ETV Bharat / state

BJP MLA Injured in Accident: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক, ভর্তি হাসপাতালে - গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক

দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনের বিধায়ক বুধরাই টুডু ৷ বুধবার তিনি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন (BJP MLA Injured in Accident) ৷ আপাতত তিনি গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি ৷

bjp-mla-injured-in-car-accident-in-south-dinajpur
BJP MLA Injured in Accident: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক, ভর্তি হাসপাতালে
author img

By

Published : Nov 2, 2022, 2:43 PM IST

Updated : Nov 2, 2022, 3:13 PM IST

বংশিহারী (দক্ষিণ দিনাজপুর), 2 নভেম্বর: তপনের বিধায়ক বিজেপির (BJP MLA) বুধরাই টুডুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল একটি ভুটভুটিকে বাঁচাতে গিয়ে । বুধবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । দলীয় কর্মসূচি সেরে তিনি হরিরামপুরে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে । তাঁকে ও তাঁর গাড়ির চালককে প্রথমে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ তাঁরা গুরুতর হয়েছেন (BJP MLA Injured in Accident) ৷ ওই হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে ৷

BJP MLA Injured in Car Accident in South Dinajpur
আহত গাড়ি চালক

বিজেপির (BJP) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু দলীয় কাজে হরিরামপুর যাচ্ছিলেন ৷ ভক্তিপুর এলাকায় তাঁর গাড়ির সামনে থাকা একটি ভুটভুটি হঠাৎ ব্রেক কষে ৷ তখন বিধায়কের গাড়ির চালক ওই ভুটভুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ফলে গাড়িটি গাছে ধাক্কা মারে ৷

BJP MLA Injured in Car Accident in South Dinajpur
বিজেপি বিধায়কের চিকিৎসা চলছে হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার লোকজন ও বিধায়কের দেহরক্ষীরা তাঁকে ও তাঁর গাড়ির চালককে উদ্ধার করেন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর হাসপাতালে (Gangarampur Hospital) । সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়৷ হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, বিধায়কের মাথায় আঘাত লেগেছে ৷ শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে ৷ গঙ্গারামপুর হাসপাতালে বিধায়কের সিটি স্ক্যান হয় ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক, ভর্তি হাসপাতালে

তপনের বিধায়ক বুধরাই টুডু দুর্ঘটনা কবলে পড়ার খবর চাউর হতেই, তড়িঘড়ি ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য কর্মীরা ।

আরও পড়ুন: শীঘ্রই পার্থর সঙ্গে জেলে দেখা হবে মলয়ের, কটাক্ষ সুকান্তের; বাগুইআটি নিয়ে দুষলেন মমতাকে

বংশিহারী (দক্ষিণ দিনাজপুর), 2 নভেম্বর: তপনের বিধায়ক বিজেপির (BJP MLA) বুধরাই টুডুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল একটি ভুটভুটিকে বাঁচাতে গিয়ে । বুধবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় ঘটনাটি ঘটেছে । দলীয় কর্মসূচি সেরে তিনি হরিরামপুরে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে । তাঁকে ও তাঁর গাড়ির চালককে প্রথমে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর হাসপাতালে ৷ তাঁরা গুরুতর হয়েছেন (BJP MLA Injured in Accident) ৷ ওই হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে ৷

BJP MLA Injured in Car Accident in South Dinajpur
আহত গাড়ি চালক

বিজেপির (BJP) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু দলীয় কাজে হরিরামপুর যাচ্ছিলেন ৷ ভক্তিপুর এলাকায় তাঁর গাড়ির সামনে থাকা একটি ভুটভুটি হঠাৎ ব্রেক কষে ৷ তখন বিধায়কের গাড়ির চালক ওই ভুটভুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ফলে গাড়িটি গাছে ধাক্কা মারে ৷

BJP MLA Injured in Car Accident in South Dinajpur
বিজেপি বিধায়কের চিকিৎসা চলছে হাসপাতালে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার লোকজন ও বিধায়কের দেহরক্ষীরা তাঁকে ও তাঁর গাড়ির চালককে উদ্ধার করেন ৷ তাঁদের নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর হাসপাতালে (Gangarampur Hospital) । সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়৷ হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, বিধায়কের মাথায় আঘাত লেগেছে ৷ শরীরের অন্যান্য অংশেও আঘাত লেগেছে ৷ গঙ্গারামপুর হাসপাতালে বিধায়কের সিটি স্ক্যান হয় ৷ আপাতত তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি বিধায়ক, ভর্তি হাসপাতালে

তপনের বিধায়ক বুধরাই টুডু দুর্ঘটনা কবলে পড়ার খবর চাউর হতেই, তড়িঘড়ি ছুটে আসেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ অন্যান্য কর্মীরা ।

আরও পড়ুন: শীঘ্রই পার্থর সঙ্গে জেলে দেখা হবে মলয়ের, কটাক্ষ সুকান্তের; বাগুইআটি নিয়ে দুষলেন মমতাকে

Last Updated : Nov 2, 2022, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.