ETV Bharat / state

বিনামূল্যে রেশনের টোকন না পেয়ে খাদ্য দপ্তর ঘেরাও - বিনামূল্যে রেশনের টোকেনে সমস্যা

গ্রাম পঞ্চায়েত ঘোষণা করে, যাঁদের অন্তরদয় কার্ড নেই তাঁরা জেলা খাদ্য দপ্তর থেকে টোকন নিয়ে এলেই বিনামূল্যে রেশন পাবেন। কিন্তু, খাদ্য দপ্তর তা না দিলে ঘেরাও করে মানুষ।

Demonstration at district food office
বালুরঘাট
author img

By

Published : Apr 2, 2020, 8:15 PM IST

বালুরঘাট, 2 এপ্রিল: বিনামূল্যে রেশনের টোকন না পেয়ে এবার জেলা খাদ্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ। ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে। এদিন লকডাউনকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ ভিড় করে জেলার খাদ্য দপ্তরের সামনে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও খাদ্য দপ্তরের আশ্বাসের পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। বর্তমান পরিস্থিতিতে আগামী ছয় মাস রেশনে বিনামূল্যে চাল, গমসহ অন্যান্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো গতকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রেশন দোকান বিনামূল্যে চাল, গমসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে। কিন্তু অভিযোগ, সকলেই রেশন থেকে বিনামূল্যে চালসহ অন্যান্য সামগ্রী পাচ্ছেন না। কারণ অনেকেরই এখনও ডিজিটাল কার্ড হয়নি। আবার অনেকের নেই অন্তরদয় কার্ড। এমত অবস্থায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফে ঘোষণা করা হয়, যাঁদের অন্তরদয় কার্ড নেই তাঁরা জেলা খাদ্য দপ্তর থেকে টোকন নিয়ে এলেই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন। এরপর আজ সকালে শতাধিক লোক ভিড় করেন জেলার খাদ্য দপ্তর ভবনের সামনে। কার্যত লকডাউন উপেক্ষা করেই ভিড় করেন তাঁরা। ছিল না সামাজিক দূরত্বের বালাই। এদিকে অফিস খোলার পর খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ এপ্রিলের পর যোগাযোগ করতে । আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। খাদ্য দপ্তরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক মানুষ। বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি৷

এবিষয়ে ভাটপাড়া থেকে আসা কল্যাণ বর্মণ জানান, গতকাল তাঁদের এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং হয়। বলা হয়, যাঁদের অন্তরদয় কার্ড নেই তাঁদের টোকেন দেবে জেলা খাদ্য দপ্তর। সেই টোকেন ডিলারকে দিলে তাঁরা বিনামূল্যে চাল-গম পাবেন। কিন্তু আজ এখানে আসার পর 10 তারিখে আসতে বলা হচ্ছে। কল্যাণবাবু বলেন, "ততদিনে লকডাউন হয়তো উঠেই যাবে। খেটে খাওয়া মানুষ আমরা । বর্তমানে কাজ নেই। এখন কী খেয়ে চলবে আমাদের!"

Demonstration at district food office
রেশনের টোকন না পেয়ে খাদ্য দপ্তর ঘেরাও বালুরঘাটে।

অন্যদিকে এই বিষয়ে জেলার খাদ্য দপ্তর আধিকারিক জয়ন্তকুমার রায় বলেন, "সরকারি নির্দেশ অনুযায়ী সকলকেই বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। অন্তরদয় যোজনা-১ কার্ডধারীরা যেমন খাদ্যসামগ্রী পাবেন, তেমনি অন্তরদয় যোজনা-২ কার্ডধারীরা খাদ্য দপ্তরে আবেদন জানানোর পরে টোকেন পাবেন। সেই টোকেনের বিনিময়ে তাদেরও বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। " যদিও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে দিনকয়েক সময় লাগবে বলে জানান তিনি ।

বালুরঘাট, 2 এপ্রিল: বিনামূল্যে রেশনের টোকন না পেয়ে এবার জেলা খাদ্য দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক মানুষ। ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে। এদিন লকডাউনকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ ভিড় করে জেলার খাদ্য দপ্তরের সামনে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ও খাদ্য দপ্তরের আশ্বাসের পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন। বর্তমান পরিস্থিতিতে আগামী ছয় মাস রেশনে বিনামূল্যে চাল, গমসহ অন্যান্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতো গতকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রেশন দোকান বিনামূল্যে চাল, গমসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরুও করে দিয়েছে। কিন্তু অভিযোগ, সকলেই রেশন থেকে বিনামূল্যে চালসহ অন্যান্য সামগ্রী পাচ্ছেন না। কারণ অনেকেরই এখনও ডিজিটাল কার্ড হয়নি। আবার অনেকের নেই অন্তরদয় কার্ড। এমত অবস্থায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফে ঘোষণা করা হয়, যাঁদের অন্তরদয় কার্ড নেই তাঁরা জেলা খাদ্য দপ্তর থেকে টোকন নিয়ে এলেই বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন। এরপর আজ সকালে শতাধিক লোক ভিড় করেন জেলার খাদ্য দপ্তর ভবনের সামনে। কার্যত লকডাউন উপেক্ষা করেই ভিড় করেন তাঁরা। ছিল না সামাজিক দূরত্বের বালাই। এদিকে অফিস খোলার পর খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ এপ্রিলের পর যোগাযোগ করতে । আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। খাদ্য দপ্তরের মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক মানুষ। বিক্ষোভ চলে দুপুর পর্যন্ত। খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি৷

এবিষয়ে ভাটপাড়া থেকে আসা কল্যাণ বর্মণ জানান, গতকাল তাঁদের এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং হয়। বলা হয়, যাঁদের অন্তরদয় কার্ড নেই তাঁদের টোকেন দেবে জেলা খাদ্য দপ্তর। সেই টোকেন ডিলারকে দিলে তাঁরা বিনামূল্যে চাল-গম পাবেন। কিন্তু আজ এখানে আসার পর 10 তারিখে আসতে বলা হচ্ছে। কল্যাণবাবু বলেন, "ততদিনে লকডাউন হয়তো উঠেই যাবে। খেটে খাওয়া মানুষ আমরা । বর্তমানে কাজ নেই। এখন কী খেয়ে চলবে আমাদের!"

Demonstration at district food office
রেশনের টোকন না পেয়ে খাদ্য দপ্তর ঘেরাও বালুরঘাটে।

অন্যদিকে এই বিষয়ে জেলার খাদ্য দপ্তর আধিকারিক জয়ন্তকুমার রায় বলেন, "সরকারি নির্দেশ অনুযায়ী সকলকেই বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। অন্তরদয় যোজনা-১ কার্ডধারীরা যেমন খাদ্যসামগ্রী পাবেন, তেমনি অন্তরদয় যোজনা-২ কার্ডধারীরা খাদ্য দপ্তরে আবেদন জানানোর পরে টোকেন পাবেন। সেই টোকেনের বিনিময়ে তাদেরও বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। " যদিও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে দিনকয়েক সময় লাগবে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.