ETV Bharat / state

গেরুয়া ছেড়ে ফের সবুজ জার্সিতে দক্ষিণ দিনাজপুরের ছাত্র নেতা - south dinajpur tmcp

ABVP (অখিল ভারত বিদ্যার্থী পরিষদে) ছেড়ে ফের তৃণমূল ছাত্র পরিষদে ফিরলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌরভ মল্লিক রায় ৷ কয়েক মাস আগেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদে যোগ দিয়েছিলেন তিনি ৷

সৌরভ মল্লিক রায়
author img

By

Published : Nov 21, 2019, 11:51 PM IST

গঙ্গারামপুর, 21 নভেম্বর : ABVP (অখিল ভারত বিদ্যার্থী পরিষদে) ছেড়ে ফের তৃণমূল ছাত্র পরিষদে ফিরলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌরভ মল্লিক রায় ৷ কয়েক মাস আগেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদে যোগ দিয়েছিলেন তিনি ৷ ফের জার্সি বদলের ঘটনায় বড় ভাঙনের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার ABVP ৷ উল্লেখ্য, মাস কয়েক আগে শঙ্কুদেব পান্ডা বলেছিলেন, "তৃণমূল ছাত্র পরিষদে থাবা বসিয়ে সার্জিকাল স্ট্রাইক করেছেন ছাত্র নেতা সৌরভ মল্লিক ৷

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়ের হাত ধরেই পুনরায় সংগঠনে ফিরলেন সৌরভ ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌরভ মল্লিক পুনরায় TMCP-তে যোগদান করায় বড় ধাক্কার মুখে দক্ষিণ দিনাজপুরে ABVP ।

অতনু বলেন, "আমরা প্রথম থেকেই তৃণমূল করে আসছি ৷ আমার বিশ্বাস ছিল কারও প্ররোচনায় সৌরভ মল্লিক ভুল করে সন্ত্রাসবাদী দলে ঢুকে গেছে ৷ আবার আমাদের সংগঠনে ফিরে আসায় আমরা খুব খুশি ৷ আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব ৷ আগামী ভোটে তৃণমূল ভাল ফল করবে বলে আমার আশা ।"

ABVP-র মধ্যে সংগঠনগতভাবে কাজের কোনও উদ্যোগ নেই ৷ TMCP-তে ফিরে এমনটাই দাবি করেছেন সৌরভ ৷

গঙ্গারামপুর, 21 নভেম্বর : ABVP (অখিল ভারত বিদ্যার্থী পরিষদে) ছেড়ে ফের তৃণমূল ছাত্র পরিষদে ফিরলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌরভ মল্লিক রায় ৷ কয়েক মাস আগেই তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে অখিল ভারত বিদ্যার্থী পরিষদে যোগ দিয়েছিলেন তিনি ৷ ফের জার্সি বদলের ঘটনায় বড় ভাঙনের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার ABVP ৷ উল্লেখ্য, মাস কয়েক আগে শঙ্কুদেব পান্ডা বলেছিলেন, "তৃণমূল ছাত্র পরিষদে থাবা বসিয়ে সার্জিকাল স্ট্রাইক করেছেন ছাত্র নেতা সৌরভ মল্লিক ৷

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়ের হাত ধরেই পুনরায় সংগঠনে ফিরলেন সৌরভ ৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌরভ মল্লিক পুনরায় TMCP-তে যোগদান করায় বড় ধাক্কার মুখে দক্ষিণ দিনাজপুরে ABVP ।

অতনু বলেন, "আমরা প্রথম থেকেই তৃণমূল করে আসছি ৷ আমার বিশ্বাস ছিল কারও প্ররোচনায় সৌরভ মল্লিক ভুল করে সন্ত্রাসবাদী দলে ঢুকে গেছে ৷ আবার আমাদের সংগঠনে ফিরে আসায় আমরা খুব খুশি ৷ আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব ৷ আগামী ভোটে তৃণমূল ভাল ফল করবে বলে আমার আশা ।"

ABVP-র মধ্যে সংগঠনগতভাবে কাজের কোনও উদ্যোগ নেই ৷ TMCP-তে ফিরে এমনটাই দাবি করেছেন সৌরভ ৷

Intro:আবারও বিজেপি ছেরে তৃনমূল ছাত্র পরিষদে ফিরে এলো গঙ্গারামপুর কলেজের প্রাত্তন জিএস ।।
গঙ্গারামপুর ;-২১ নভেম্বর ;-দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি ছাত্র সংগঠনে বড়সড় ভাঙ্গন। ফের তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলেন দলছুট ছাত্র নেতা। উল্লেখ্য, গত ছয় মাস আগে তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন গঙ্গারামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা প্রাক্তন ছাত্রনেতা সৌরভ মল্লিক রায় । পরবর্তীতে সৌরভ মল্লিকের সমর্থনে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে বিবৃতি দিয়ে বলেছিলেন, তৃণমূল ছাত্র পরিষদে থাবা বসিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করছে ছাত্র নেতা সৌরভ মল্লিক কিন্তু দল ত্যাগের মাত্র ছয় মাসের মাথাতেই আকস্মিকভাবে সবাইকে চমকে সেই সৌরভ মল্লিক আবার তৃণমূল ছাত্র পরিষদে ফিরে এলেন ।
এইদিন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জেলা তৃণমূলের ছাত্র সভাপতি অতনু রায়ের হাত ধরেই পুনরায় তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলেন দলছুট এই ছাত্র নেতা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সৌরভ মল্লিক পুনরায় তৃণমূল ছাত্র পরিষদে ফিরে আসায়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ছাত্র সংগঠন যে বড়সড় ধাক্কা খেলো সে বিষয়ে সন্দেহ নেই ।
এই বিষয়ে গঙ্গারামপুরে জেলা তৃণমূলের ছাত্র সভাপতি অতনু রায় জানান আমরা প্রথম থেকেই তৃণমূল করে আসছি এবং আমার বিশ্বাস ছিল সৌরভ মল্লিক ভুল করে সন্ত্রাসবাদি দলে ঢুকে গেছে কারো প্ররোচনায় আবার আমাদের দলে ফিরে আসায় আমরা খুব খুশি আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করবো এবং আগামী ভোটে তৃণমূল দল ভালো ফলাফল করবে বলে আমার আশা।

সদ্য বিজেপি থেকে আসা সৌরভ মল্লিক জানান দলের মানুষ যখন কোন দল থেকে বেরিয়ে যায় নিশ্চয় মনের মধ্যে একটা রাগ থাকে সেই কারণে আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিই কিন্তু বিজেপি তে আমি সহ প্রচুর ছাত্রছাত্রীরা বিজেপিতে যোগদান করার জন্য বিজেপি কত ভোটে ভালো ফলাফল করেছে। আমি বিজেপি তে গিয়ে দেখলাম সেখানে মানুষকে চলার জন্য একত্রিত ভাবে বিজেপি কাজ করে না ,আমি ভুল করে ছিলাম এবং কারও উপরে রাগের জন্যই আমি তৃনমূল দল পরিবর্তন করে বিজেপিতে গিয়েছিলাম ।কিন্তু আমি আবারও তৃনমূল ছাত্র পরিষদে ফিরে আসায় খুব খুশি ।


Body: আবারও বিজেপি ছেরে তৃনমূল ছাত্র পরিষদে ফিরে এলো গঙ্গারামপুর কলেজের প্রাত্তন জিএস ।। Conclusion: আবারও বিজেপি ছেরে তৃনমূল ছাত্র পরিষদে ফিরে এলো গঙ্গারামপুর কলেজের প্রাত্তন জিএস ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.