বংশীহারী, 21 নভেম্বর : নেওয়া হয়নি পুলিশের অনুমতি ৷ তারপরও বংশীহারী ব্লকের দেউরিয়া এলাকায় টাঙন নদীর পাড়ে বসেছে ছটপুজো উপলক্ষে মেলা । দুপুর থেকে পসরা সাজিয়ে বসেছে দোকানদারেরা । মনোহারি স্টেশনারি, থেকে শুরু করে খেলনা ফাস্টফুড সহ বিভিন্ন দোকান বসেছে । সঙ্গে আয়োজন হয়েছে যাত্রা গানের ব্যবস্থা । কোরোনা আবহে গতকাল এমনই ছবি দেখা গেল বংশীহারীতে । এই মেলা চলবে দু'দিন ।
প্রতিবছরই এই মেলার আয়োজন করা হয় । তবে এবছর কোরোনার জন্য মেলার অনুমতি পাওয়া সম্ভব ছিল না ৷ পুলিশের অনুমতি ছাড়াই বসেছে মেলা ৷ এনিয়ে মেলা কমিটির সদস্য লুৎফর মিঞাঁ বলেন, "প্রতিবছর ছট পুজো উপলক্ষ্যে মেলা হয়ে থাকে । এবছর সাধারণ মানুষের চাহিদা মেনে অনুমতি ছাড়াই মেলা বসাতে হয়েছে ৷ "
ছটপুজোর স্থানীয় পুরোহিত অঙ্গদ চৌধুরি এবিষয়ে বলেন, "প্রতিবছরের ন্যায় এবছরেও মেলার ব্যবস্থা করা হয়েছে । কিন্তু প্রশাসনকে জানানো হয়নি । পুলিশকে না জানিয়েই দু'দিনের জন্য এবছর মেলার ব্যবস্থা করা হয়েছে । আর মেলার জন্য বিভিন্ন দোকানপাট বসেছে । যাত্রাপালার ব্যবস্থা করা হয়েছে ।"
অন্যদিকে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান, "বংশীহারী ব্লকের দেউরিয়া এলাকায় ছট পুজো উপলক্ষ্যে যে মেলা হচ্ছে তা আমার জানা নেই । তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি । আমরা মেলা কমিটিকে জানিয়েছিলাম যে পুজো হবে, কিন্তু মেলা যেন না হয় ।"