ETV Bharat / state

150 দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলি বুনিয়াদপুর নাগরিক যুব সমাজের - কোরোনা

লকডাউনে দুস্থদের পাশে দাঁড়াল বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও বুনিয়াদপুর ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন ।

buniadpur youth society and distribution assosiation gave food   stuff to needy people in bangshihari, south dinajpur
লকডাউনে 150 দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিল বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন
author img

By

Published : May 8, 2020, 9:49 PM IST

বংশীহারী, 8 মে : লকডাউনে দুস্থদের পাশে দাঁড়াল বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও বুনিয়াদপুর ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন । আজ দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে 150টি পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । ফলে রোজগার বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের । অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে অনেককে । এই পরিস্থিতিতে তাদের পাশে দাড়াতে উদ্যোগী হয়েছেন অনেকে । আজ সেই রকমই কয়েকটি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন । খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ,আলু, তেল ,বিস্কুট ,সাবান , ডিম ,মুড়ি সহ আরও অনেক কিছু । গঙ্গারামপুর মহকুমার কুশমুণ্ডি মহারাজপুর সহ আরও অনেক জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দুস্থদের মধ্যে ।

বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ এবং ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি রতন কর্মকার বলেন, " আমরা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করেছি ৷ সাধারণত একটি সংসারের রান্না ঘরে যা যা প্রয়োজনীয় তা তুলে দিয়েছি সংগঠনের পক্ষ থেকে । আমরা আগামী দিনেও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব । "

বংশীহারী, 8 মে : লকডাউনে দুস্থদের পাশে দাঁড়াল বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও বুনিয়াদপুর ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন । আজ দুপুরে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে 150টি পরিবারের হাতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । ফলে রোজগার বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের । অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে অনেককে । এই পরিস্থিতিতে তাদের পাশে দাড়াতে উদ্যোগী হয়েছেন অনেকে । আজ সেই রকমই কয়েকটি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ ও ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন । খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ,আলু, তেল ,বিস্কুট ,সাবান , ডিম ,মুড়ি সহ আরও অনেক কিছু । গঙ্গারামপুর মহকুমার কুশমুণ্ডি মহারাজপুর সহ আরও অনেক জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দুস্থদের মধ্যে ।

বুনিয়াদপুর নাগরিক যুব সমাজ এবং ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সভাপতি রতন কর্মকার বলেন, " আমরা বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বণ্টন করেছি ৷ সাধারণত একটি সংসারের রান্না ঘরে যা যা প্রয়োজনীয় তা তুলে দিয়েছি সংগঠনের পক্ষ থেকে । আমরা আগামী দিনেও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.