ETV Bharat / state

হরিরামপুরের BDO-এর বিরুদ্ধে ডেপুটেশন জেলা বামফ্রন্টের - রফিকুল ইসলাম

হরিরামপুরের বিধায়কের বিরুদ্ধে আইন অযোগ্য ধারায় মামলার প্রতিবাদে অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দিল জেলা বামফ্রন্ট নেতৃত্ব।

balurghat
হরিরামপুরের BDO-এর বিরুদ্ধে ডেপুটেশন জেলা বামফ্রন্টের
author img

By

Published : Jun 12, 2020, 10:58 AM IST

বালুরঘাট, 12 জুন: হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছেন স্থানীয় BDO । ঘটনার প্রতিবাদে হরিরামপুরের BDO-র অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে অতিরিক্ত জেলা শাসকের(সাধারণ) কাছে স্মারকলিপি দিলেন বামফ্রন্ট । এই দিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক অংশুমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক তথা CPI(M)-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, RSP-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম সহ মোট পাঁচজন । তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বামফ্রন্টের জেলা আহ্বায়ক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।

সম্প্রতি হরিরামপুরের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম । সেই অভিযোগে মাদকদ্রব্য সেবনের উল্লেখ করেছিলেন বিধায়ক রফিকুল ইসলাম । এর পরেই BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের হরিরামপুর থানায় রফিকুল ইসলাম সহ মোট তিনজনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন । অভিযোগে BDO উল্লেখ করেন BDO অফিস ভাঙচুর করা হয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে । ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । এদিকে BDO মামলা দায়ের পরই ফের সরব হয়েছে জেলা বামফ্রন্ট । গতকাল এই নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিল গঙ্গারামপুর এরিয়া কমিটি । গতকালের পর আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দিল জেলা বামফ্রন্ট । দলীয় কার্যালয় থেকে বালুরঘাট প্রশাসনিক ভবনে আসেন । প্রথমে জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও পরে তা অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন ।

স্মারকলিপি তুলে দেওয়া পর বাইরে বেরিয়ে বামফ্রন্টের জেলা আহ্বায়ক নারায়ন বিশ্বাস জানান, "হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং হরিরামপুরের BDO বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার । এই দাবি নিয়েই আজ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসকের স্মরকলিপির মাধ্যমে তা জানানো হয়েছে । কারণ ওই BDO-র জন্য হরিরামপুর ব্লকের উন্নয়ন বন্ধ হয়ে গেছে । রফিকুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি । তার বিরুদ্ধে আনা অভিযোগ সর্বজন মিথ্যা । তাঁকে হেনস্থা করার জন্য এমনটা করা হচ্ছে বলে আমরা মনে করি ।

অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অংশুমান ভট্টাচার্যের ৷ এছাড়া দলীয় বিধায়কের নামে মিথ্যে মামলা দেওয়ার পরিপ্রেক্ষিতে DYFI-র পক্ষ থেকে আজ কুশমণ্ডির থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

বালুরঘাট, 12 জুন: হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছেন স্থানীয় BDO । ঘটনার প্রতিবাদে হরিরামপুরের BDO-র অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে অতিরিক্ত জেলা শাসকের(সাধারণ) কাছে স্মারকলিপি দিলেন বামফ্রন্ট । এই দিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক অংশুমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক তথা CPI(M)-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, RSP-র রাজ্য সম্পাদক তথা বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী, হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম সহ মোট পাঁচজন । তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে বামফ্রন্টের জেলা আহ্বায়ক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন । অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক ।

সম্প্রতি হরিরামপুরের BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে গঙ্গারামপুর মহাকুমার শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলাম । সেই অভিযোগে মাদকদ্রব্য সেবনের উল্লেখ করেছিলেন বিধায়ক রফিকুল ইসলাম । এর পরেই BDO শ্রীমান বন্দ্যোপাধ্যায়ের হরিরামপুর থানায় রফিকুল ইসলাম সহ মোট তিনজনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন । অভিযোগে BDO উল্লেখ করেন BDO অফিস ভাঙচুর করা হয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে । ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ । এদিকে BDO মামলা দায়ের পরই ফের সরব হয়েছে জেলা বামফ্রন্ট । গতকাল এই নিয়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছিল গঙ্গারামপুর এরিয়া কমিটি । গতকালের পর আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দিল জেলা বামফ্রন্ট । দলীয় কার্যালয় থেকে বালুরঘাট প্রশাসনিক ভবনে আসেন । প্রথমে জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও পরে তা অতিরিক্ত জেলা শাসকের হাতে তুলে দেন ।

স্মারকলিপি তুলে দেওয়া পর বাইরে বেরিয়ে বামফ্রন্টের জেলা আহ্বায়ক নারায়ন বিশ্বাস জানান, "হরিরামপুরের বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং হরিরামপুরের BDO বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার । এই দাবি নিয়েই আজ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসকের স্মরকলিপির মাধ্যমে তা জানানো হয়েছে । কারণ ওই BDO-র জন্য হরিরামপুর ব্লকের উন্নয়ন বন্ধ হয়ে গেছে । রফিকুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি । তার বিরুদ্ধে আনা অভিযোগ সর্বজন মিথ্যা । তাঁকে হেনস্থা করার জন্য এমনটা করা হচ্ছে বলে আমরা মনে করি ।

অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অংশুমান ভট্টাচার্যের ৷ এছাড়া দলীয় বিধায়কের নামে মিথ্যে মামলা দেওয়ার পরিপ্রেক্ষিতে DYFI-র পক্ষ থেকে আজ কুশমণ্ডির থানার সামনে বিক্ষোভ দেখানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.