ETV Bharat / state

Bridge Collapse: পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হওয়া ব্রিজ জলের তোড়ে ভেঙে পড়ল, কতটা কাটমানি ? প্রশ্ন গ্রামবাসীর

দু'মাস আগেই পঞ্চায়েত তরফে তৈরি করে দেওয়া হয়েছিল ওই ব্রিজ ৷ পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ করা হয় ৷ কিন্তু পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হওয়ার দিনই ভেসে যায় ভোটের আগে তৈরি 'উন্নয়ন' ৷ এলাকাবাসীর প্রশ্ন, তবে কি সিমেন্টের জায়গায় গঙ্গাবালি? তাহলে কি কাটমানির ভূত প্রশাসনের অন্দরেই?

author img

By

Published : Aug 13, 2023, 5:42 PM IST

Bridge Collapse
ব্রিজ জলের তোড়ে ভেঙে পড়ল
পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হওয়া ব্রিজ জলের তোড়ে ভেঙে পড়ল

বংশীহারী, 13 অগস্ট: রাজনীতিতে মানুষের জীবন নিয়েও চলে ছেলেখেলা ৷ তারই প্রমাণ মিলেছে বংশীহারীতে ৷ ভোটের আগের 'উন্নয়ন', নির্বাচন পর্ব মিটতেই গড়াগড়ি খাচ্ছে খাঁড়ির জলে ৷ সদ্য নির্মিত ব্রিজের হাল দেখে এমনই অভিযোগ তুলে ক্ষিপ্ত এলাকার মানুষজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামপুর এলাকায় ৷ খাঁড়ির জলের স্রোত বাড়তেই সদ্য নির্মিত ব্রিজ ভেঙে পড়ায় আতশকাঁচের নীচে প্রশাসনের ভূমিকাও ৷ তবে কি সর্ষের মধ্যেই কাটমানির ভূত? প্রশ্ন এলাকাবাসীর ৷

গ্রামের একটি ইটভাটার পাশে থাকা বাঁশের সাঁকো দিয়ে এতদিন সেই খাঁড়ি পারাপার করতেন এলাকার হাজারো মানুষ ৷ এতে সারা বছর তেমন সমস্যা না-হলেও বর্ষায় দুর্ভোগ বাড়ত গ্রামবাসীদের ৷ বাড়ত জীবনের ঝুঁকিও ৷ তাই দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই খাঁড়ির উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ৷ শেষ পর্যন্ত দু'মাস আগে ওই বাঁশের সাঁকোর জায়গায় খাঁড়ির উপর একটি পাকা ছোট ব্রিজ নির্মাণ করে দেয় মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত ৷

এর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ করা হয় ৷ তবে ওই ব্রিজে কোনও কোনও লোহার রড ব্যবহার করা হয়নি ৷ এনিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন এলাকার বাসিন্দারা ৷ কিন্তু তাঁদের বোঝানো হয়েছিল, এটাই নাকি ইঞ্জিনিয়ারিংয়ের নতুন কৌশল ৷ কিন্তু পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হওয়ার দিনই ভেসে যায় ভোটের আগে তৈরি 'উন্নয়ন' ৷ এলাকাবাসীর প্রশ্ন, তবে কি সিমেন্টের জায়গায় গঙ্গাবালি? তাহলে কি কাটমানির ভূত প্রশাসনের অন্দরেই?

স্থানীয় বাসিন্দা অভিরাম সরকার বলেন, "আমি 15 বছর ধরে বাঁশের সাঁকো দিয়েই খাঁড়ি পারাপার করতাম ৷ মাস দুয়েক আগে নতুন ব্রিজ তৈরি হওয়ায় ভেবেছিলাম, এবার ঝুঁকিমুক্তভাবে খাঁড়ি পারাপার করা যাবে ৷ কিন্তু চালু হওয়ার দু'মাসের মধ্যেই যে নতুন ব্রিজ ভেঙে যাবে, তা ভাবিনি ৷ এযাত্রায় কারও প্রাণ যায়নি ৷ এর পিছনে কতটা কাটমানির খেলা রয়েছে জানি না ৷" কী বলছে প্রশাসন? বংশীহারীর বিডিও সুব্রত বাউলের বক্তব্য, "ব্রিজটি গ্রাম পঞ্চায়েতের তরফেই তৈরি করা হয়েছিল ৷ বৃষ্টির জেরে ওই ব্রিজটি ভেঙে গিয়েছে ৷ আমি পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ খুব দ্রুত এলাকাবাসীর চলাচলের বিকল্প ব্যবস্থা করা হবে ৷"

আরও পড়ুন: সংস্কারের অভাবে ধুঁকছে ডিভিসির একাধিক ব্রিজ, ভোগান্তির মুখে সাধারণ মানুষ

পঞ্চায়েত নির্বাচনের আগে তৈরি হওয়া ব্রিজ জলের তোড়ে ভেঙে পড়ল

বংশীহারী, 13 অগস্ট: রাজনীতিতে মানুষের জীবন নিয়েও চলে ছেলেখেলা ৷ তারই প্রমাণ মিলেছে বংশীহারীতে ৷ ভোটের আগের 'উন্নয়ন', নির্বাচন পর্ব মিটতেই গড়াগড়ি খাচ্ছে খাঁড়ির জলে ৷ সদ্য নির্মিত ব্রিজের হাল দেখে এমনই অভিযোগ তুলে ক্ষিপ্ত এলাকার মানুষজন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্যামপুর এলাকায় ৷ খাঁড়ির জলের স্রোত বাড়তেই সদ্য নির্মিত ব্রিজ ভেঙে পড়ায় আতশকাঁচের নীচে প্রশাসনের ভূমিকাও ৷ তবে কি সর্ষের মধ্যেই কাটমানির ভূত? প্রশ্ন এলাকাবাসীর ৷

গ্রামের একটি ইটভাটার পাশে থাকা বাঁশের সাঁকো দিয়ে এতদিন সেই খাঁড়ি পারাপার করতেন এলাকার হাজারো মানুষ ৷ এতে সারা বছর তেমন সমস্যা না-হলেও বর্ষায় দুর্ভোগ বাড়ত গ্রামবাসীদের ৷ বাড়ত জীবনের ঝুঁকিও ৷ তাই দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই খাঁড়ির উপর একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন ৷ শেষ পর্যন্ত দু'মাস আগে ওই বাঁশের সাঁকোর জায়গায় খাঁড়ির উপর একটি পাকা ছোট ব্রিজ নির্মাণ করে দেয় মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত ৷

এর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ করা হয় ৷ তবে ওই ব্রিজে কোনও কোনও লোহার রড ব্যবহার করা হয়নি ৷ এনিয়ে প্রথমে প্রশ্ন তুলেছিলেন এলাকার বাসিন্দারা ৷ কিন্তু তাঁদের বোঝানো হয়েছিল, এটাই নাকি ইঞ্জিনিয়ারিংয়ের নতুন কৌশল ৷ কিন্তু পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন হওয়ার দিনই ভেসে যায় ভোটের আগে তৈরি 'উন্নয়ন' ৷ এলাকাবাসীর প্রশ্ন, তবে কি সিমেন্টের জায়গায় গঙ্গাবালি? তাহলে কি কাটমানির ভূত প্রশাসনের অন্দরেই?

স্থানীয় বাসিন্দা অভিরাম সরকার বলেন, "আমি 15 বছর ধরে বাঁশের সাঁকো দিয়েই খাঁড়ি পারাপার করতাম ৷ মাস দুয়েক আগে নতুন ব্রিজ তৈরি হওয়ায় ভেবেছিলাম, এবার ঝুঁকিমুক্তভাবে খাঁড়ি পারাপার করা যাবে ৷ কিন্তু চালু হওয়ার দু'মাসের মধ্যেই যে নতুন ব্রিজ ভেঙে যাবে, তা ভাবিনি ৷ এযাত্রায় কারও প্রাণ যায়নি ৷ এর পিছনে কতটা কাটমানির খেলা রয়েছে জানি না ৷" কী বলছে প্রশাসন? বংশীহারীর বিডিও সুব্রত বাউলের বক্তব্য, "ব্রিজটি গ্রাম পঞ্চায়েতের তরফেই তৈরি করা হয়েছিল ৷ বৃষ্টির জেরে ওই ব্রিজটি ভেঙে গিয়েছে ৷ আমি পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ খুব দ্রুত এলাকাবাসীর চলাচলের বিকল্প ব্যবস্থা করা হবে ৷"

আরও পড়ুন: সংস্কারের অভাবে ধুঁকছে ডিভিসির একাধিক ব্রিজ, ভোগান্তির মুখে সাধারণ মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.