ETV Bharat / state

ভোটার স্লিপে প্রার্থীর ছবি, কমিশনে নালিশ বিরোধীদের - dinajpur

বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের 42/221 ও 42/222 বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উভিযোগ উঠল । বিরোধীদের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপে রয়েছে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের ছবি । এই বিষয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিরোধীরা ।

ভোটার স্লিপে প্রার্থীর ছবি
author img

By

Published : Apr 23, 2019, 10:11 AM IST

বালুরঘাট, 23 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের 42/221 ও 42/222 বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উভিযোগ উঠল । প্রত্যেক জায়গাতেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হয় । বিরোধীদের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপে রয়েছে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের ছবি । এই বিষয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিরোধীরা ।

এর আগে সকালে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূলের দিকে আঙুল তুলে অশান্তি ছড়ানোর অভিযোগ করেন । পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অশন্তোষ প্রকাশ করেন তিনি । তিনি বলেন, "গতকাল পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো নয় । একাধিক জায়গায় মারামারি ও গন্ডগোল হয়েছে । গঙ্গারামপুরের বেশ কয়েকটি এলাকা থেকে গতরাত থেকেই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে ।"

বালুরঘাট, 23 এপ্রিল : বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিরামপুর ব্লকের 42/221 ও 42/222 বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার উভিযোগ উঠল । প্রত্যেক জায়গাতেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটারদের ভোটার স্লিপ দেওয়া হয় । বিরোধীদের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপে রয়েছে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষের ছবি । এই বিষয়ে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কমিশনকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে বিরোধীরা ।

এর আগে সকালে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বালুরঘাটের BJP প্রার্থী সুকান্ত মজুমদার তৃণমূলের দিকে আঙুল তুলে অশান্তি ছড়ানোর অভিযোগ করেন । পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অশন্তোষ প্রকাশ করেন তিনি । তিনি বলেন, "গতকাল পর্যন্ত আমাদের অভিজ্ঞতা ভালো নয় । একাধিক জায়গায় মারামারি ও গন্ডগোল হয়েছে । গঙ্গারামপুরের বেশ কয়েকটি এলাকা থেকে গতরাত থেকেই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে ।"

Intro:গাড়িতে সাধারণ মানুষ তুলতে বাঁধা দেওয়ায় ভোট কর্মীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বালুরঘাট কলেজে ডিসিআরসি সেন্টারের সামনে ধর্না ভোট কর্মীর।।
বালুরঘাট, ২২ এপ্রিল: নির্বাচনের সরকারি গাড়িতে সাধারণ মানুষ তোলাকে কেন্দ্র করে এক ভোট কর্মী ও পুলিশ কর্মীর মধ্যে বচসা। ঘটনায় জয়ন্ত সরকার নামে এক ভোট কর্মীকে মারধর করা ও গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এর পরই ডিসিআরসি সেন্টার বালুরঘাট কলেজে ধর্নায় বসে ওই ভোট কর্মী। ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ ও কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান তিনি। পাশাপাশি অন্যান্যও ভোট কর্মীরা একই দাবি তোলেন।
জানা গেছে, এদিন গঙ্গারামপুর থেকে ভোট কর্মীদের নিয়ে একটি বাস বালুরঘাটে আসছিল। রাস্তায় বাসটি থামিয়ে বাসের চালক ও কন্ডাক্টার সাধারণ যাত্রী ওঠান। সেই ঘটনার প্রতিবাদ জানান, গঙ্গারামপুরের বাসিন্দা ভোট কর্মী জয়ন্ত সরকার। সরকারি গাড়িতে সাধারণ মানুষ তোলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরেই ওই ভোট কর্মীকে গাড়ির চালক, কন্ডাক্টরা মারধোর করে। বালুরঘাটের পার্কিংয়ে এসে তিনি সেখানকার এক পুলিশ কর্মীকে জানান। কিন্তু সেখানেও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা ভোট কর্মী জয়ন্তবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। সেখান থেকে তিনি বালুরঘাট কলেজ সেন্টারে এসে ধর্নায় বসেন। কেন্দ্রীয় বাহিনী না এলে ভোট কেন্দ্রে যাবেন না বলে। অন্য ভোট কর্মীদের জানাতেই শুরু হয় বিক্ষোভ। এমনকি জয়ন্তবাবু কলেজেই ধর্নায় বসে। পরে অবশ্য ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ধর্না তুলে নেন তিনি। এদিকে অন্যান্য ভোট কর্মীরা প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন,
এবিষয়ে আন্দোলনকারী ভোট কর্মী জয়ন্ত সরকার জানান, ডিসিআরসির নির্দিষ্ট বাসেই তারা গঙ্গারামপুর থেকে বালুরঘাটে আসছিলেন। আসার পথে দেখেন সেই গাড়িতে সাধারণ মানুষদের তুলছেন চালক ও খালাসি। এনিয়ে বচসা শুরু হয়। এবং তাকে মারধর করা হয়। এনিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলে তার কথা তো শোনেই না উলটে তাকা মারধর করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এনিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে আসেন সেখানেও তাদের কথা শোনা হয়নি। বলা হয় আপনারা লিখিত ভাবে জমা দেন এবং আপনাদের উপর বিশেষ নজর রাখা হবে।

অন্য দিকে নিখিল সরকার, গৌতম মণ্ডল বলেন, তারা নিরপত্তাহীনতায় ভুগছেন রাজ্য পুলিশকে নিয়ে। তাই তারা কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কেন্দ্রে যাবেন না। এই ব্যাপারে তারা সেক্টর অফিসারকেও জানিয়েছেন।Body:BalurghatConclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.