ETV Bharat / state

নাগরিকত্ব আইনের সমর্থনে হিলিতে মিছিল BJP-র, আটকাল পুলিশ - হিলি

BJP জানিয়েছে, CAA ও NRC নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার বন্ধ করতেই এই মিছিল । পুলিশ মিছিল আটকে দিলে BJP কর্মীরা হিলিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর সঙ্গে কথা বলে পথসভা করার শর্তে অবরোধ তুলে নেয় BJP ।

BJP
মিছিল BJP-র
author img

By

Published : Dec 18, 2019, 9:50 PM IST

হিলি, 18 ডিসেম্বর : জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA)-র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল হয়েছে । এবার CAA-র সমর্থনে পথে নামল BJP । আজ হিলি হসপিটাল মোড় থেকে মিছিল শুরু করে জেলা BJP । কিন্তু অভিযোগ, মিছিল কিছুটা দূর যেতেই তা আটকে দেয় পুলিশ । তখন দলের তরফে হিলিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । দীর্ঘক্ষণ পুলিশ ও BJP-র কর্মীদের মধ্যে বচসা চলে । পরে পুলিশ পথসভা করার অনুমতি দিলে অবরোধ তুলে নেয় BJP ।

BJP জানিয়েছে, CAA ও NRC নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার বন্ধ করতেই এই মিছিল । পুলিশ মিছিল আটকে দিলে BJP কর্মীরা হিলিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর সঙ্গে কথা বলে পথসভা করার শর্তে অবরোধ তুলে নেয় BJP ।

BJP
পুলিশের সঙ্গে বচসা BJP সমর্থকদের ।

BJP-র জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, "CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু মিছিল বের করতেই তৃণমূলের পুলিশ মিছিল আটকে দেয় ।"একইসঙ্গে তিনি জানান, মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । আজ মিছিলে BJP-র জেলা সভাপতি ছাড়াও দলের জেলা নেতা নীলাঞ্জন রায়, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ অন্যান্যরা ছিলেন ।

BJP
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP-র ।

হিলি, 18 ডিসেম্বর : জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA)-র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল হয়েছে । এবার CAA-র সমর্থনে পথে নামল BJP । আজ হিলি হসপিটাল মোড় থেকে মিছিল শুরু করে জেলা BJP । কিন্তু অভিযোগ, মিছিল কিছুটা দূর যেতেই তা আটকে দেয় পুলিশ । তখন দলের তরফে হিলিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । দীর্ঘক্ষণ পুলিশ ও BJP-র কর্মীদের মধ্যে বচসা চলে । পরে পুলিশ পথসভা করার অনুমতি দিলে অবরোধ তুলে নেয় BJP ।

BJP জানিয়েছে, CAA ও NRC নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার বন্ধ করতেই এই মিছিল । পুলিশ মিছিল আটকে দিলে BJP কর্মীরা হিলিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর সঙ্গে কথা বলে পথসভা করার শর্তে অবরোধ তুলে নেয় BJP ।

BJP
পুলিশের সঙ্গে বচসা BJP সমর্থকদের ।

BJP-র জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, "CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু মিছিল বের করতেই তৃণমূলের পুলিশ মিছিল আটকে দেয় ।"একইসঙ্গে তিনি জানান, মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । আজ মিছিলে BJP-র জেলা সভাপতি ছাড়াও দলের জেলা নেতা নীলাঞ্জন রায়, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ অন্যান্যরা ছিলেন ।

BJP
জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP-র ।
Intro:CAA-র সমর্থনে মিছিল বের হতেই আটকাল পুলিশ, প্রতিবাদে হিলিতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির।।

হিলি, ১৯ ডিসেম্বর: তৃণমূল যখন NRC ও CAA-র বিরোধিতায় সরব হয়েছে ঠিক তখন এর সমর্থনে পথে নামল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলায় CAA-র সমর্থনে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। মিছিল আটকে দেওয়ায় আন্দোলনকারীরা হিলিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ, বিজেপি নেতা নীলাঞ্জন রায়, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। দীর্ঘক্ষণ দু'পক্ষের মধ্যে বচসা চলার পর পথসভার শর্তে অবরোধ তুলে নেয় বিজেপি সমর্থকরা। জাতীয় সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এবং বিরোধী রাজনৈতিক দলের অপ্রচার রোধ করতে বুধবার বিকেলে হিলি শহরে মিছিলের ডাক দেয় বিজেপি৷ সেই মত এদিন বিকেলে বিজেপি কর্মী সমর্থকরা সংঘবদ্ধ হয়ে মিছিল বের করে। অভিযোগ, মিছিল হিলি হসপিটাল মোড় থেকে শুরু করে ৫০ ফুট পথ অতিক্রম করতেই সুবিশাল পুলিশ বাহিনী মিছিল রুখে দেয়। এরপর বচসা শুরু হয় দু'পক্ষে মধ্যে। মিছিল বন্ধ হতেই হিলি গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি সমর্থকরা। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ব্যাঘাত ঘটে আন্তর্জাতিক বহিঃ বাণিজ্যে।

এদিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ নন্দীর সঙ্গে কথা বলে পথ সভার শর্তে পথ অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের বিজেপির কর্মসূচি নিয়ে হিলি শহর সুবিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। মিছিলের পথে কমব্যাট ফোর্স দিয়ে ব্যারিকেড দেওয়া হয় পুলিশের তরফে। পথ অবরোধ উঠতেই স্বাভাবিক হয় যানচলাচল।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ জানান, CAA-র সমর্থন ও সাধারণ মানুষদেরকে অবগত করতে এদিন হিলিতে মিছিল করার কথা ছিল। মিছিল বের করতেই তৃণমূলের পুলিশ তাদের মিছিল আটকে দেয়। এর প্রতিবাদে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। CAA-র সমর্থন করার পাশাপাশি মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচি নিয়েছেন।

যদিও এবিষয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। Body:HiliConclusion:Hili
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.