বালুরঘাট, 26 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ের নিচে বাংলার মনীষীদের ছবি ৷ আর সেখানে লেখা সৌজন্য়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ৷ 26 জানুয়ারি সকালে বালুরঘাটের বোল্লা ও বাউল অঞ্চল জুড়ে এই পোস্টার ছেয়ে গিয়েছে ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল বালুরঘাট ৷ আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদে নামলেন সাংসদ সুকান্ত মজুমদার ৷ আজ তাঁরা বালুরঘাটে পথ অবরোধে নামেন ৷ দীর্ঘক্ষণ তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন৷ তাঁর অভিযোগ তৃণমূল ষড়যন্ত্র করে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে ৷
সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, গতকাল বোল্লা, বাউল অঞ্চলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ যেখানে লেখা ছিল- "সুকান্ত মজুমদার খেলা হবে"। এরপরেই মঙ্গলবার সকালে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায় ৷ যেখানে প্রধানমন্ত্রীর পায়ের নিচে মনীষীদের ছবি দিয়ে অপমান করা হয়েছে । এটা ইচ্ছাকৃতভাবে বিজেপির বদনাম করতে তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ সুকান্ত মজুমদারের ৷ তিনি বলেন, ‘‘রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বালুরঘাট থানার বোল্লা, পতিরাম সহ বিভিন্ন এলাকায় বিজেপিকে অপদস্ত করতে এবং বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করতে প্রধানমন্ত্রীর ছবিসহ পোস্টার লাগিয়েছে । ছবিতে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ের নিচে বাংলার মনীষীদের ছবি দেয়া হয়েছে। পাশাপাশি ফ্লেক্স এর নিচে সৌজন্যে সুকান্ত মজুমদার লেখা রয়েছে। আমি এ ধরণের কোনওরকম পোস্টার ছাপাতে নির্দেশ দিইনি ৷’’
আরও পড়ুন : ‘‘আত্মনির্ভর ভারতের লক্ষ্য ছিল নেতাজির !’’ রাজনৈতিক চাল প্রধানমন্ত্রীর
যদিও সুকান্ত মজুমদারের অভিযোগ অস্বীকার করেছে বোল্লা অঞ্চলের তৃণমূল সভাপতি প্রতাপ চন্দ্র শীল। তিনি জানান, এ ধরণের কুরুচিপূর্ণ কাজ তৃণমূল করে না। বিজেপি প্রচারের উদ্দেশ্যেই এ ধরণের কাজ করেছে।