ETV Bharat / state

করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার - করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি

নরেন্দ্র মোদি নাকি করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন ৷ তপনের জনসভা থেকে এমনই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 22, 2021, 3:09 PM IST

Updated : Apr 22, 2021, 3:51 PM IST

তপন, 22 এপ্রিল : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারের উপর দিয়ে যাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে ৷ ভ্যাকসিন অপ্রতুল বলে মাঝেমধ্যেই অভিযোগ তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ ফের একবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মমতা ৷ নরেন্দ্র মোদি নাকি করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন ৷ তপনের জনসভা থেকে আজ এইভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷

রাজ্যে যে হারে করোনা ফের লাগামছাড়া হতে শুরু করেছে, তাতে শেষ দফার ভোটগুলিতে করোনার সংক্রমণ আর টিকাকরণের মতো ইস্যুগুলি বাড়তি গুরুত্ব পাচ্ছে ৷ আজ তপনের সভা থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতাকে দায়ি করলেন তিনি ৷ বললেন, "এই করোনা (দ্বিতীয় ঢেউ) নরেন্দ্র মোদির অবদান ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, "তুমি করোনার ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে ৷ আর আমাদের কিনতে দাওনি ৷ আমাদের বলে দিয়েছিল, কোনও রাজ্য পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া ৷ তাই আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ৷ এই কোভিডটা নরেন্দ্র মোদির অবদান ৷ তাই আজ মানুষ মারা যাচ্ছেন ৷"

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মোদিকেই দায়ি করলেন মমতা

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্যের জন্য কোভিড টিকার এক দামের দাবিতে সরব মমতা

একইসঙ্গে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন মমতা ৷ আজ সকালেই করোনায় প্রাণ হারান সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছেলে ৷

এদিকে আজ সকালে কেন্দ্র ও রাজ্যের জন্য করোনা টিকার দামের হেরফের নিয়েওর সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে মমতা টুইটারে লিখেছেন, "বয়স, ধর্ম, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিনামূল্যে টিকা প্রয়োজন ৷ কেন্দ্র দিক বা রাজ্য - কেন্দ্রীয় সরকারের অবশ্যই কোভিড টিকার দাম এক রাখা উচিত ৷"

তপন, 22 এপ্রিল : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারের উপর দিয়ে যাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে ৷ ভ্যাকসিন অপ্রতুল বলে মাঝেমধ্যেই অভিযোগ তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ ফের একবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মমতা ৷ নরেন্দ্র মোদি নাকি করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন ৷ তপনের জনসভা থেকে আজ এইভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷

রাজ্যে যে হারে করোনা ফের লাগামছাড়া হতে শুরু করেছে, তাতে শেষ দফার ভোটগুলিতে করোনার সংক্রমণ আর টিকাকরণের মতো ইস্যুগুলি বাড়তি গুরুত্ব পাচ্ছে ৷ আজ তপনের সভা থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতাকে দায়ি করলেন তিনি ৷ বললেন, "এই করোনা (দ্বিতীয় ঢেউ) নরেন্দ্র মোদির অবদান ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, "তুমি করোনার ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে ৷ আর আমাদের কিনতে দাওনি ৷ আমাদের বলে দিয়েছিল, কোনও রাজ্য পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া ৷ তাই আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ৷ এই কোভিডটা নরেন্দ্র মোদির অবদান ৷ তাই আজ মানুষ মারা যাচ্ছেন ৷"

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মোদিকেই দায়ি করলেন মমতা

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্যের জন্য কোভিড টিকার এক দামের দাবিতে সরব মমতা

একইসঙ্গে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন মমতা ৷ আজ সকালেই করোনায় প্রাণ হারান সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছেলে ৷

এদিকে আজ সকালে কেন্দ্র ও রাজ্যের জন্য করোনা টিকার দামের হেরফের নিয়েওর সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে মমতা টুইটারে লিখেছেন, "বয়স, ধর্ম, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিনামূল্যে টিকা প্রয়োজন ৷ কেন্দ্র দিক বা রাজ্য - কেন্দ্রীয় সরকারের অবশ্যই কোভিড টিকার দাম এক রাখা উচিত ৷"

Last Updated : Apr 22, 2021, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.