ETV Bharat / state

এবার কোরোনায় আক্রান্ত CPI(M) বিধায়ক

বালুরঘাটে কোরোনায় আক্রান্ত CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । 24 ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছে 33 জন । মৃত্যু হয়েছে দু'জনের ।

balughat
balurghat
author img

By

Published : Jul 23, 2020, 12:55 PM IST

বালুরঘাট, 23 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । গত 24 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছে 32 জন । এর ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 846 ।

গত 24 ঘণ্টায় আরও দু'জনের কোরোনায় মৃত্যু হয়েছে । জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় । এখনও পর্যন্ত 396 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য সেফ হোমে নিয়ে যাওয়া হচ্ছে ।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায়, 33 জন কোরোনায় আক্রান্ত । আক্রান্ত হয়েছেন CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । আক্রান্তদের মধ্যে 25 জন বালুরঘাট শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দা । এছাড়া চারজন হরিরামপুর ও চারজন কুশমণ্ডির বাসিন্দা ।

বালুরঘাট শহরের আক্রান্তদের মধ্যে একজন চকভবানির, বেলতলা পার্কের একজন, বেলতলা পার্ক বটকৃষ্ণ পল্লির একজন ও একজন চকভৃগুর বাসিন্দা । পাশাপাশি বালুরঘাট আদালতের পাঁচজন, মঙ্গলপুরের তিনজন, নামাবঙ্গির একজন, নারায়ণপুরের দু'জন, পাওয়ার হাউজ়ের একজন, রঘুনাথপুরের একজন ও বালুরঘাটের একজন আক্রান্ত হয়েছে ।

বালুরঘাট, 23 জুলাই : কোরোনায় আক্রান্ত হলেন CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । গত 24 ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছে 32 জন । এর ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 846 ।

গত 24 ঘণ্টায় আরও দু'জনের কোরোনায় মৃত্যু হয়েছে । জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় । এখনও পর্যন্ত 396 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য সেফ হোমে নিয়ে যাওয়া হচ্ছে ।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায়, 33 জন কোরোনায় আক্রান্ত । আক্রান্ত হয়েছেন CPI(M) বিধায়ক রফিকুল ইসলাম । আক্রান্তদের মধ্যে 25 জন বালুরঘাট শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দা । এছাড়া চারজন হরিরামপুর ও চারজন কুশমণ্ডির বাসিন্দা ।

বালুরঘাট শহরের আক্রান্তদের মধ্যে একজন চকভবানির, বেলতলা পার্কের একজন, বেলতলা পার্ক বটকৃষ্ণ পল্লির একজন ও একজন চকভৃগুর বাসিন্দা । পাশাপাশি বালুরঘাট আদালতের পাঁচজন, মঙ্গলপুরের তিনজন, নামাবঙ্গির একজন, নারায়ণপুরের দু'জন, পাওয়ার হাউজ়ের একজন, রঘুনাথপুরের একজন ও বালুরঘাটের একজন আক্রান্ত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.