ETV Bharat / state

হরিরামপুরে মুখ্যমন্ত্রী জনসভায় মাস্ক ছাড়াই উপস্থিত সমর্থকেরা

হরিরামপুরে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । করোনা পরিস্থিতি থেকে বাঁচতে নেত্রী মাস্ক পড়ার কথা বললেও দর্শকের আসনে প্রচুর মানুষ মাস্ক ছাড়া উপস্থিত হয়েছেন । করোনা প্রকোপ হরিরামপুর ব্লকে বেড়ে যাচ্ছে প্রতি নিয়ত । কিন্তু হরিরামপুর এলাকায় সাধারন মানুষ প্রতিদিন রাস্তা ঘাটে মাস্ক ছাড়া বেরোচ্ছে ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 21, 2021, 7:47 PM IST

হরিরামপুর, 21 এপ্রিল : হরিরামপুরে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এলাকার একটি স্কুলের মাঠে হরিরামপুর বিধান সভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ তবে এই করোনা পরিস্থিতেও বেশিরভাগ কর্মী সমর্থকদেরই দেখা গেল মাস্ক ছাড়া ৷

ভোটের রাজনীতির উত্তাপ বর্তমানে চরমে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি শুরু করার পূর্বে শঙ্খ ঘোষের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি বলেন আগামীতে তৃণমূল সরকার ক্ষমতায় এলে নাট্য সংস্কৃতির শহর বালুরঘাটে বালুছায়া নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে ।

মাস্ক ছাড়াই উপস্থিত কর্মী সমর্থকেরা
মাস্ক ছাড়াই উপস্থিত কর্মী সমর্থকেরা

বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে আগামী তিন দফার নির্বাচন দুই দফায় করার জন্য তিনি দেশের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু তাঁর অভিযোগ, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনও সাড়া দেননি । তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ কমে গিয়েছিল কিন্তু বিজেপির বিভিন্ন নেতা সহ প্রচুর মানুষের রোজ আসা যাওয়ার কারণে করোনার প্রকোপ বাংলায় বৃদ্ধি পাচ্ছে ।

মুখ্যমন্ত্রীর জনসভায় শিকেয় উঠল করোনাবিধি

এদিনের সভায় মমতা বলেন, এবারের নির্বাচন বাংলা বাঁচাও নির্বাচন । মোদি বহিরাগতদের এনে করোনা ছড়াচ্ছে ৷ এটা মোদি মেড ডিজাস্টার । দেশে ঔষধ নেই বিদেশে পাঠাচ্ছে । পুরো গভর্মেন্ট অফ ইন্ডিয়া বাংলা দখলে নেমে পড়েছে । দিল্লি বাংলা চালাবে না বাংলা কে বাংলাই চালাবে । করোনা থেকে বাংলার মানুষ যেন ভাল থাকে তার জন্য তিনি সবাইকে মাক্স পড়ার কথা বলেন । মাস্ক পড়ার কথা মুখ্য মন্ত্রী বললেও দর্শকের আসনে প্রচুর মানুষ মাস্ক ছাড়া উপস্থিত হয়েছেন । করোনা প্রকোপ হরিরামপুর ব্লকে বেড়ে যাচ্ছে প্রতি নিয়ত । কিন্তু হরিরামপুর এলাকায় সাধারণ মানুষ প্রতিদিন রাস্তা ঘাটে মাস্ক ছাড়া বেরোচ্ছে । স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন সময় মাইকের মাধ্যমে মাস্ক পড়ার কথা বললেও সাধারন মানুষ সেই কথা শুনছে না ,কাজেই করোনার দিন দিন বেড়েই চলেছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি সরকার এনআরসি এনপিআর করবেই, কিন্তু আমি যতদিন আছি সেটা বাংলায় হতে দেব না । কারণ আমি বাংলার পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছি ।" করোনা থেকে বাংলার মানুষ যেন ভাল থাকে তার জন্য তিনি সবাইকে মাক্স পড়ার কথা বলেন ।

আরও পড়ুন : বংশীহারীতে সরকারি বাসের ধাক্কায় মৃত 2

হরিরামপুর, 21 এপ্রিল : হরিরামপুরে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এলাকার একটি স্কুলের মাঠে হরিরামপুর বিধান সভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ তবে এই করোনা পরিস্থিতেও বেশিরভাগ কর্মী সমর্থকদেরই দেখা গেল মাস্ক ছাড়া ৷

ভোটের রাজনীতির উত্তাপ বর্তমানে চরমে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি শুরু করার পূর্বে শঙ্খ ঘোষের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি বলেন আগামীতে তৃণমূল সরকার ক্ষমতায় এলে নাট্য সংস্কৃতির শহর বালুরঘাটে বালুছায়া নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে ।

মাস্ক ছাড়াই উপস্থিত কর্মী সমর্থকেরা
মাস্ক ছাড়াই উপস্থিত কর্মী সমর্থকেরা

বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে আগামী তিন দফার নির্বাচন দুই দফায় করার জন্য তিনি দেশের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু তাঁর অভিযোগ, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনও সাড়া দেননি । তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ কমে গিয়েছিল কিন্তু বিজেপির বিভিন্ন নেতা সহ প্রচুর মানুষের রোজ আসা যাওয়ার কারণে করোনার প্রকোপ বাংলায় বৃদ্ধি পাচ্ছে ।

মুখ্যমন্ত্রীর জনসভায় শিকেয় উঠল করোনাবিধি

এদিনের সভায় মমতা বলেন, এবারের নির্বাচন বাংলা বাঁচাও নির্বাচন । মোদি বহিরাগতদের এনে করোনা ছড়াচ্ছে ৷ এটা মোদি মেড ডিজাস্টার । দেশে ঔষধ নেই বিদেশে পাঠাচ্ছে । পুরো গভর্মেন্ট অফ ইন্ডিয়া বাংলা দখলে নেমে পড়েছে । দিল্লি বাংলা চালাবে না বাংলা কে বাংলাই চালাবে । করোনা থেকে বাংলার মানুষ যেন ভাল থাকে তার জন্য তিনি সবাইকে মাক্স পড়ার কথা বলেন । মাস্ক পড়ার কথা মুখ্য মন্ত্রী বললেও দর্শকের আসনে প্রচুর মানুষ মাস্ক ছাড়া উপস্থিত হয়েছেন । করোনা প্রকোপ হরিরামপুর ব্লকে বেড়ে যাচ্ছে প্রতি নিয়ত । কিন্তু হরিরামপুর এলাকায় সাধারণ মানুষ প্রতিদিন রাস্তা ঘাটে মাস্ক ছাড়া বেরোচ্ছে । স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন সময় মাইকের মাধ্যমে মাস্ক পড়ার কথা বললেও সাধারন মানুষ সেই কথা শুনছে না ,কাজেই করোনার দিন দিন বেড়েই চলেছে ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি সরকার এনআরসি এনপিআর করবেই, কিন্তু আমি যতদিন আছি সেটা বাংলায় হতে দেব না । কারণ আমি বাংলার পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছি ।" করোনা থেকে বাংলার মানুষ যেন ভাল থাকে তার জন্য তিনি সবাইকে মাক্স পড়ার কথা বলেন ।

আরও পড়ুন : বংশীহারীতে সরকারি বাসের ধাক্কায় মৃত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.