ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত পরিদর্শনে রাজ্য পুলিশের বিশেষ প্রতিনিধিদল - দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত পরিদর্শনে রাজ্য পুলিশের বিশেষ প্রতিনিধিদল

লকডাউন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে ও পর্যালোচনা করতে দক্ষিণ দিনাজপুরে বৈঠক করলেন নর্থ বেঙ্গল IG । দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সার্কিট হাউসে আজ এই বৈঠক করেন তিনি ৷

dg-c-virendra-visits-south-dinajpur-border
দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সীমান্ত পরিদর্শনে রাজ্য পুলিশের বিশেষ প্রতিনিধিদল
author img

By

Published : Apr 21, 2020, 11:42 PM IST

কুশমন্ডি, 21 এপ্রিল : লকডাউন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে ও পর্যালোচনা করতে দক্ষিণ দিনাজপুরে বৈঠক করলেন নর্থ বেঙ্গল IG । দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সার্কিট হাউসে আজ এই বৈঠক করেন তিনি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ, DG ওয়েস্ট বেঙ্গল সি বীরেন্দ্র, IGP নর্থ বেঙ্গল অনন্ত কুমার, DIG মালদা রেঞ্জ প্রসূন ব্যানার্জি এবং জেলাশাসক নিখিল নির্মলসহ একাধিক আধিকারিকরা । এরপর সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোন তাঁরা ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । এমন অবস্থায় দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী এলাকাগুলো কী অবস্থায় আছে সে বিষয় খতিয়ে দেখেন তাঁরা ৷ আজ দক্ষিণ দিনাজপুর কুশমণ্ডি ব্লকের বিভিন্ন বর্ডার যেমন, সাটিমারি BOP সহ পদ্মাকুড়ি বর্ডার খতিয়ে দেখেন ৷ এরপর দক্ষিণ দিনাজপুরের সীমান্ত দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্ত হয়ে উত্তরবঙ্গ যান । নর্থ বেঙ্গল IG আজ মালদা থেকে পৌঁছান বুনিয়াদপুর সার্কিট হাউসে । সেখানে তিনি পৌঁছান সকাল 11 টা নাগাদ । জেলা পুলিশ সুপার-সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন । এরপর বিভিন্ন সীমান্ত এলাকায় পরিদর্শন করেন ডিরেক্টর জেনারেল সি বীরেন্দ্র । কুশমণ্ডি ব্লকের সাটি মারি সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি বেরিয়ে পড়েন উত্তরবঙ্গের দিকে ।

এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, " আজ সকাল 11 টা নাগাদ রাজ্য থেকে একটি বিশেষ প্রতিনিধি দল বুনিয়াদপুর সার্কিট হাউসে আসে ৷ সেখানে প্রশাসনিক বৈঠক করার পরে বিভিন্ন বর্ডারগুলো কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে যায় । "

কুশমন্ডি, 21 এপ্রিল : লকডাউন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে ও পর্যালোচনা করতে দক্ষিণ দিনাজপুরে বৈঠক করলেন নর্থ বেঙ্গল IG । দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সার্কিট হাউসে আজ এই বৈঠক করেন তিনি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ, DG ওয়েস্ট বেঙ্গল সি বীরেন্দ্র, IGP নর্থ বেঙ্গল অনন্ত কুমার, DIG মালদা রেঞ্জ প্রসূন ব্যানার্জি এবং জেলাশাসক নিখিল নির্মলসহ একাধিক আধিকারিকরা । এরপর সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোন তাঁরা ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । এমন অবস্থায় দক্ষিণ দিনাজপুরের সীমান্তবর্তী এলাকাগুলো কী অবস্থায় আছে সে বিষয় খতিয়ে দেখেন তাঁরা ৷ আজ দক্ষিণ দিনাজপুর কুশমণ্ডি ব্লকের বিভিন্ন বর্ডার যেমন, সাটিমারি BOP সহ পদ্মাকুড়ি বর্ডার খতিয়ে দেখেন ৷ এরপর দক্ষিণ দিনাজপুরের সীমান্ত দিয়ে উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্ত হয়ে উত্তরবঙ্গ যান । নর্থ বেঙ্গল IG আজ মালদা থেকে পৌঁছান বুনিয়াদপুর সার্কিট হাউসে । সেখানে তিনি পৌঁছান সকাল 11 টা নাগাদ । জেলা পুলিশ সুপার-সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন । এরপর বিভিন্ন সীমান্ত এলাকায় পরিদর্শন করেন ডিরেক্টর জেনারেল সি বীরেন্দ্র । কুশমণ্ডি ব্লকের সাটি মারি সীমান্ত এলাকা পরিদর্শন করে তিনি বেরিয়ে পড়েন উত্তরবঙ্গের দিকে ।

এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, " আজ সকাল 11 টা নাগাদ রাজ্য থেকে একটি বিশেষ প্রতিনিধি দল বুনিয়াদপুর সার্কিট হাউসে আসে ৷ সেখানে প্রশাসনিক বৈঠক করার পরে বিভিন্ন বর্ডারগুলো কী অবস্থায় আছে তা খতিয়ে দেখতে যায় । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.