ETV Bharat / state

সরকারি বাসের ধাক্কা লরিকে, আহত ২৫ - গঙ্গারামপুরে বাস দুর্ঘটনা

ওভারটেক করতে গিয়ে একটি লরিকে ধাক্কা মারল যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনাটি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ৷ বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন ।

বাস দুর্ঘটনা
author img

By

Published : Nov 4, 2019, 1:21 PM IST

Updated : Nov 4, 2019, 1:32 PM IST

গঙ্গারামপুর , 4 নভেম্বর : ওভারটেক করতে গিয়ে একটি লরিকে ধাক্কা মারল যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনাটি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ৷ বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন । বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশির ভাগ জনকেই ছেড়ে দেওয়া হয়। ঘটনায় বাসের চালককে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । শুরু হয় যান চলাচল।


আজ সকালে বালুরঘাট থেকে কালনার উদ্দেশ্যে যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার সরকারি বাসটি। যাওয়ার পথে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় একটি লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে । ওভারটেক করার সময় সামনে একটি টোটো পরে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় বাসে থাকা বেশির ভাগ যাত্রীই অল্পবিস্তর আহত হন । তবে কারও মৃত্যুর খবর নেই। এদিকে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটায় কিছুক্ষণের জন্য তৈরি হয় যানজট । পরে পুলিশ গেলে স্বাভাবিক হয় পরিস্থিতি। লরির চালক ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

দেখুন ভিডিয়ো

বাস যাত্রীদের অভিযোগ, বাসচালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিলেন । তখন সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গিয়েই হয় এই বিপত্তি ৷

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসের চালক জানান, লরিটি হঠাৎ ব্রেক করে ফেলেছিল। তখন সামনে একটি টোটো পরে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগেছে । ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে ৷

গঙ্গারামপুর , 4 নভেম্বর : ওভারটেক করতে গিয়ে একটি লরিকে ধাক্কা মারল যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনাটি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ৷ বাসের প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছেন । বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশির ভাগ জনকেই ছেড়ে দেওয়া হয়। ঘটনায় বাসের চালককে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । শুরু হয় যান চলাচল।


আজ সকালে বালুরঘাট থেকে কালনার উদ্দেশ্যে যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার সরকারি বাসটি। যাওয়ার পথে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় একটি লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে । ওভারটেক করার সময় সামনে একটি টোটো পরে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় বাসে থাকা বেশির ভাগ যাত্রীই অল্পবিস্তর আহত হন । তবে কারও মৃত্যুর খবর নেই। এদিকে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটায় কিছুক্ষণের জন্য তৈরি হয় যানজট । পরে পুলিশ গেলে স্বাভাবিক হয় পরিস্থিতি। লরির চালক ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

দেখুন ভিডিয়ো

বাস যাত্রীদের অভিযোগ, বাসচালক অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিলেন । তখন সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গিয়েই হয় এই বিপত্তি ৷

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসের চালক জানান, লরিটি হঠাৎ ব্রেক করে ফেলেছিল। তখন সামনে একটি টোটো পরে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগেছে । ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে ৷

Intro:ওভারটেক করতে গিয়ে লরির পেছনে ধাক্কা সরকারি বাসের, জখম ২৫।।

গঙ্গারামপুর, ৪ নভেম্বর: ওভারটেক করতে গিয়ে লরিতে ধাক্কা যাত্রী বোঝাই সরকারি বাসের। দুর্ঘটনায় সরকারি বাসের প্রায় ২৫ জন জখম হয়েছেন। সোমবার পথ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর। জখম বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশির ভাগ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। ঘটনায় বাসের চালককে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।

জানা গেছে, এদিন বালুরঘাট থেকে কালনা'র উদ্দেশ্যে যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার সরকারি বাসটি। যাওয়ার পথে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় একটি লরিকে ওভারটেক করতে গেলে পথ দুর্ঘটনাটি ঘটে। ওভারটেক করার সময় সামনে একটি টোটো পরে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় বাসে থাকা বেশির ভাগ যাত্রী অল্প বিস্তর জখম হয়। ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। তবে দুর্ঘটনায় কারো মারা যাওয়ার খবর নেই। এদিকে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে পুলিশ গেলে স্বাভাবিক হয় পরিস্থিতি। লরিটি ও তার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবিষয়ে বাস যাত্রীদের অভিযোগ, বাসচালক অন্যমনস্কভাবে এবং খেয়াল খুশিমতো অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছিলেন। আয়নায় দেখে চুল ঠিক করছিলেন। এদিকে সামনে থাকা একটি লরিকে ওভারটেক করতে গেলে তার পেছনে ধাক্কা মারে বাসটি। বাসের বেশির ভাগ যাত্রীই কম বেশী আহত হয়েছে।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসের চালক জানান, সামনে একটি টোটো পরে যাওয়ায় তাকে বাঁচাতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগেছে। লরিটি হঠাৎ ব্রেক করে ফেলেছিল। তাই ধাক্কাটা লেগে যায়।

অন্য দিকে গঙ্গারামপুর থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে এনেছেন তারা। Body:Gangarampur Conclusion:Gangarampur
Last Updated : Nov 4, 2019, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.