ETV Bharat / state

Child Deadbody Found: 48 ঘণ্টা পর নিখোঁজ শিশুকন্যার দেহ উদ্ধার বালুরঘাটে - বালুরঘাট

বালুরঘাটে 2 বছরের এক শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুধবার ৷ 2 দিন ধরে নিখোঁজ ছিল শিশুটি ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 16, 2023, 10:07 PM IST

বালুরঘাট, 16 অগস্ট: এক শিশু কন্যার দেহ উদ্ধার ঘরে বুধবার চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামে ৷ এদিন সকালে দেহটি উদ্ধার হয় গ্রামের একটি ডোবার পাশ থেকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ৷ আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় ৷ পরে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার রাহুল দে ।

শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা ৷ জানা গিয়েছে সোমবার বিকেলে খেলার সময় হঠাৎই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই শিশু কন্যা । এনিয়ে ওই দিনই বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন শিশুটির মা । গতকালই পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় শিশু কন্যাটির খোঁজে তল্লাশি শুরু করে ৷ আশপাশের পুকুরে খোঁজ চালানো হয় । তবে তখন খোঁজ মেলেনি শিশুটির ।

আরও পড়ুন: মহিলাকে অপহরণ করে টানা দু'মাস ধরে গণধর্ষণের অভিযোগ রাজস্থানে, দায়ের মামলা

কিন্তু বুধবার দুপুরে, প্রায় দু'দিন নিখোঁজ থাকার পর শিশুটির দেহ উদ্ধার হয় । প্রায় 42 ঘণ্টা পর দেহ উদ্ধার হওয়ায় ওই শিশু কন্যার শরীরে পচন ধরে যায় বলে জানা গিয়েছে । শিশুটির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ৷ এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, বাচ্চাটি সোমবার থেকে নিখোঁজ ছিল ৷ প্রথমে খুঁজেও তার খোঁজ মেলেনি ৷ পরে ডগ স্কোয়াডকে তল্লাশিতে নামানো হয়, তখন অনেক খোঁজার পর শিশুটির দেহ উদ্ধার হয় । কীভাবে মৃত্যু হয়েছে তা এখনি বলা সম্ভব নয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । শিশুটির মা ও দিদা জানিয়েছেন, একাএকা বেশি দূর যাওয়া সম্ভব ছিল না শিশুটির পক্ষে ৷ কেউ তাকে নিয়ে গিয়ে খুন করেছে ৷ দোষীদের কড়া শাস্তি চেয়েছেন তাঁরা ৷

বালুরঘাট, 16 অগস্ট: এক শিশু কন্যার দেহ উদ্ধার ঘরে বুধবার চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামে ৷ এদিন সকালে দেহটি উদ্ধার হয় গ্রামের একটি ডোবার পাশ থেকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ৷ আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় ৷ পরে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার রাহুল দে ।

শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় তার পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে । দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা ৷ জানা গিয়েছে সোমবার বিকেলে খেলার সময় হঠাৎই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই শিশু কন্যা । এনিয়ে ওই দিনই বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন শিশুটির মা । গতকালই পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় শিশু কন্যাটির খোঁজে তল্লাশি শুরু করে ৷ আশপাশের পুকুরে খোঁজ চালানো হয় । তবে তখন খোঁজ মেলেনি শিশুটির ।

আরও পড়ুন: মহিলাকে অপহরণ করে টানা দু'মাস ধরে গণধর্ষণের অভিযোগ রাজস্থানে, দায়ের মামলা

কিন্তু বুধবার দুপুরে, প্রায় দু'দিন নিখোঁজ থাকার পর শিশুটির দেহ উদ্ধার হয় । প্রায় 42 ঘণ্টা পর দেহ উদ্ধার হওয়ায় ওই শিশু কন্যার শরীরে পচন ধরে যায় বলে জানা গিয়েছে । শিশুটির দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ৷ এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, বাচ্চাটি সোমবার থেকে নিখোঁজ ছিল ৷ প্রথমে খুঁজেও তার খোঁজ মেলেনি ৷ পরে ডগ স্কোয়াডকে তল্লাশিতে নামানো হয়, তখন অনেক খোঁজার পর শিশুটির দেহ উদ্ধার হয় । কীভাবে মৃত্যু হয়েছে তা এখনি বলা সম্ভব নয়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । শিশুটির মা ও দিদা জানিয়েছেন, একাএকা বেশি দূর যাওয়া সম্ভব ছিল না শিশুটির পক্ষে ৷ কেউ তাকে নিয়ে গিয়ে খুন করেছে ৷ দোষীদের কড়া শাস্তি চেয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.