গঙ্গারামপুর, 25 নভেম্বর : BJP-র বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার ৷ মৃতের নাম স্বাধীন রায় (45) । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশপাড়ার । দলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ তুলেছে BJP ৷
স্বাধীন রায় কুশমণ্ডি বিধানসভার অন্তর্গত বাঁশপাড়ার 166 নম্বর বুথের BJP-র বুথ সভাপতি ছিলেন । পেশায় ছিলেন সবজি ব্যবসায়ী ৷ আজ সকাল 9 টা নাগাদ সালবাড়িতে সবজি কিনতে যান । বাইক নিয়ে তিনি সবজি নিতে গেছিলেন । সবজি নিয়ে ফেরার পথে ফাঁকা মাঠে স্বাধীনবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা । মৃতদেহের পাশ থেকেই মোটরবাইক উদ্ধার হয় ।
বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থানে যান বালুরঘাট লোকসভার BJP সাংসদ সুকান্ত মজুমদার । তিনি তৃণমূলের বিরুদ্ধে দলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ তুলেছেন । স্বাধীন রায়কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, BJP-র বুথ সভাপতি স্বাধীন রায়কে সকালে গলায় গামছা পেঁচিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা । তিনি আরও বলেন, "রাজ্যজুড়ে বারবার একই ঘটনা ঘটছে । আমরা এর প্রতিবাদ করব এবং সময় এলে প্রতিকারও করব ।"
এবিষয়ে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, "এখন BJP-র জেলা এবং রাজ্য নেতৃত্ব রাজনীতি করার জন্য মৃতদেহ খুঁজছে । তাই যেখানেই যে মারা যাক, যেভাবেই মরুক, সে BJP-র কর্মী সর্মথক এমনই দাবি করছে BJP নেতৃত্ব । এটা খুব সস্তা রাজনীতি । এমনকী পুলিশি তদন্তের পর সত্যি উঠে এলেও তাকেও মেনে নিচ্ছেন না BJP নেতৃত্ব । সুকদেবপুরের ঘটনার সাথে তৃণমূল জড়িত নয় । বরং যেভাবে সাংসদ ঘটনার বিবরণ দিচ্ছেন তাতে মনে হচ্ছে তিনিই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন।"
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে । বিকেলে ঘটনাস্থান পরিদর্শনে যান পুলিশ সুপার দেবর্ষি দত্ত । তিনি বলেন, প্রাথমিকভাবে তাঁদের অনুমান মদ্যপানের কারণে মৃত্যু হয়েছে । ওই ব্যক্তি সবজি ব্যবসায়ী । তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না জানেন না । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এনিয়ে কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি । প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সুপার জানিয়েছেন ।