তপন, 22 এপ্রিল : রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ দশ হাজারের উপর দিয়ে যাচ্ছে ৷ ফের দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এরই মধ্যে তপনের জনসভা থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ ভোটপ্রক্রিয়া মিটে যাওয়ার পর 5 মে থেকে রাজ্যে 18 বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা ৷
2 মে রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে ৷ তারপর থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্য করোনার টিকা দেওয়া হবে ৷ মমতা বলেন, "নির্বাচনের ফল ঘোষণার পর 5 মে থেকে সার্বিক টিকাকরণ শুরু করব আমরা । 18 বছরের উপরে যে চাইবে, সেই পাবে । সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা প্রতিষেধক কিনে দেব ।"
গতকালই সিরাম ইনস্টিটিউট কেন্দ্র ও রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের দর প্রকাশ করেছিল ৷ সেখানে বলা হয়েছে, কেন্দ্রকে 150 টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করা হবে ৷ কিন্তু রাজ্যগুলিকে দেওয়া হবে 400 টাকায় ৷
আরও পড়ুন : করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার
আজ সকালে কেন্দ্র ও রাজ্যের জন্য করোনা টিকার দামের হেরফের নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার দাবি জানিয়ে মমতা টুইটারে লিখেছেন, "বয়স, ধর্ম, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিনামূল্যে টিকা প্রয়োজন ৷ কেন্দ্র দিক বা রাজ্য - কেন্দ্রীয় সরকারের অবশ্যই কোভিড টিকার দাম এক রাখা উচিত ৷"
একইসঙ্গে রাজ্যে ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়েও আজ তপনের সভা থেকে ফের একবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নরেন্দ্র মোদি নাকি করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন ৷ তপনের জনসভা থেকে আজ এইভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷