গঙ্গারামপুর, 21 নভেম্বর : ABVP (অখিল ভারত বিদ্যার্থী পরিষদে) ছেড়ে ফের তৃণমূল ছাত্র পরিষদে ফিরলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌরভ মল্লিক রায় ৷ কয়েক মাস আগেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদে যোগ দিয়েছিলেন তিনি ৷ ফের জার্সি বদলের ঘটনায় বড় ভাঙনের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার ABVP ৷ উল্লেখ্য, মাস কয়েক আগে শঙ্কুদেব পান্ডা বলেছিলেন, "তৃণমূল ছাত্র পরিষদে থাবা বসিয়ে সার্জিকাল স্ট্রাইক করেছেন ছাত্র নেতা সৌরভ মল্লিক ৷
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়ের হাত ধরেই পুনরায় সংগঠনে ফিরলেন সৌরভ ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌরভ মল্লিক পুনরায় TMCP-তে যোগদান করায় বড় ধাক্কার মুখে দক্ষিণ দিনাজপুরে ABVP ।
অতনু বলেন, "আমরা প্রথম থেকেই তৃণমূল করে আসছি ৷ আমার বিশ্বাস ছিল কারও প্ররোচনায় সৌরভ মল্লিক ভুল করে সন্ত্রাসবাদী দলে ঢুকে গেছে ৷ আবার আমাদের সংগঠনে ফিরে আসায় আমরা খুব খুশি ৷ আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব ৷ আগামী ভোটে তৃণমূল ভাল ফল করবে বলে আমার আশা ।"
ABVP-র মধ্যে সংগঠনগতভাবে কাজের কোনও উদ্যোগ নেই ৷ TMCP-তে ফিরে এমনটাই দাবি করেছেন সৌরভ ৷