ETV Bharat / state

Student Credit Card : জনসংযোগে ঘাটতি, দক্ষিণ দিনাজপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে নামমাত্র আবেদন জমা - বুনিয়াদপুর

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিভ্রান্তি ৷ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কার্ডের জন্য দরবার স্কুল পড়ুয়াদের ৷ সেই সঙ্গে প্রয়োজনীয় নথি না থাকায় মিলছে না ফর্ম ৷ প্রসঙ্গত, একমাত্র উচ্চশিক্ষার ক্ষেত্রে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া যাবে ৷ কিন্তু, গ্রামীণ এলাকায় ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, এই কার্ড থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করা যাবে ৷ কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে জনসংযোগ বা প্রচারের অভাব ফুটে উঠেছে ৷

Confusion between Students on Student Credit Card in South Dinajpur
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ভ্রান্ত ধারণা পড়ুয়াদের মধ্যে
author img

By

Published : Sep 6, 2021, 8:52 PM IST

বংশীহারী, 6 সেপ্টেম্বর : জনসংযোগের অভাব ৷ আর তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতি ঝোঁক কম পড়ুয়াদের ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সেভাবে কোনও আবেদন জমা পড়েনি ৷ এখনও পর্যন্ত বুনিয়াদপুর পৌরসভায় মাত্র 7 জন এবং গঙ্গারামপুর পৌরসভা তিনজন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন ৷ পাশাপাশি অনেক পড়ুয়াই ক্যাম্পে গিয়ে নথিপত্রের জটিলতার কারণে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ ৷ রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে মোট বারো রকমের নথি নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ তবেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর জন্য ফর্ম দেওয়া হচ্ছে ৷ অভিযোগ উঠেছে, করোনার জেরে রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধ রয়েছে ৷ ফলে প্রয়োজনীয় নথি পড়ুয়ারা সংগ্রহ করতে পারছে না ৷ যার জেরে সরকারি এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন ৷

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভায় প্রথম ও দ্বিতীয় দফার দুয়ারে সরকারের ক্যাম্প বহু আগেই শেষ হয়ে গিয়েছে ৷ রবিবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ক্যাম্প ৷ সোমবার ছিল তার দ্বিতীয় দিন ৷ এই পরিস্থিতিতে বংশীহারী হাটপুকুর এফ পি স্কুলে এখনও পর্যন্ত 7 জনের নাম নথিভুক্ত হয়েছে ৷ অন্যদিকে, গঙ্গারামপুর পৌরসভা এলাকায় শুধুমাত্র তিনজন ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছে ৷ যেখানে পৌর এলাকায় চারটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও একটি বিএড কলেজ রয়েছে ৷

আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

তাছাড়াও পৌর এলাকার কাছে একটি ডি এড কলেজ ও একটি ম্যানেজমেন্ট কলেজ রয়েছে ৷ পাশাপাশি বংশীহারী ব্লকের অধীন চারটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট 9 জন পড়ুয়া এই প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছে বলে জানা গিয়েছে ৷ এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন বলেন, ‘‘উচ্চশিক্ষার জন্য যেসব ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন, তাঁদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি’র নথির ফটোকপি প্রয়োজন ৷ সেইমতো ফর্ম দেওয়া হবে এবং সেটি জমা দিলে সরকার থেকে সেই সব নথি যাচাই করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে ৷ আর সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলেই লোন দেওয়ার ব্যাপারে ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে ৷’’ তিনি আরও জানিয়েছেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণেই ছাত্র-ছাত্রীদের বেশি অসুবিধা হচ্ছে ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

ক্যাম্পের থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তুহিন চক্রবর্তী বলেন, ‘‘পড়ুয়ারা ভাবছে ক্যাম্পে গেলেই কার্ড পাওয়া যাবে ৷ ব্যাপারটা তা নয়, উচ্চশিক্ষার জন্য যদি ঋণের এর প্রয়োজন হয় তখন এই কার্ডের প্রয়োজন হবে ৷ সেইমতো কার্ড দেখে ব্যাঙ্ক ঋণ দেবে ৷ সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বার্ষিক ন্যূনতম সরল সুদে সেই ঋণ দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ৷ সারা বছর অনলাইনেও এর জন্য (স্টুডেন্ট ক্রেডিট কার্ড) আবেদন করা যাবে ৷’’ ওই আধিকারিক জানান, বিষয়টি সকল ছাত্রছাত্রীকে ক্যাম্পে বোঝানোর চেষ্টা করছেন তাঁরা ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দ্বাদশ শ্রেণি বা স্নাতক পর্যন্ত কোনও লোন দেওয়া হয় না ৷ তবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা ৷ তবে, ঠিক কতটা ঋণ পড়ুয়ারা নিতে পারবে তা ঠিক করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ তাঁদের পড়াশোনা এবং সেই সংক্রান্ত নথি যাচাই করে তবেই ব্যাঙ্ক ঋণ দেবে ৷

বংশীহারী, 6 সেপ্টেম্বর : জনসংযোগের অভাব ৷ আর তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতি ঝোঁক কম পড়ুয়াদের ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর পৌরসভায় দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সেভাবে কোনও আবেদন জমা পড়েনি ৷ এখনও পর্যন্ত বুনিয়াদপুর পৌরসভায় মাত্র 7 জন এবং গঙ্গারামপুর পৌরসভা তিনজন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন ৷ পাশাপাশি অনেক পড়ুয়াই ক্যাম্পে গিয়ে নথিপত্রের জটিলতার কারণে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ ৷ রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে মোট বারো রকমের নথি নিয়ে যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ তবেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর জন্য ফর্ম দেওয়া হচ্ছে ৷ অভিযোগ উঠেছে, করোনার জেরে রাজ্যের সব স্কুল ও কলেজ বন্ধ রয়েছে ৷ ফলে প্রয়োজনীয় নথি পড়ুয়ারা সংগ্রহ করতে পারছে না ৷ যার জেরে সরকারি এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন ৷

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভায় প্রথম ও দ্বিতীয় দফার দুয়ারে সরকারের ক্যাম্প বহু আগেই শেষ হয়ে গিয়েছে ৷ রবিবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ক্যাম্প ৷ সোমবার ছিল তার দ্বিতীয় দিন ৷ এই পরিস্থিতিতে বংশীহারী হাটপুকুর এফ পি স্কুলে এখনও পর্যন্ত 7 জনের নাম নথিভুক্ত হয়েছে ৷ অন্যদিকে, গঙ্গারামপুর পৌরসভা এলাকায় শুধুমাত্র তিনজন ছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছে ৷ যেখানে পৌর এলাকায় চারটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ ও একটি বিএড কলেজ রয়েছে ৷

আরও পড়ুন : PAC Issue : বিধানসভার কাজে হস্তক্ষেপ বরদাস্ত নয়, পিএসি নিয়ে রাজ্যপালের চিঠির জবাব বিমানের

তাছাড়াও পৌর এলাকার কাছে একটি ডি এড কলেজ ও একটি ম্যানেজমেন্ট কলেজ রয়েছে ৷ পাশাপাশি বংশীহারী ব্লকের অধীন চারটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট 9 জন পড়ুয়া এই প্রকল্পের জন্য ফর্ম জমা দিয়েছে বলে জানা গিয়েছে ৷ এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন বলেন, ‘‘উচ্চশিক্ষার জন্য যেসব ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন, তাঁদের সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি’র নথির ফটোকপি প্রয়োজন ৷ সেইমতো ফর্ম দেওয়া হবে এবং সেটি জমা দিলে সরকার থেকে সেই সব নথি যাচাই করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে ৷ আর সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলেই লোন দেওয়ার ব্যাপারে ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে ৷’’ তিনি আরও জানিয়েছেন, স্কুল কলেজ বন্ধ থাকার কারণেই ছাত্র-ছাত্রীদের বেশি অসুবিধা হচ্ছে ৷

আরও পড়ুন : Panagarh TMC : তৃণমূল নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ, পানাগড় শিল্পতালুকে প্রহৃত সাইট ইনচার্জ

ক্যাম্পের থাকা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তুহিন চক্রবর্তী বলেন, ‘‘পড়ুয়ারা ভাবছে ক্যাম্পে গেলেই কার্ড পাওয়া যাবে ৷ ব্যাপারটা তা নয়, উচ্চশিক্ষার জন্য যদি ঋণের এর প্রয়োজন হয় তখন এই কার্ডের প্রয়োজন হবে ৷ সেইমতো কার্ড দেখে ব্যাঙ্ক ঋণ দেবে ৷ সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বার্ষিক ন্যূনতম সরল সুদে সেই ঋণ দেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ৷ সারা বছর অনলাইনেও এর জন্য (স্টুডেন্ট ক্রেডিট কার্ড) আবেদন করা যাবে ৷’’ ওই আধিকারিক জানান, বিষয়টি সকল ছাত্রছাত্রীকে ক্যাম্পে বোঝানোর চেষ্টা করছেন তাঁরা ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু

বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দ্বাদশ শ্রেণি বা স্নাতক পর্যন্ত কোনও লোন দেওয়া হয় না ৷ তবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা ৷ তবে, ঠিক কতটা ঋণ পড়ুয়ারা নিতে পারবে তা ঠিক করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ তাঁদের পড়াশোনা এবং সেই সংক্রান্ত নথি যাচাই করে তবেই ব্যাঙ্ক ঋণ দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.