বালুরঘাট, 5 এপ্রিল : মনোনয়ন জমা দেওয়ার মিছিলে আসার পথে পিকআপ ভ্যান উল্টে গুরুতর জখম হলেন 20 জন। জখমরা সকলেই তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায়। আহতদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।
সোমবার তারাবোল্লা থেকে মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যোগ দিতে পিকআপ ভ্যানে চেপে বালুরঘাট আসছিলেন তৃণমূলের কর্মীরা । আসার পথে একটি বাইককে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। সেই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ২৫ জনের মধ্যে গুরুতর জখম হন ২০ জন। জখমদের চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসা হয়।
তৃণমূল কর্মী পাপাই কর্মকার জানান, "বোল্লা থেকে তারা বালুরঘাটে আসছিলেন তৃণমূলের মনোনয়ন জমার মিছিলে যোগ দিতে। পাগলিগঞ্জ পোল্লাপাড়া এলাকায় হঠাৎ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহত হন গাড়ির মধ্যে থাকা প্রায় সকলেই। বর্তমানে তাঁদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।"
তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস বলেন, "পোল্লাপাড়া আমাদের কর্মীরা আসার সময় একটি দুর্ঘটনা ঘটে। এদিন প্রশাসনকে জানিয়ে নমিনেশন দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা পুলিশের কর্তব্য ট্রাফিক কন্ট্রোল করা। গাড়ি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ। সেই কারণে দুর্ঘটনা ঘটেছে"