ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর জেলা BJP-তে ভাঙন, তৃণমূলে জেলা পরিষদের আর এক সদস্য

আজ বালুরঘাটে অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য শিপ্রা নিয়োগী ৷ এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ ।

bjp
author img

By

Published : Oct 27, 2019, 9:57 PM IST

বালুরঘাট, ২৭ অক্টোবর: BJP-তে যোগ দিয়েও পরে এক এক করে তৃণমূলে ফিরে এসেছেন অনেকেই । এবার সেই খাতায় নাম লেখালেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী । আজ বালুরঘাটে অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি । এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ ।

২৪ জুন দিল্লিতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন BJP-তে যোগ দেন । কিন্তু, তার কিছুদিনের মধ্যেই তিনজন ফের তৃণমূলে যোগ দেন । কিছু দিন পরই তৃণমূলে যোগ দেন BJP-র আর এক সদস্য । ফলে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল । তবে এক তৃতীয়াংশ আসন BJP-র দখলে থাকায় জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়ছিল তারা । এই জট কাটাতে রাজ্যের দুই মন্ত্রী জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । আর আজ জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেন ।

তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, শিপ্রা নিয়োগী অনেকদিন আগে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন । কিন্তু, অসুস্থতার জন্য তিনি কলকাতায় থাকায় যোগ দিতে পারছিলেন না । তিনি আজ জেলায় ফিরতেই শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেন ।

এদিকে BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রথম শুনেছেন । ভয় দেখিয়ে দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূলে ফেরানো হচ্ছে । এতে তাঁদের কিছু যায়-আসে না । আসল খেলা শুরু হবে পুজোর পর । তৃণমূলকে মানুষ বর্জন করেছে । যদিও তৃণমূলে যোগদানকারী শিপ্রা নিয়োগী বলেন, মানুষের জন্য কাজ করতে পারছিলেন না । সাধারণ মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলেন।

বালুরঘাট, ২৭ অক্টোবর: BJP-তে যোগ দিয়েও পরে এক এক করে তৃণমূলে ফিরে এসেছেন অনেকেই । এবার সেই খাতায় নাম লেখালেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী । আজ বালুরঘাটে অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি । এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ ।

২৪ জুন দিল্লিতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন BJP-তে যোগ দেন । কিন্তু, তার কিছুদিনের মধ্যেই তিনজন ফের তৃণমূলে যোগ দেন । কিছু দিন পরই তৃণমূলে যোগ দেন BJP-র আর এক সদস্য । ফলে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল । তবে এক তৃতীয়াংশ আসন BJP-র দখলে থাকায় জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়ছিল তারা । এই জট কাটাতে রাজ্যের দুই মন্ত্রী জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । আর আজ জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেন ।

তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, শিপ্রা নিয়োগী অনেকদিন আগে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করছিলেন । কিন্তু, অসুস্থতার জন্য তিনি কলকাতায় থাকায় যোগ দিতে পারছিলেন না । তিনি আজ জেলায় ফিরতেই শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেন ।

এদিকে BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রথম শুনেছেন । ভয় দেখিয়ে দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূলে ফেরানো হচ্ছে । এতে তাঁদের কিছু যায়-আসে না । আসল খেলা শুরু হবে পুজোর পর । তৃণমূলকে মানুষ বর্জন করেছে । যদিও তৃণমূলে যোগদানকারী শিপ্রা নিয়োগী বলেন, মানুষের জন্য কাজ করতে পারছিলেন না । সাধারণ মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলেন।

Intro:এক তৃতীয়াংশ আসনে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা পরিষদ সদস্যা।। 

বালুরঘাট, ২৭ অক্টোবর: কালী পুজোর দিনে ফের ভাঙ্গন বিজেপিতে। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিজেপি সদস্যা শিপ্রা নিয়োগী রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূলে যোগ দিলেন। বালুরঘাটে দলীয় কার্যালয়ে অর্পিতা ঘোষের উপস্থিতিতে এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পাশাপাশি বিজেপির এক তৃতীয়াংশ আসন কেউও ভেঙে দেয় তৃণমূল। বর্তমানে জেলা পরিষদের ১৮ সদস্যের মধ্যে ১৩ তৃণমূল ও ৫ বিজেপির দখলে রইল। 

প্রসঙ্গত, গত ২৪ জুন দিল্লিতে প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে জেলা পরিষদের সভাধিপতি সহ মোট ১০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। এদিকে যোগ দিয়ে যে লাইফের কিছুদিনের মধ্যেই তিন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেয়। তার কিছু দিন পর বিজেপির আরেক সদস্য বিশ্বনাথ পাহন তৃণমূলে যোগ দেন। এদিকে অনেক আগে জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। তবে বিজেপির এক তৃতীয়াংশ আসন থাকায় জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়েছিল তৃণমূল। আটকে পড়েছিল উন্নয়নমূলক কাজ। জেলা পরিষদের জট কাটাতে রাজ্যের দুই মন্ত্রী ও জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিল। অবশেষে এদিন জেলা পরিষদের বিজেপির আরেক সদস্যা শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগদান। শিপ্রা নিয়োগী দলে যোগ দিতেই বিজেপির এক তৃতীয়াংশ আসন ভেঙ্গে দেয় তৃণমূল। জেলা পর্ষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই এবার কর্মদক্ষ বদলে চিন্তাভাবনা নিচে তৃণমূল বলে সূত্রের খবর।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেবেন তা নিয়ে অনেকদিন আগে থেকেই তার সঙ্গে যোগাযোগ করছিলেন। অসুস্থ থাকার জন্য সে কলকাতায় ছিল। তাই দলে যোগ দিতে পারছিল না। জেলায় ফিরতে আজ বালুরঘাটে দলীয় কার্যালয়ে শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেয়। আগামী নভেম্বরেই জেলা পরিষদের পুরনো কর্মাধ্যক্ষদের পরিবর্তিত করা হবে।  

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, বিষয়টি সংবাদমাধ্যমে মাধ্যমেই প্রথম শুনেছেন। ভয় দেখিয়ে বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে ফেরানো হচ্ছে। এনে তাদের কিছু যায়-আসে না। মেন খেলা শুরু হবে পুজোর পর। তৃণমূলকে মানুষ বর্জন করেছে।

যদিও তৃণমূলে যোগদান কারী শিপ্রা নিয়োগী জানান, মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিলেন।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.