ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে চাপে তৃণমূল, BJP-তে যাচ্ছেন বিপ্লব মিত্র ! - south dinajpur

সব জল্পনার অবসান ঘটিয়ে BJP-তে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র ।

বিপ্লব মিত্র (ফাইল ফোটো)
author img

By

Published : Jun 23, 2019, 1:00 AM IST

Updated : Jun 23, 2019, 10:32 AM IST

বালুরঘাট, 23 জুন : সব জল্পনার অবসান । BJP-তে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । গতকাল সন্ধ্যায় দিল্লি যান তিনি । বিপ্লব ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতিসহ 12 সদস্য আগেই দিল্লি পৌঁছে গেছেন । পাশাপাশি বিপ্লবের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও দিল্লিতে রয়েছেন বলে জেলা BJP সূত্রে খবর । শোনা যাচ্ছে, আগামী সোমবার সবাই BJP-তে যোগ দেবেন ।

biplab mitra
দিল্লিতে বিপ্লব মিত্র

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে মেনে নিতে পারেননি তৎকালীন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশে অর্পিতার হয়ে প্রচার করতে হয় তাঁকে । অথচ লোকসভা নির্বাচনে অর্পিতার পরাজয়ের কোপ এসে পড়ে বিপ্লবের ঘাড়ে । ফলাফলের দিনকয়েক পরেই তৃণমূল জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লবকে । দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে । জেলা সভাপতি হওয়ার পরেই নতুন ব্লক ও শহর কমিটি গঠন করেন অর্পিতা । বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লব অনুগামীদের । এদিকে বিরোধী শূন্য তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অধিকাংশ কর্মাধ্যক্ষ ও সদস্যরা সকলেই বিপ্লব মিত্রর অনুগামী বলে পরিচিত । তাই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি তাঁরাও । সম্প্রতি দলের জেলা সভাপতি অর্পিতার ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না এদের কেউই ।

এই সংক্রান্ত আরও খবর : দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে ভোট প্রচারে নামছেন বিপ্লবের

অন্যদিকে বিপ্লব মিত্রর সঙ্গে সভাধিপতি লিপিকা রায় ও অন্যরা গোপনে যোগাযোগ রাখছিলেন বলে সূত্রের খবর । এবার জেলা পরিষদের সভাধিপতি সহ অধিকাংশ সদস্য ও কর্মাধ্যক্ষদের নিয়ে জেলার অন্যতম তৃণমূল নেতা বিপ্লব মিত্র BJP-তে যোগদান করতে চলেছেন । সূত্রের খবর, সভাধিপতি সহ জেলা পরিষদের ৯ জন সদস্য ও কর্মাধ্যক্ষ শুক্রবার দিল্লি পৌঁছে গেছেন । ওই দিন রাতে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে খাবার খান তাঁরা । বিপ্লব মিত্র শুক্রবার বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন । শনিবার সন্ধ্যা সাতটায় নির্দিষ্ট হোটেলে পৌঁছে যান তিনি । সেখানে BJP নেতাদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে । উল্লেখ্য, বৃহস্পতিবারই তড়িঘড়ি দিল্লিতে ডাকা হয় দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র সভাপতি শুভেন্দু সরকারকে ।

বিপ্লববাবুর BJP-তে যোগ দেওয়ার জল্পনাকে আরও প্রাসঙ্গিক করে তোলেন বিপ্লব ঘনিষ্ঠ নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা । মফিজসাহেব বলেন, "সব খবর সময়মতো হয়ে যাবে । দু-একদিন পরেই সব জানতে পারবেন । সবকিছু বলে দেওয়া হবে সংবাদমাধ্যমকে ।"

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "আমিও শুনেছি উনি দিল্লি যাচ্ছেন বা গেছেন । কারও অন্য কোথাও যোগদান করাটা ব্যক্তিগত ব্যাপার । এতে বলার কিছু নেই । তবে, আমার বিশ্বাস জেলা পরিষদ বা পৌরসভা তৃণমূলের থাকবে ।"

বালুরঘাট, 23 জুন : সব জল্পনার অবসান । BJP-তে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । গতকাল সন্ধ্যায় দিল্লি যান তিনি । বিপ্লব ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতিসহ 12 সদস্য আগেই দিল্লি পৌঁছে গেছেন । পাশাপাশি বিপ্লবের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও দিল্লিতে রয়েছেন বলে জেলা BJP সূত্রে খবর । শোনা যাচ্ছে, আগামী সোমবার সবাই BJP-তে যোগ দেবেন ।

biplab mitra
দিল্লিতে বিপ্লব মিত্র

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে মেনে নিতে পারেননি তৎকালীন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশে অর্পিতার হয়ে প্রচার করতে হয় তাঁকে । অথচ লোকসভা নির্বাচনে অর্পিতার পরাজয়ের কোপ এসে পড়ে বিপ্লবের ঘাড়ে । ফলাফলের দিনকয়েক পরেই তৃণমূল জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লবকে । দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে । জেলা সভাপতি হওয়ার পরেই নতুন ব্লক ও শহর কমিটি গঠন করেন অর্পিতা । বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লব অনুগামীদের । এদিকে বিরোধী শূন্য তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অধিকাংশ কর্মাধ্যক্ষ ও সদস্যরা সকলেই বিপ্লব মিত্রর অনুগামী বলে পরিচিত । তাই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি তাঁরাও । সম্প্রতি দলের জেলা সভাপতি অর্পিতার ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না এদের কেউই ।

এই সংক্রান্ত আরও খবর : দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে ভোট প্রচারে নামছেন বিপ্লবের

অন্যদিকে বিপ্লব মিত্রর সঙ্গে সভাধিপতি লিপিকা রায় ও অন্যরা গোপনে যোগাযোগ রাখছিলেন বলে সূত্রের খবর । এবার জেলা পরিষদের সভাধিপতি সহ অধিকাংশ সদস্য ও কর্মাধ্যক্ষদের নিয়ে জেলার অন্যতম তৃণমূল নেতা বিপ্লব মিত্র BJP-তে যোগদান করতে চলেছেন । সূত্রের খবর, সভাধিপতি সহ জেলা পরিষদের ৯ জন সদস্য ও কর্মাধ্যক্ষ শুক্রবার দিল্লি পৌঁছে গেছেন । ওই দিন রাতে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে খাবার খান তাঁরা । বিপ্লব মিত্র শুক্রবার বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন । শনিবার সন্ধ্যা সাতটায় নির্দিষ্ট হোটেলে পৌঁছে যান তিনি । সেখানে BJP নেতাদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে । উল্লেখ্য, বৃহস্পতিবারই তড়িঘড়ি দিল্লিতে ডাকা হয় দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র সভাপতি শুভেন্দু সরকারকে ।

বিপ্লববাবুর BJP-তে যোগ দেওয়ার জল্পনাকে আরও প্রাসঙ্গিক করে তোলেন বিপ্লব ঘনিষ্ঠ নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা । মফিজসাহেব বলেন, "সব খবর সময়মতো হয়ে যাবে । দু-একদিন পরেই সব জানতে পারবেন । সবকিছু বলে দেওয়া হবে সংবাদমাধ্যমকে ।"

এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "আমিও শুনেছি উনি দিল্লি যাচ্ছেন বা গেছেন । কারও অন্য কোথাও যোগদান করাটা ব্যক্তিগত ব্যাপার । এতে বলার কিছু নেই । তবে, আমার বিশ্বাস জেলা পরিষদ বা পৌরসভা তৃণমূলের থাকবে ।"

Intro:বজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা, শনিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র সহ ১২ জন জেলা পরিষদ সদস্য।।

বালুরঘাট, ২৩ জুন: সব জল্পনার অবসান। দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের বিজেপিতে যোগদান এখন শুধু।সময়ের অপেক্ষা। শনিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান বিপ্লব মিত্র। শুধু বিপ্লব মিত্র নয় তার ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতি সহ ১২ সদস্যও আগেই দিল্লী পৌঁছেছেন। পাশাপাশি বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্তও দিল্লীতে রয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। আগামী সোমবার বিপ্লব মিত্রের হাত ধরে ১৩ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। এর ফলে জেলা পরিষদ ও গঙ্গারামপুর পৌরসভার বিজেপির দখলে চলে যেতে পারে।

প্রসঙ্গত, লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে মেনে নিতে পারেননি তৎকালীন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। প্রকাশ্যে তার এই বিরোধীতা বিষয়টি অবশ্য রাজ্য নেত্রী পর্যন্ত পৌঁছায়। পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে তাকে সব মেনে নিয়ে অর্পিতার হয়ে প্রচার করতে দেখা যায়। এতসবের পর লোকসভায় বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল প্রার্থী অর্পিতা। এই পরাজয়ের কোপ এসে পরে বিপ্লবের কাঁধে। ফলাফলের দিন কয়েক পরেই বিপ্লব মিত্রকে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে অর্পিতাকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। অর্পিতা জেলা সভাপতি হতেই বিপ্লবকে উপেক্ষা করে নতুন ব্লক ও শহর কমিটি গঠন করে। বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লবের অনুগামীদের। এদিকে বিরোধী শূন্য থাকা, তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অন্যান্য অধিকাংশ কর্মাধ্যক্ষ ও সদস্যরা সকলেই বিপ্লব মিত্রর অনুগামী বলেই পরিচিত ছিল। তাই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেনি তারাও। এই অধিকাংশ সদস্যই বর্তমান তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বিরোধী। সম্প্রতি দলের জেলা সভাপতি অর্পিতার ডাকা বৈঠকে এদের যোগদান করতেও দেখা যায়না। এদিকে বিপ্লব মিত্রর সাথে সভাধিপতি লিপিকা রায় এবং অন্যান্যরা প্রায়ই গোপনে যোগাযোগ করছিলেন বলে সূত্রের খবর। দলে থেকেও অজ্ঞাতবাস নেওয়া বিপ্লব বাবু ঘরগুছিয়ে আগেই রাখছিলেন। এবার জেলা পরিষদের সভাধিপতি সহ অধিকাংশ সদস্য ও কর্মাধ্যক্ষাদের নিয়ে জেলার অন্যতম তৃণমূল নেতা বিপ্লব মিত্র বিজেপিতে যোগদান করতে চলেছেন।
সূত্রের খবর সভাধিপতি সহ জেলা পরিষদের ৯ জন সদস্য ও কর্মাধ্যক্ষ আগেই অর্থাৎ শুক্রবার পৌঁছে গিয়েছেন দিল্লি। ওই দিন রাতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রাতের খাওয়ার খান তারা। বিপ্লব মিত্র শুক্রবার বাড়ি থেকে রওনা দেন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটায় নির্দিষ্ট হোটেলে পৌঁছে যান বিপ্লববাবু। শনিবার রাতে বিজেপি নেতাদের সঙ্গে রাতের খাওয়ার কথা আছে বিপ্লব মিত্রের। এদিকে গত বৃহস্পতিবারই তড়িঘড়ি দিল্লিতে ডাকা হয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকারকেও।

একইভাবে বিজেপিতে যোগদান প্রসঙ্গকে আরও প্রাসঙ্গিক করে তোলেন বিপ্লব ঘনিষ্ট অনুগামী তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া। মফিজ বাবু বলেন, সব খবর সময়মত হয়ে যাবে। দুই একদিন পরেই সব জানতে পারবেন। সবকিছু বলে দেওয়া হবে সংবাদ মাধ্যমকে।

তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন, আমিও শুনেছি তিনি দিল্লি যাচ্ছেন বা গেছেন। কারো অন্য কোথাও যোগদান করাটা ব্যক্তিগত ব্যপার। এতে বলার কিছু নেই। তবে তার বিশ্বাস জেলা পরিষদ বা পৌরসভা তৃণমূলের থাকবে।

অন্য দিকে জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ পাহানের বাড়ি ভাঙচুরের পর আর এক সদস্য শিপ্রা নিয়োগীর বাড়িতে হামলার অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। চাকরির টাকা ফেরত চেয়ে শনিবার বিকেলে এক দল দুস্কৃতি শিপ্রাদেবীর বাড়িতে হামলা চালায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jun 23, 2019, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.