ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে বিক্ষোভ CPI(M)-এর - গঙ্গারামপুরে বিক্ষোভ CPI(M)-এর

গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে বিক্ষোভ CPI(M)-এর ৷ আজ গঙ্গারামপুর চৌপথি এলাকায় বিক্ষোভ দেখায় তারা ।

CPI (M) calls for protest demanding removal of Gangarampur municipality administrator
গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক CPI(M) - এর
author img

By

Published : May 29, 2020, 7:41 PM IST

গঙ্গারামপুর, 29 মে : পৌরসভার প্রশাসককে সরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা-কর্মীরা ৷ আজ গঙ্গারামপুর চৌপথি এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা ৷ দলের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

নারায়ণ বিশ্বাস বলেন, "প্রশাসক হিসেবে তৃণমূল দলবাজি করছে । প্রশাসনের কেউ সেখানে নাই ৷ সবাই তৃণমূলের সদস্য ৷ তাই আমরা চাই প্রশাসক হিসেবে সবাইকে সরানো হোক । "

কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হয় ৷ এরপর ওই পৌরসভায় বসানো হয় প্রশাসক । যেখানে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয় । প্রশাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকারকে । এছাড়াও এই কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন ।

এবিষয়ে নারায়ণবাবু বলেন, "গঙ্গারামপুর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গত কয়েকদিন আগেই । কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসক হিসেবে সেখানে তৃণমূলের সবাই দায়িত্বে আছে ৷ অর্পিতা ঘোষ থেকে শুরু করে গৌতম দাস ৷ কিন্তু এরা কী কারণে থাকবে ৷ সেখানে প্রশাসনের কেউ নেই কেন ৷ আমরা CPI(M)-এর পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রশাসক হিসেবে পাঁচজনকে সরানোর দাবি জানাচ্ছি ৷ সেখানে প্রশাসনের কেউ দায়িত্বে থাকুক । যদি এটা না হয় আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব । "

CPI(M)-এর বিক্ষোভকে লোক দেখানো বলে কটাক্ষ করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার ৷ বলেন, CPI(M) সামান্য একটি বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে ।

গঙ্গারামপুর, 29 মে : পৌরসভার প্রশাসককে সরানোর দাবিতে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা-কর্মীরা ৷ আজ গঙ্গারামপুর চৌপথি এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা ৷ দলের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

নারায়ণ বিশ্বাস বলেন, "প্রশাসক হিসেবে তৃণমূল দলবাজি করছে । প্রশাসনের কেউ সেখানে নাই ৷ সবাই তৃণমূলের সদস্য ৷ তাই আমরা চাই প্রশাসক হিসেবে সবাইকে সরানো হোক । "

কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হয় ৷ এরপর ওই পৌরসভায় বসানো হয় প্রশাসক । যেখানে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয় । প্রশাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকারকে । এছাড়াও এই কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ, গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন ।

এবিষয়ে নারায়ণবাবু বলেন, "গঙ্গারামপুর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গত কয়েকদিন আগেই । কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসক হিসেবে সেখানে তৃণমূলের সবাই দায়িত্বে আছে ৷ অর্পিতা ঘোষ থেকে শুরু করে গৌতম দাস ৷ কিন্তু এরা কী কারণে থাকবে ৷ সেখানে প্রশাসনের কেউ নেই কেন ৷ আমরা CPI(M)-এর পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রশাসক হিসেবে পাঁচজনকে সরানোর দাবি জানাচ্ছি ৷ সেখানে প্রশাসনের কেউ দায়িত্বে থাকুক । যদি এটা না হয় আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব । "

CPI(M)-এর বিক্ষোভকে লোক দেখানো বলে কটাক্ষ করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার ৷ বলেন, CPI(M) সামান্য একটি বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.