বালুরঘাট, 30 মে : দক্ষিণ দিনাজপুর জেলায় কতজনের ডিজ়িটাল রেশন কার্ড হয়েছে বা হয়নি তার তথ্য প্রকাশ করা সহ মোট 7 দফা দাবিতে জেলা খাদ্য নিয়ামককে ডেপুটেশন দিল কংগ্রেস । গতকাল দুপুরে জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেবের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । খাদ্য দপ্তরে যাওয়ার আগেই পুলিশ প্রশাসন তাদের আটকে দেয় । এরপর নিয়ম মেনে 8 জনের প্রতিনিধি দল স্মারকলিপি দেয় জেলা খাদ্য নিয়ামককে ।
অন্যদিকে, সমস্ত পরিযায়ী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষা করে সরকারি কোয়ারানটিনে রাখার দাবি ও জেলার কোরোনা বুলেটিন রোজ প্রকাশ সহ মোট 9 দফা দাবিতে অতিরিক্ত জেলাশাসককে ডেপুটেশন দিল BJP। গতকাল BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বাপি সরকার, রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায় এবং BJP-র প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার- অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অংশুমান ভট্টাচার্যের কাছে ডেপুটেশন দেন ।
এবিষয়ে জেলা BJP-র সাধারণ সম্পাদক বলেন, “ পরিযায়ী শ্রমিকদের সরকারি কোয়ারানটিনে না রেখে হোম কোয়ারানটিনে রাখায় গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। এছাড়া আমফানে এই জেলার অনেক ক্ষতি হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সেই ক্ষতিগ্রস্তদের দ্রুত সাহায্য করতে হবে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন কোরোনা নিয়ে প্রেস মিট করতে হবে । এই জেলার জেলাশাসক আমাদের সঙ্গে দেখা করেন না ৷ বালুরঘাটের BDO শাসক দলের হয়ে কাজ করছেন । আমাদের সাংসদকেও কোনও রকম সরকারি বৈঠকে ডাকা হয় না ৷ তাই আমরা একটি সর্বদলীয় বৈঠকের দাবি জানালাম । আমাদের দাবি ও অভিযোগগুলি খতিয়ে দেখা না হলে লকডাউন ভেঙেই আন্দোলনে নামব ।"
অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি গোপাল দেব জানান, “ জেলায় যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। সেই জন্য জেলায় কত লোকের ডিজ়িটাল রেশন কার্ড রয়েছে এবং কতজনের নেই তা জনসমক্ষে প্রকাশ করতে হবে ৷ এছাড়াও যাঁদের রেশন কার্ড নেই, তাঁদের জন্য কুপন দেওয়ার কথা খাদ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন । অথচ এর পরও জেলায় দুস্থরা ঠিকমতো রেশন পাচ্ছে না । তাই মোট 7 দফা দাবিতে খাদ্য নিয়ামককে ডেপুটেশন দিলাম আমরা ।" দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।