয়নের প্রক্রিয়া । বর্তমানে 80 বেডের এই কোভিড হাসপাতাল চালু করা হবে । প্রয়োজনে আরও বাড়ানো হবে বেডের সংখ্যা । বর্তমানের প্রয়াস আত্রেয়ীর কোভিড হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হতে পারে ।

এই বিষয়ে অতিরিক্ত জেলা(ভূমি ও রাজস্ব) শাসক প্রণব ঘোষ জানিয়েছেন, হোসেনপুরের ইয়ুথ হস্টেল নয় বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রকেই চতুর্থ স্তরের কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হবে । দ্রুত এই হাসপাতাল চালু করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.