ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর BJP-র নতুন সভপতি বিনয় বর্মণ - দক্ষিণ দিনাজপুর BJP-র নতুন সভপতি বিনয় বর্মণ

৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় BJP-র সভাপতির নাম ঘোষণা করা হবে তা আগেই জানা ছিল । শুভেন্দু সরকারকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নতুন সভাপতি হলেন বিনয় বর্মণ । RSS -এর সক্রিয় সদস্য বিনয়বাবু এর আগেও দলের বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন ।

BJP state president
বিনয় বর্মণ (বাঁ দিকে )
author img

By

Published : Dec 7, 2019, 4:19 AM IST

বালুরঘাট, 7 ডিসেম্বর : জল্পনার অবসান । শুভেন্দু সরকারকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নতুন সভাপতি হলেন বিনয় বর্মণ । গতকাল বিকেলে রাজ্য BJP-র পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার সভাপতিদের নামের একটি তালিকা প্রকাশ করা হয় । তাতেই নাম আসে বিনয়বাবুর ।

৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় BJP-র সভাপতির নাম ঘোষণা করা হবে তা আগেই জানা ছিল । 21 জন মণ্ডল সভাপতি এবং দলের 21 জন পরিষদীয় সদস্যর ভোটের দ্বারা সভাপতি নির্বাচন করা হয়েছে । 26 নভেম্বর রাজ্য নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নির্বাচনী আধিকারিক শিবেন্দু শেখর রায়ের উপস্থিতিতে ওই 42 জনের মতদানের মাধ্যমে ভোটদান পর্ব শেষ হয় । দলীয় সূত্রে খবর ছিল, জেলা সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন BJP-র দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, সহ সভাপতি বিনয় বর্মণ, সাধারণ সম্পাদক মানস সরকার । অবশেষে জিতলেন RSS -এর সক্রিয় সদস্য বিনয় বর্মণ ।

বিগত সাড়ে তিন বছর ধরে জেলা সভাপতির পদে ছিলেন শুভেন্দু সরকার । উপ নির্বাচনে BJP-র খারাপ ফলের পরই নেতৃত্বে পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিকে, নতুন দায়িত্ব পেয়ে বিনয়বাবু জানান, দলের শক্তি বৃদ্ধির জন্য সকলকে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য ।

বালুরঘাট, 7 ডিসেম্বর : জল্পনার অবসান । শুভেন্দু সরকারকে সরিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নতুন সভাপতি হলেন বিনয় বর্মণ । গতকাল বিকেলে রাজ্য BJP-র পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার সভাপতিদের নামের একটি তালিকা প্রকাশ করা হয় । তাতেই নাম আসে বিনয়বাবুর ।

৭ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় BJP-র সভাপতির নাম ঘোষণা করা হবে তা আগেই জানা ছিল । 21 জন মণ্ডল সভাপতি এবং দলের 21 জন পরিষদীয় সদস্যর ভোটের দ্বারা সভাপতি নির্বাচন করা হয়েছে । 26 নভেম্বর রাজ্য নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নির্বাচনী আধিকারিক শিবেন্দু শেখর রায়ের উপস্থিতিতে ওই 42 জনের মতদানের মাধ্যমে ভোটদান পর্ব শেষ হয় । দলীয় সূত্রে খবর ছিল, জেলা সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন BJP-র দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার, সহ সভাপতি বিনয় বর্মণ, সাধারণ সম্পাদক মানস সরকার । অবশেষে জিতলেন RSS -এর সক্রিয় সদস্য বিনয় বর্মণ ।

বিগত সাড়ে তিন বছর ধরে জেলা সভাপতির পদে ছিলেন শুভেন্দু সরকার । উপ নির্বাচনে BJP-র খারাপ ফলের পরই নেতৃত্বে পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল । এদিকে, নতুন দায়িত্ব পেয়ে বিনয়বাবু জানান, দলের শক্তি বৃদ্ধির জন্য সকলকে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য ।

Intro:জল্পনার অবসান, দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সভাপতি হলেন বিনয় বর্মণ।।

বালুরঘাট, ৬ ডিসেম্বর: সব জল্পনার অবসান ঘটলো শুক্রবার। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হল সহ সভাপতি বিনয় বিনয় বর্মণের। এদিন বিকেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য জেলার সভাপতির নামের তালিকা প্রকাশ ও ঘোষণা করা হয়। জেলা বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পান বিনয়বাবু। বিনয় বর্মণ আরএসএসের সক্রিয় সদস্য বলে জানা গেছে। অন্য দিকে বিগত সাড়ে তিন বছর ধরে জেলা সভাপতির পদে ছিলেন শুভেন্দু সরকার। অবশেষে দীর্ঘ দিন পর সরিয়ে জেলা সভাপতির পদে আসীন করা হয় বিনয় বর্মণকে। এদিকে নতুন সভাপতি নাম ঘোষণার পরেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। এদিন রাতে জেলা কার্যালয়ে বিজেপির প্রাক্তন সভাপতি সরকার মিষ্টিমুখ করিয়ে অভ্যর্থনা জানান। 

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির সভাপতির নাম ৭ ডিসেম্বরের মধ্যে করা হবে সেই ঘোষণা আগেই করা হয়েছিল। ২১ জন মণ্ডল সভাপতি এবং দলের ২১ জন পরিষদীয় সদস্যর ভোটের দ্বারা সভাপতি নির্বাচন করা হয়েছস। গত ২৬ নভেম্বর রাজ্য নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নির্বাচনী আধিকারিক শিবেন্দু শেখর রায়ের উপস্থিতিতে ওই ৪২ জনের মতদানের মাধ্যমে ভোটদান পর্ব শেষ। দলীয় সূত্রে খবর, শুভেন্দু বাবুর পাশাপাশি জেলা সভাপতির দৌড়ে এগিয়ে ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সহ সভাপতি বিনয় বর্মণ, সাধারণ সম্পাদক মানস সরকারের মতরা। অবশেষে এদিন নতুন জেলা সভাপতি হিসেবে বিনয় বর্মণের নাম ঘোষণা করা হয়। বিনয় বর্মণ এর আগে ট্রেজারের দায়িত্বও পালন করেছেন দলের। বিজেপিতে তিনি দীর্ঘদিন নানা দায়িত্ব পালন করেছেন।

এবিষয়ে সদ্য নিযুক্ত বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানান, দলের শক্তি বৃদ্ধির জন্য সকলকে নিয়ে কাজ করা হবে তার মূল লক্ষ্য।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.