ETV Bharat / state

জনসচেতনতা বাড়াতে অভিষেকের জনসভায় কোরোনা টেস্ট - উত্তরবঙ্গ সফর

কোরোনা পরিস্থিতিতে পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের জনসভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই জনসভায় মঞ্চে উপস্থিত কলাকুশলী থেকে শুরু করে অতিথিদের করানো হয় কোরোনা টেস্ট ৷ সংক্রমণ রুখতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য দপ্তর ৷

জনসভায় কোরোনা টেস্ট
জনসভায় কোরোনা টেস্ট
author img

By

Published : Jan 8, 2021, 9:23 AM IST

গঙ্গারামপুর, 8 জানুয়ারি : ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন ছিল বৃহস্পতিবার ৷ এই সফরে তাঁর করার কথা ছিল তিনটি কর্মিসভা ও একটি জনসভা । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামেই আয়োজিত হয় সেই জনসভা ৷ তাঁকে স্বাগত জানাতে জনসভায় উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ এবং কলাকুশলীরা ৷ মঞ্চে ওঠার আগে তাঁদের প্রত্যেকের করানো হয় কোরোনা টেস্ট ৷

এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের জনসভায় আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত কলাকুশলী থেকে অতিথি সবাইকে করানো হয় কোরোনা টেস্ট ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কোরোনা পরিস্থিতিতে সংক্রামণ রুখতে ও মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ ৷ লোকশিল্পী থেকে নৃত্য শিল্পী সকলের কোরোনা টেস্ট করা হয় ৷ কোরোনা টেস্ট করা হয় মঞ্চে উপস্থিত অতিথিদেরও ৷

আরও পড়ুন : "শুভেন্দু উপসর্গহীন বেইমান", অধিকারী পরিবার নিয়েও প্রকারান্তরে প্রশ্ন তুললেন অভিষেক

স্বাস্থ্যকর্মী প্রণব কুমার মজুমদার জানান, 'মঞ্চে বিনোদনের উদ্দেশ্যে যারা এসেছেন এমন ৩৫ জনের কোভিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৷ ' তিনি আরও জানান, 'টেস্ট করে নেগেটিভ রিপোর্ট জানানোর পরই এই শিল্পীদের মঞ্চে পাঠানো হয়েছে । কোরোনা সংক্রমণ থেকে সচেতন হতেই এই পদক্ষেপ ।'

গঙ্গারামপুর, 8 জানুয়ারি : ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন ছিল বৃহস্পতিবার ৷ এই সফরে তাঁর করার কথা ছিল তিনটি কর্মিসভা ও একটি জনসভা । দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামেই আয়োজিত হয় সেই জনসভা ৷ তাঁকে স্বাগত জানাতে জনসভায় উপস্থিত ছিলেন অতিথিবৃন্দ এবং কলাকুশলীরা ৷ মঞ্চে ওঠার আগে তাঁদের প্রত্যেকের করানো হয় কোরোনা টেস্ট ৷

এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের জনসভায় আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত কলাকুশলী থেকে অতিথি সবাইকে করানো হয় কোরোনা টেস্ট ৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কোরোনা পরিস্থিতিতে সংক্রামণ রুখতে ও মানুষকে সচেতন করতেই এই পদক্ষেপ ৷ লোকশিল্পী থেকে নৃত্য শিল্পী সকলের কোরোনা টেস্ট করা হয় ৷ কোরোনা টেস্ট করা হয় মঞ্চে উপস্থিত অতিথিদেরও ৷

আরও পড়ুন : "শুভেন্দু উপসর্গহীন বেইমান", অধিকারী পরিবার নিয়েও প্রকারান্তরে প্রশ্ন তুললেন অভিষেক

স্বাস্থ্যকর্মী প্রণব কুমার মজুমদার জানান, 'মঞ্চে বিনোদনের উদ্দেশ্যে যারা এসেছেন এমন ৩৫ জনের কোভিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৷ ' তিনি আরও জানান, 'টেস্ট করে নেগেটিভ রিপোর্ট জানানোর পরই এই শিল্পীদের মঞ্চে পাঠানো হয়েছে । কোরোনা সংক্রমণ থেকে সচেতন হতেই এই পদক্ষেপ ।'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.