ETV Bharat / state

রাজনাথের সভায় ভিড় নিয়ে আশাবাদী বিজেপি - সভা

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির হয়ে প্রচারে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ বালুরঘাটে তাঁর সভায় জনসমাগম নিয়ে আশাবাদী দলীয় নেতৃত্ব ৷

WB_SDIN_01_BJP_PREPARETION_WB10011
রাজনাথের সভায় ভিড় নিয়ে আশাবাদী বিজেপি
author img

By

Published : Feb 26, 2021, 3:11 PM IST

Updated : Feb 26, 2021, 4:24 PM IST

বালুরঘাট, 26 ফেব্রুয়ারি : রাজনাথ সিংয়ের জনসভা নিয়ে আশাবাদী বালুরঘাটের বিজেপি নেতৃত্ব ৷ শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের সভায় থাকছেন রাজনাথ ৷

বালুরঘাট হাইস্কুলের খেলার মাঠ, যা দিশারী মাঠ নামে পরিচিত, সেখানেই এদিন বিজেপির তরফে প্রাক-নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। রাজনাথ সিং ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-সহ অন্যরা ৷ এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷

আরও পড়ুন: স্মৃতির সরণী বেয়ে আজ বঙ্গ-সফরে রাজনাথও

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। আগেই জেলার কুশমণ্ডি, হরিরামপুর, বংশীহারী, গঙ্গারামপুরে হয়েছে, আর আজ কুমারগঞ্জ, বালুরঘাট-সহ তপনে এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে ৷ সূত্রের খবর, বালুরঘাটে জনসভার পর পরিবর্তন যাত্রায় যোগ দিতে পারেন রাজনাথ সিং, দিলীপ ঘোষ-সহ অন্যরা ৷

রাজনাথের সভায় ভিড় নিয়ে আশাবাদী বিজেপি

এই জনসভায় প্রচুর লোকজনের সমাগম হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব ৷ জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে ৷

বালুরঘাট, 26 ফেব্রুয়ারি : রাজনাথ সিংয়ের জনসভা নিয়ে আশাবাদী বালুরঘাটের বিজেপি নেতৃত্ব ৷ শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের সভায় থাকছেন রাজনাথ ৷

বালুরঘাট হাইস্কুলের খেলার মাঠ, যা দিশারী মাঠ নামে পরিচিত, সেখানেই এদিন বিজেপির তরফে প্রাক-নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। রাজনাথ সিং ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-সহ অন্যরা ৷ এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷

আরও পড়ুন: স্মৃতির সরণী বেয়ে আজ বঙ্গ-সফরে রাজনাথও

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। আগেই জেলার কুশমণ্ডি, হরিরামপুর, বংশীহারী, গঙ্গারামপুরে হয়েছে, আর আজ কুমারগঞ্জ, বালুরঘাট-সহ তপনে এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে ৷ সূত্রের খবর, বালুরঘাটে জনসভার পর পরিবর্তন যাত্রায় যোগ দিতে পারেন রাজনাথ সিং, দিলীপ ঘোষ-সহ অন্যরা ৷

রাজনাথের সভায় ভিড় নিয়ে আশাবাদী বিজেপি

এই জনসভায় প্রচুর লোকজনের সমাগম হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব ৷ জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Feb 26, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.