ETV Bharat / state

মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় : চন্দ্রিমা - বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলন

বালুরঘাটে CAA ও NRC বিরোধিতায় সরব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, "CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় ।"

chandrima-bhattacharya-at-balurghat
চন্দ্রিমা ভট্টাচার্য
author img

By

Published : Feb 5, 2020, 10:58 AM IST

বালুরঘাট, 5 ফেব্রুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন কোনওভাবেই মানবে না তৃণমূল । বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চ থেকে দলের তরফে বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "CAA মানবে না তৃণমূল ৷ আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় । মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় । "

মঙ্গলবার বালুরঘাটে জেলার মহিলা কর্মী সম্মেলনে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, " CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । কে নাগরিক হবে আর কে হবে না, তা নিয়ে বিভ্রান্ত সকলেই ।" মনে করিয়ে দেন, CAA ও NRC বিরুদ্ধে কীভাবে বার বার সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পৌরসভা ভোটের আগেভাগে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলেন, "কন্যাশ্রী থেকে রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নানা প্রকল্প করেছেন । কন্যাশ্রীকে রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়েছে । স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এক করে দিয়েছেন ।"

CAA, NRC বিরোধিতায় দলের মহিলা কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য । বলেন, "কাউকেই বের করে দেওয়া হবে না, সাধারণ মানুষকে বোঝাতে হবে । " দাবি করেন, "আগামী পৌরসভা নির্বাচনে বালুরঘাট ও গঙ্গারামপুরে তৃণমূল জিতবে । বিধানসভায় জেলার সব আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে বসবেন ৷ " পাশাপাশি কোরোনা ভাইরাস নিয়ে রাজ্যে সব রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য
মঙ্গলবার তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মালা সাহা, তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, তৃণমূল নেত্রী মাহমুদা বেগম, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য নেতৃত্ব । মূলত আসন্ন বালুরঘাট-গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূলকে শক্তিশালী করতেই এদিনের সম্মেলন । বালুরঘাটের মঞ্চ থেকে দুই জেলা নেত্রীর নতুন দলীয় পদের কথাও ঘোষণা করা হয় । প্রাক্তন জেলা সভানেত্রী মাহমুদা বেগমকে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি এবং মিঠু জোয়ারদারকে জেলা সভানেত্রী ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টামার্য ।

বালুরঘাট, 5 ফেব্রুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন কোনওভাবেই মানবে না তৃণমূল । বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চ থেকে দলের তরফে বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "CAA মানবে না তৃণমূল ৷ আইন করলেই হয় না, প্রয়োজনে আইন বাতিল করতে হয় । মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় । "

মঙ্গলবার বালুরঘাটে জেলার মহিলা কর্মী সম্মেলনে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেন, " CAA ও NRC নিয়ে BJP মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । কে নাগরিক হবে আর কে হবে না, তা নিয়ে বিভ্রান্ত সকলেই ।" মনে করিয়ে দেন, CAA ও NRC বিরুদ্ধে কীভাবে বার বার সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । পৌরসভা ভোটের আগেভাগে দলের মহিলা কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বলেন, "কন্যাশ্রী থেকে রূপশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নানা প্রকল্প করেছেন । কন্যাশ্রীকে রাষ্ট্রসংঘ মর্যাদা দিয়েছে । স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এক করে দিয়েছেন ।"

CAA, NRC বিরোধিতায় দলের মহিলা কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্য । বলেন, "কাউকেই বের করে দেওয়া হবে না, সাধারণ মানুষকে বোঝাতে হবে । " দাবি করেন, "আগামী পৌরসভা নির্বাচনে বালুরঘাট ও গঙ্গারামপুরে তৃণমূল জিতবে । বিধানসভায় জেলার সব আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে বসবেন ৷ " পাশাপাশি কোরোনা ভাইরাস নিয়ে রাজ্যে সব রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বালুরঘাটে দলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য
মঙ্গলবার তৃণমূলের মহিলা কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মালা সাহা, তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, তৃণমূল নেত্রী মাহমুদা বেগম, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য নেতৃত্ব । মূলত আসন্ন বালুরঘাট-গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূলকে শক্তিশালী করতেই এদিনের সম্মেলন । বালুরঘাটের মঞ্চ থেকে দুই জেলা নেত্রীর নতুন দলীয় পদের কথাও ঘোষণা করা হয় । প্রাক্তন জেলা সভানেত্রী মাহমুদা বেগমকে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি এবং মিঠু জোয়ারদারকে জেলা সভানেত্রী ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টামার্য ।
Intro:মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়; সিএএ প্রসঙ্গে বালুরঘাটে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য।।

বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইন কোনভাবেই মানবে না তৃণমূল। আইন করলেই হয় না। আইন প্রত্যাহার করা যায়। আইন বাতিল করতে হয়। মানুষের জন্য আইন। আইনের জন্য মানুষ নয়। মঙ্গলবার জেলার তিন পৌরসভার মহিলাদের নিয়ে বালুরঘাটে কর্মী সম্মেলনে যোগ দিতে এসে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তিনি আরো বলেন সিএএ ও এনআরসি নিয়ে বিজেপি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কে নাগরিক হবে, আর কে নাগরিক হবে না তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সিএএ ও এনআরসি বিরুদ্ধে প্রথম কণ্ঠস্বর বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বালুরঘাটের একটি অনুষ্ঠান ভবনে জেলার পৌরসভার মহিলা কর্মীদের নিয়ে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন বিধায়িকা মালা সাহা, তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, তৃণমূল নেত্রী মাহমুদা বেগম, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা। মূলত আসন্ন বালুরঘাট গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূলকে শক্তিশালী করতে এদিনের কর্মী সম্মেলন। অন্যদিকে এদিনের কোন সম্মেলন থেকে জেলার দুই নেত্রীকে গুরুত্বপূর্ণ পদের ঘোষণা করেন। জেলার প্রাক্তন সভানেত্রী মাহমুদা বেগমকে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি এবং মিঠু জোয়ারদারকে জেলা সভানেত্রী হিসেবে ঘোষণা করেন তিনি।

এদিনের সভা থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, মমতা ব্যানার্জি একমাত্র মহিলাদের জন্য নানা রকমের প্রকল্প গ্রহণ করেছেন। কন্যাশ্রী থেকে রূপশ্রী সবকিছুই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। ইতিমধ্যে কন্যাশ্রীকে রাষ্ট্রপুঞ্জ ও মর্যাদা দিয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি এক করে দিয়েছেন। এদিকে সিএএ ও এনআরসির বিরোধিতায় সাধারণ মানুষের কাছে মহিলাদের পৌঁছে যাওয়ার কথা বলেন। কাউকেই বের করে দেওয়া হবে না এটা সাধারন মানুষকে বোঝাতে হবে। আগামী বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনে তৃণমূল ফের জিতে দেখাবে। এমনকি বিধানসভা এই জেলার সব আসন পেয়ে মমতা ব্যানার্জিকে ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন তারা চন্দ্রিমা ভট্টাচার্য জানান। এমনকি রাজ্যে করোনাভাইরাস নিয়ে রাজ্যে সব রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে বলে চন্দ্রিমা দেবী জানিয়েছেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.