ETV Bharat / state

টিউবওয়েল থেকে বেরোচ্ছে সাদা গুঁড়ো পদার্থ মিশ্রিত নোংরা জল, তদন্তে মহুকমা প্রশাসন

রাতে টিউবওয়েল থেকে জল নিতে যান এলাকার এক বাসিন্দা । তখনই গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ মিশ্রিত জল বের হতে দেখেন । আতঙ্ক ছড়ায় এলাকায় ।

tube well
টিউবওয়েল
author img

By

Published : Apr 26, 2020, 12:15 PM IST

বংশীহারী, 26 এপ্রিল: একটি টিউবওয়েল থেকে জল আনতে গেছিলেন এলাকার এক মহিলা । তখনই গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ (পাউডারের মতো ) মিশ্রিত জল বের হতে দেখেন । পাশাপাশি আরও দু'টো টিউবওয়েল থেকে একইরকম জল বেরোচ্ছিল । খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় । গতরাতে বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকার তিনটি টিউবওয়েল থেকেই এইরকম জল বেরোতে দেখেন এলাকাবাসী । অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে টিউবওয়েলগুলিতে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দুই নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে 10 থেকে 15টি টিউবওয়েল বসানো হয়েছে । কিন্তু গতরাতে তিনটি টিউবওয়েল থেকে গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ মিশ্রিত জল বের হয় । এরপর আর কেউই ওই তিনটি টিউবওয়েল থেকে জল নেননি । অভিযোগ, রাতের অন্ধকারে কোনও একসময় এসে কেউ বা কারা এই কাজ করেছে । খবর দেওয়া হয় বংশীহারী থানায় । ঘটনাস্থানে আসেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল । এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে টিউবওয়েলগুলি দেখেন । জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহকুমা দপ্তরে নিয়ে যান । কে বা কারা এই কাজ করল, কেনই বা করল তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর মহকুমা প্রশাসন এবং বংশীহারী থানার পুলিশ ।

aa
টিউবওয়েলের জল পরীক্ষা করে দেখা হচ্ছে

এই বিষয়ে এলাকার বাসিন্দা রঞ্জু বর্মণ জানান, "আমার বাড়ি থেকে কিছুটা দূরে টিউবওয়েলগুলিতে কেউ বা কারা সাদা পাউডারের মতো কিছু একটা মিশিয়ে দিয়েছে । এলাকার লোকজন থানা কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানায় । এরপর প্রশাসনের তরফে লোকজন ও পুলিশকর্মীরা এসে ওই জলের নমুনা সংগ্রহ করেন । আমরা আতঙ্কের মধ্যে রয়েছি । একদিকে কোরোনার আতঙ্ক আবার অন্যদিকে এই জলের আতঙ্ক তৈরি হল । কে বা কারা এই কাজ করেছে বুঝতে পারছি না ।"

গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, এলাকায় এক মহিলা কিছু না জেনে একটি টিউবওয়েল থেকে জল নিতে গেছিলেন । তখনই গন্ধযুক্ত ও সাদা রঙের গুঁড়ো পদার্থ মিশ্রিত নোংরা জল বের হতে দেখেন । আরও দু'টো টিউবওয়েল থেকেও এইরকম জল বেরোচ্ছিল । এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায় । আমরা আপাতত তিনটি টিউবওয়েলই সিল করে দিয়েছি । জলের নমুনা সংগ্রহ করে মহকুমা দপ্তরে নিয়ে আসা হয়েছে । এলাকায় যেন জলের কষ্ট যাতে না হয় সেজন্য জলের ট্যাঙ্ক বসানো হবে ।"

বংশীহারী, 26 এপ্রিল: একটি টিউবওয়েল থেকে জল আনতে গেছিলেন এলাকার এক মহিলা । তখনই গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ (পাউডারের মতো ) মিশ্রিত জল বের হতে দেখেন । পাশাপাশি আরও দু'টো টিউবওয়েল থেকে একইরকম জল বেরোচ্ছিল । খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় এলাকায় । গতরাতে বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকার তিনটি টিউবওয়েল থেকেই এইরকম জল বেরোতে দেখেন এলাকাবাসী । অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে টিউবওয়েলগুলিতে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দুই নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে 10 থেকে 15টি টিউবওয়েল বসানো হয়েছে । কিন্তু গতরাতে তিনটি টিউবওয়েল থেকে গন্ধযুক্ত ও সাদা গুঁড়ো পদার্থ মিশ্রিত জল বের হয় । এরপর আর কেউই ওই তিনটি টিউবওয়েল থেকে জল নেননি । অভিযোগ, রাতের অন্ধকারে কোনও একসময় এসে কেউ বা কারা এই কাজ করেছে । খবর দেওয়া হয় বংশীহারী থানায় । ঘটনাস্থানে আসেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল । এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে টিউবওয়েলগুলি দেখেন । জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহকুমা দপ্তরে নিয়ে যান । কে বা কারা এই কাজ করল, কেনই বা করল তা খতিয়ে দেখছে গঙ্গারামপুর মহকুমা প্রশাসন এবং বংশীহারী থানার পুলিশ ।

aa
টিউবওয়েলের জল পরীক্ষা করে দেখা হচ্ছে

এই বিষয়ে এলাকার বাসিন্দা রঞ্জু বর্মণ জানান, "আমার বাড়ি থেকে কিছুটা দূরে টিউবওয়েলগুলিতে কেউ বা কারা সাদা পাউডারের মতো কিছু একটা মিশিয়ে দিয়েছে । এলাকার লোকজন থানা কর্তৃপক্ষ এবং প্রশাসনকে জানায় । এরপর প্রশাসনের তরফে লোকজন ও পুলিশকর্মীরা এসে ওই জলের নমুনা সংগ্রহ করেন । আমরা আতঙ্কের মধ্যে রয়েছি । একদিকে কোরোনার আতঙ্ক আবার অন্যদিকে এই জলের আতঙ্ক তৈরি হল । কে বা কারা এই কাজ করেছে বুঝতে পারছি না ।"

গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল বলেন, এলাকায় এক মহিলা কিছু না জেনে একটি টিউবওয়েল থেকে জল নিতে গেছিলেন । তখনই গন্ধযুক্ত ও সাদা রঙের গুঁড়ো পদার্থ মিশ্রিত নোংরা জল বের হতে দেখেন । আরও দু'টো টিউবওয়েল থেকেও এইরকম জল বেরোচ্ছিল । এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায় । আমরা আপাতত তিনটি টিউবওয়েলই সিল করে দিয়েছি । জলের নমুনা সংগ্রহ করে মহকুমা দপ্তরে নিয়ে আসা হয়েছে । এলাকায় যেন জলের কষ্ট যাতে না হয় সেজন্য জলের ট্যাঙ্ক বসানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.