ETV Bharat / state

ডেঙ্গি আতঙ্ক বংশীহারী ব্লকে

পুজোর পরে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কয়েকটি গ্রামে । বংশীহারী ব্লকের ঘাসিপুর গ্রামের 5 জন জ্বরে আক্রান্ত । তার মধ্যে 3 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে ৷ দাবি আক্রান্তদের পরিবারের ।

hospital
author img

By

Published : Oct 11, 2019, 9:48 AM IST

বংশীহারী, 11 অক্টোবর : মহাবারি গ্রাম পঞ্চায়েতের গাসিপুর এলাকায় ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্ক ৷ স্থানীয় রসিদপুর হাসপাতালে জ্বর নিয়ে ভরতি প্রায় 15-20 জন ৷ আরও বাড়তে পারে এই সংখ্যা ৷ কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয় ৷ তারপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

পুজোর পরে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কয়েকটি গ্রামে । বংশীহারী ব্লকের ঘাসিপুর গ্রামের 5 জন জ্বরে আক্রান্ত । তার মধ্যে 3 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে বলে দাবি আক্রান্তদের পরিবারের । তাঁরা এখন গঙ্গারামপুর ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি ।

দেখুন ভিডিয়োয়...

স্থানীয় বাসিন্দা নিমাই সিং বলেন, "তাঁর পরিবারের 3 জন জ্বরে আক্রান্ত হয়েছিলেন । তাঁরও জ্বর । এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি । ব্লক প্রশাসন থেকেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি । আমরা আতঙ্কে রয়েছি । " হাসপাতালে ভরতি অনিতা সরকার নামে এক যুবতিও ৷

এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুকুমার দে বলেন , BDO -কে জানানো হয়েছে । ওই এলাকায় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । গাজলে ঘাসিপুর এলাকার একজন ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয় ৷ তারপর ওই এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হন আরও কয়েকজন । আমরা শনাক্ত করেছি । রক্ত পরীক্ষা করতে পাঠিয়েছি । আমাদের জেলায় মোট 600 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন । আমাদের স্বাস্থ্য দপ্তরের একটি দল শুক্রবার ও শনিবার এলাকা পরিষ্কার-পরিছন্ন করে ওষুধ দিয়ে আসবে । এলাকাবাসীরা অযথা আতঙ্কিত হবেন না । জ্বর হলে হাসপাতালে আসুন ।"

বংশীহারী, 11 অক্টোবর : মহাবারি গ্রাম পঞ্চায়েতের গাসিপুর এলাকায় ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্ক ৷ স্থানীয় রসিদপুর হাসপাতালে জ্বর নিয়ে ভরতি প্রায় 15-20 জন ৷ আরও বাড়তে পারে এই সংখ্যা ৷ কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয় ৷ তারপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

পুজোর পরে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কয়েকটি গ্রামে । বংশীহারী ব্লকের ঘাসিপুর গ্রামের 5 জন জ্বরে আক্রান্ত । তার মধ্যে 3 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে বলে দাবি আক্রান্তদের পরিবারের । তাঁরা এখন গঙ্গারামপুর ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি ।

দেখুন ভিডিয়োয়...

স্থানীয় বাসিন্দা নিমাই সিং বলেন, "তাঁর পরিবারের 3 জন জ্বরে আক্রান্ত হয়েছিলেন । তাঁরও জ্বর । এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি । ব্লক প্রশাসন থেকেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি । আমরা আতঙ্কে রয়েছি । " হাসপাতালে ভরতি অনিতা সরকার নামে এক যুবতিও ৷

এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুকুমার দে বলেন , BDO -কে জানানো হয়েছে । ওই এলাকায় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । গাজলে ঘাসিপুর এলাকার একজন ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয় ৷ তারপর ওই এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হন আরও কয়েকজন । আমরা শনাক্ত করেছি । রক্ত পরীক্ষা করতে পাঠিয়েছি । আমাদের জেলায় মোট 600 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন । আমাদের স্বাস্থ্য দপ্তরের একটি দল শুক্রবার ও শনিবার এলাকা পরিষ্কার-পরিছন্ন করে ওষুধ দিয়ে আসবে । এলাকাবাসীরা অযথা আতঙ্কিত হবেন না । জ্বর হলে হাসপাতালে আসুন ।"

Intro:বংশী হারি ব্লকের কয়েকটি গ্রামে জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক ।।

বংশীহারি ; ১০ অক্টোবর ;-মহাবারি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় রসিদপুর হাসপাতালে ভর্তি প্রায় ১৫-২০ জন ,আরও বারতে পারে বলে অনুমান । সেই সঙ্গে ডেঙ্গুর আতঙ্কও ছড়িয়েছে ।গত কয়েদিন আগে ঐ এলাকার কিছু লোকজন ডেঙ্গু নিয়ে ভর্তি হয় ,এখনো পর্যন্ত ডেঙ্গুর আতঙ্ক গ্রামে রয়ে গেছে ।
পুজোর পড়ে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কয়েকটি গ্রামে । ব্লকের ঘাসিপুর ,খুশিপুর গ্রাম সহ মোট ১০-১৫ জন জ্বরে আক্রান্ত । তাঁদের মধ্যে অনেকে রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে ৷ জ্বরের প্রকোপ বাড়ায় ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
কিছুদিন আগে বংশী হারি ব্লকের ঘাসিপুর গ্রামের প্রায় ৫ জন জ্বরে আক্রান্ত হয় । তাঁদের মধ্যে প্রায় ৩ জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গিয়েছে, এই দাবি আক্রান্তদের পরিবারের । আক্রান্তদের মধ্যে এখন গঙ্গারামপুর ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি । অনিতা সরকার নামে এক যুবটি রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় বাসিন্দা নিমাই সিং জানান, তাঁর পরিবারের ৩জন জ্বরে আক্রান্ত হয়েছিল । তিনি নিজেও জ্বরে ভুগছেন । তাঁর দাবি, এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি । ব্লক প্রশাসন থেকেও এখনো পর্যন্ত কোন ব্যাবস্থা নেয় নি ।এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ।
Body:বংশী হারি ব্লকের কয়েকটি গ্রামে জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক ।।Conclusion:বংশী হারি ব্লকের কয়েকটি গ্রামে জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গির আতঙ্ক ।।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.