বংশীহারী , 10 অক্টোবর : ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল ৷ সেজন্য কুশমণ্ডির দুর্গাপুরের বাসিন্দা নুর আলমকে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ার পুলিশ ৷ কয়েকবছর আগে তিনি মালয়েশিয়ায় কাজ করতে গেছিলেন ৷ ছেলেকে বাড়িতে ফেরানোর জন্য মা ফারেসা বেগম প্রচুর চেষ্টা চালান ৷ বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদারের কাছেও আবেদন জানান ৷ শেষপর্যন্ত BJP সাংসদের উদ্যোগে নুর আলম মালয়েশিয়া থেকে কুশমণ্ডির দুর্গাপুরের বাড়িতে ফিরলেন । খুশি তাঁর পরিবার ।
73 দিন আগে নুরের সঙ্গে তাঁর মায়ের শেষবার কথা হয় ৷ তারপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি । ছেলেকে ফিরে পেতে কেন্দ্রের কাছে আবেদনও জানান ফারেসা বেগম । এলাকার সাংসদ সুকান্ত মজুমদার নুর আলমকে ফিরিয়ে আনতে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন । মালয়েশিয়ার কোয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে মঙ্গলবার রাত 12টা 35 মিনিট নাগাদ দমদম এয়ারপোর্টে পৌঁছান নুর । সাংসদের চেষ্টায় বুধবার কলকাতার চিৎপুর থেকে ট্রেনে চেপে বুনিয়াদপুর স্টেশনে পৌছান তিনি ।
এই সংক্রান্ত খবর : মালয়েশিয়ায় গ্রেপ্তার ছেলেকে বাড়ি ফেরাতে বালুরঘাটের সাংসদের দ্বারস্থ মা
এই বিষয়ে নুর আলম বলেন, সেখানকার এক দালালকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য টাকা দিয়েছিলেন ৷ কিন্তু সে ওই টাকা নিয়ে পালিয়ে যায় ৷ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । তিনি প্রতিজ্ঞা করেন, কোনও দিন আর বিদেশে কাজ করতে যাবেন না । মায়ের কাছে থাকবেন ৷
BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মাসদুয়েক আগে বুনিয়াদপুরে নুর আলমের মা ফারেসা বেগম তাঁর ছেলেকে ফেরানোর জন্য আবেদন জানান । তিনি বিদেশ মন্ত্রকের কাছে নুর আলমকে ফেরানোর জন্য অনুরোধ করেন । বিদেশ মন্ত্রকের মাধ্যমে তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী হন । মাস দুয়েকের প্রচেষ্টায় নুর আলমকে দেশে ফেরানো সম্ভব হল ।