ETV Bharat / state

বালুরঘাটে তৃণমূলে যোগ যুব কংগ্রেসের জেলা সহ সভাপতির

সুমিত দত্ত বলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস যে আন্দোলন করছে তা বকলমে BJP-কে রাজ্যে আনার চেষ্টা করছে তারা । পক্ষান্তরে BJP-কে মদত দিচ্ছে প্রদেশ কংগ্রেস ।

balurghat news
balurghat news
author img

By

Published : Oct 6, 2020, 10:41 PM IST

বালুরঘাট, 6 অক্টোবর : তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি সুমিত দত্ত । আজ দুপুরে বালুরঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 70 জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র । এছাড়াও কর্মসূচিতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা সহ অন্যরা ।

সুমিত দত্ত বলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস যে আন্দোলন করছে তা বকলমে BJP-কে রাজ্যে আনার চেষ্টা করছে । পক্ষান্তরে BJP-কে মদত দিচ্ছে প্রদেশ কংগ্রেস । BJP-কে এই রাজ্যে আটকানোর জন্য এবং উন্নয়নের শামিল হতেই আজ তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস বলেন, আজ বালুরঘাটে যুব কংগ্রেসের জেলা যুব সভাপতি সহ বিভিন্ন স্তরের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । গতকাল গঙ্গারামপুরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেছিল ।

ওমপ্ৰকাশ মিশ্র বলেন, তিনি দীর্ঘদিন বালুরঘাটে ছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উন্নয়নের শামিল হতে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন । সেই মতো আজ বালুরঘাটে কয়েকজন যুব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন । যাঁরা যোগদান করলেন তাঁরা অত্যন্ত সুযোগ্য ।

BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনা প্রসঙ্গে ওমপ্রকাশ মিশ্র বলেন, "তিনি আগে সমাজবিরোধী তারপর কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি । তবে কোনও মৃত্যুই কাম্য নয় । প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে । তবে এই ঘটনার পিছনে তৃণমূল কোনওভাবে যুক্ত নয় । তৃণমূল বদলা নয় বদলে বিশ্বাসী ।"

বালুরঘাট, 6 অক্টোবর : তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি সুমিত দত্ত । আজ দুপুরে বালুরঘাটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 70 জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র । এছাড়াও কর্মসূচিতে হাজির ছিলেন দলের জেলা সভাপতি গৌতম দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা সহ অন্যরা ।

সুমিত দত্ত বলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস যে আন্দোলন করছে তা বকলমে BJP-কে রাজ্যে আনার চেষ্টা করছে । পক্ষান্তরে BJP-কে মদত দিচ্ছে প্রদেশ কংগ্রেস । BJP-কে এই রাজ্যে আটকানোর জন্য এবং উন্নয়নের শামিল হতেই আজ তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস বলেন, আজ বালুরঘাটে যুব কংগ্রেসের জেলা যুব সভাপতি সহ বিভিন্ন স্তরের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । গতকাল গঙ্গারামপুরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেছিল ।

ওমপ্ৰকাশ মিশ্র বলেন, তিনি দীর্ঘদিন বালুরঘাটে ছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উন্নয়নের শামিল হতে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন । সেই মতো আজ বালুরঘাটে কয়েকজন যুব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন । যাঁরা যোগদান করলেন তাঁরা অত্যন্ত সুযোগ্য ।

BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনা প্রসঙ্গে ওমপ্রকাশ মিশ্র বলেন, "তিনি আগে সমাজবিরোধী তারপর কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি । তবে কোনও মৃত্যুই কাম্য নয় । প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে । তবে এই ঘটনার পিছনে তৃণমূল কোনওভাবে যুক্ত নয় । তৃণমূল বদলা নয় বদলে বিশ্বাসী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.