ETV Bharat / state

BDO-কে অপসারণের দাবি, গঙ্গারামপুরে অবস্থান BJP-র - mcc

গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।

অবস্থান বিক্ষোভ BJP-র
author img

By

Published : Apr 14, 2019, 11:10 PM IST

Updated : Apr 14, 2019, 11:16 PM IST

গঙ্গারামপুর, 14 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BDO-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান BJP-র। গঙ্গারামপুর মণ্ডল BJP-র তরফে ব্লক অফিস চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, গত কয়েকদিন ধরে ব্লকের MCC টিম বেছে বেছে BJP-র পতাকা, ফেস্টুন খোলা ও শাসকদলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং।

BJP কর্মীদের আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে শাসকদলকে সুবিধা করে দিয়েছেন গঙ্গারামপুরের BDO। লোকসভা নির্বাচনেও সেই কাজে আবার নেমে পড়েছেন। গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। BDO দলদাসে পরিণত হয়েছেন। এই অভিযোগ নিয়ে আজ দুপুর 3টে থেকে 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।

BJP-র তরফ থেকে বলা হয়, গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আগামীকাল সকাল থেকে অবস্থানে বসবে তারা।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

মণ্ডল BJP সভাপতি সনাতন কর্মকার বলেন, "গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। তিনি ব্লকে BJP-কে আটকানোর চেষ্টা করে শাসকদলকে জায়গা করে দিচ্ছেন। আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিচ্ছেন MCC-কে দিয়ে। বহুবার বিভিন্ন কারণে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেননি। আমরা আগামীকাল সকাল থেকে BDO অপসারণের দাবিতে অবস্থান চালাব।"

গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং বলেন, "BJP-র প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিল। আমি ছিলাম না। তারা বাইরে বসেছিল। সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে সব দলেরই পতাকা, ফেস্টুন খুলছি।"

গঙ্গারামপুর, 14 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BDO-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান BJP-র। গঙ্গারামপুর মণ্ডল BJP-র তরফে ব্লক অফিস চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, গত কয়েকদিন ধরে ব্লকের MCC টিম বেছে বেছে BJP-র পতাকা, ফেস্টুন খোলা ও শাসকদলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং।

BJP কর্মীদের আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে শাসকদলকে সুবিধা করে দিয়েছেন গঙ্গারামপুরের BDO। লোকসভা নির্বাচনেও সেই কাজে আবার নেমে পড়েছেন। গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। BDO দলদাসে পরিণত হয়েছেন। এই অভিযোগ নিয়ে আজ দুপুর 3টে থেকে 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।

BJP-র তরফ থেকে বলা হয়, গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আগামীকাল সকাল থেকে অবস্থানে বসবে তারা।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

মণ্ডল BJP সভাপতি সনাতন কর্মকার বলেন, "গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। তিনি ব্লকে BJP-কে আটকানোর চেষ্টা করে শাসকদলকে জায়গা করে দিচ্ছেন। আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিচ্ছেন MCC-কে দিয়ে। বহুবার বিভিন্ন কারণে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেননি। আমরা আগামীকাল সকাল থেকে BDO অপসারণের দাবিতে অবস্থান চালাব।"

গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং বলেন, "BJP-র প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিল। আমি ছিলাম না। তারা বাইরে বসেছিল। সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে সব দলেরই পতাকা, ফেস্টুন খুলছি।"

Intro:বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।।
রবিবার ; 14 মার্চ ;-রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষতা নিয়ে ব্লক চত্বরে অবস্থান বিক্ষোভে বসে গঙ্গারামপুর মন্ডল বিজেপি। বিগত কয়েক দিন ধরে গঙ্গারামপুর এলাকায় ব্লকের এমসিসি টিম বেছে বেছে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন খোলা ও শাসক দলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বিরুদ্ধে অভিযোগ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।
গঙ্গারামপুর মন্ডল অভিযোগ করে বলেন পঞ্চায়েত নির্বাচন থেকে শাসক দলকে জায়গা করে দিয়েছে গঙ্গারামপুরের বিডিও। লোকসভা নির্বাচনে সেই কাজে আবার নেমে পড়েছে। গঙ্গারামপুর ব্লকের বিডিওর নিরপেক্ষ নন দল দাসে পরিণত হয়ে এই অভিযোগ নিয়ে দুপুর ৩ তা থেকে ৬.৩০ পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন গঙ্গারামপুর মন্ডল বিজেপি। গঙ্গারামপুর বিজেপি সূত্রে জানাগিয়েছে গঙ্গারামপুর বিডিও কে নির্বাচন থেকে সরানোন দাবিতে সোমবার সকাল থেকে অবস্থান চালাবেন। যদিও গঙ্গারামপুর ব্লকের বিডিও বিজেপির অভিযোগকে আমল দিতে নারাজ।
গঙ্গারামপুর বিজেপি মন্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষ নন এই দাবিতে অনড় তিনি বেছে বেছে ব্লকে বিজেপিকে আটকানোর চেষ্টা করে শাসক দলকে জায়গা করে দিচ্ছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছেন এমসিসি কে দিয়ে।আমরা বহুবার লিখিত অভিযোগ করছি ভিবিন্ন ইস্যু নিয়ে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। আমরা বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ চালাবো সোমবার সকাল থেকে। গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বলেন বিজেপির প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলো আমি ছিলামনা তারা বাইরে বসেছিল সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন খুলছি তা সব দলের খোলা হচ্ছে।
Body:বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।।
রবিবার ; 14 মার্চ ;-রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষতা নিয়ে ব্লক চত্বরে অবস্থান বিক্ষোভে বসে গঙ্গারামপুর মন্ডল বিজেপি। বিগত কয়েক দিন ধরে গঙ্গারামপুর এলাকায় ব্লকের এমসিসি টিম বেছে বেছে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন খোলা ও শাসক দলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বিরুদ্ধে অভিযোগ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।
গঙ্গারামপুর মন্ডল অভিযোগ করে বলেন পঞ্চায়েত নির্বাচন থেকে শাসক দলকে জায়গা করে দিয়েছে গঙ্গারামপুরের বিডিও। লোকসভা নির্বাচনে সেই কাজে আবার নেমে পড়েছে। গঙ্গারামপুর ব্লকের বিডিওর নিরপেক্ষ নন দল দাসে পরিণত হয়ে এই অভিযোগ নিয়ে দুপুর ৩ তা থেকে ৬.৩০ পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন গঙ্গারামপুর মন্ডল বিজেপি। গঙ্গারামপুর বিজেপি সূত্রে জানাগিয়েছে গঙ্গারামপুর বিডিও কে নির্বাচন থেকে সরানোন দাবিতে সোমবার সকাল থেকে অবস্থান চালাবেন। যদিও গঙ্গারামপুর ব্লকের বিডিও বিজেপির অভিযোগকে আমল দিতে নারাজ।
গঙ্গারামপুর বিজেপি মন্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষ নন এই দাবিতে অনড় তিনি বেছে বেছে ব্লকে বিজেপিকে আটকানোর চেষ্টা করে শাসক দলকে জায়গা করে দিচ্ছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছেন এমসিসি কে দিয়ে।আমরা বহুবার লিখিত অভিযোগ করছি ভিবিন্ন ইস্যু নিয়ে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। আমরা বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ চালাবো সোমবার সকাল থেকে। গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বলেন বিজেপির প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলো আমি ছিলামনা তারা বাইরে বসেছিল সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন খুলছি তা সব দলের খোলা হচ্ছে।
Conclusion:বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।।
রবিবার ; 14 মার্চ ;-রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষতা নিয়ে ব্লক চত্বরে অবস্থান বিক্ষোভে বসে গঙ্গারামপুর মন্ডল বিজেপি। বিগত কয়েক দিন ধরে গঙ্গারামপুর এলাকায় ব্লকের এমসিসি টিম বেছে বেছে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন খোলা ও শাসক দলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বিরুদ্ধে অভিযোগ গঙ্গারামপুর মন্ডল বিজেপির ।
গঙ্গারামপুর মন্ডল অভিযোগ করে বলেন পঞ্চায়েত নির্বাচন থেকে শাসক দলকে জায়গা করে দিয়েছে গঙ্গারামপুরের বিডিও। লোকসভা নির্বাচনে সেই কাজে আবার নেমে পড়েছে। গঙ্গারামপুর ব্লকের বিডিওর নিরপেক্ষ নন দল দাসে পরিণত হয়ে এই অভিযোগ নিয়ে দুপুর ৩ তা থেকে ৬.৩০ পর্যন্ত অবস্থান বিক্ষোভ করেন গঙ্গারামপুর মন্ডল বিজেপি। গঙ্গারামপুর বিজেপি সূত্রে জানাগিয়েছে গঙ্গারামপুর বিডিও কে নির্বাচন থেকে সরানোন দাবিতে সোমবার সকাল থেকে অবস্থান চালাবেন। যদিও গঙ্গারামপুর ব্লকের বিডিও বিজেপির অভিযোগকে আমল দিতে নারাজ।
গঙ্গারামপুর বিজেপি মন্ডল সভাপতি সনাতন কর্মকার বলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও নিরপেক্ষ নন এই দাবিতে অনড় তিনি বেছে বেছে ব্লকে বিজেপিকে আটকানোর চেষ্টা করে শাসক দলকে জায়গা করে দিচ্ছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছেন এমসিসি কে দিয়ে।আমরা বহুবার লিখিত অভিযোগ করছি ভিবিন্ন ইস্যু নিয়ে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। আমরা বিডিও অপসারণের দাবিতে অবস্থা বিক্ষোভ চালাবো সোমবার সকাল থেকে। গঙ্গারামপুর ব্লকের বিডিও বিশ্বজিৎ ঢ্যাং বলেন বিজেপির প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলো আমি ছিলামনা তারা বাইরে বসেছিল সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন খুলছি তা সব দলের খোলা হচ্ছে।
Last Updated : Apr 14, 2019, 11:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.