ETV Bharat / state

দু'দিনে বালুরঘাটে BJP-তে যোগ 55 পরিবারের - tmc

বালুরঘাটে আজ ও কাল মিলিয়ে প্রায় 55টি পরিবার BJP-তে যোগদান করল।

BJP-তে যোগদানকারী কর্মী
author img

By

Published : Apr 14, 2019, 9:28 PM IST

Updated : Apr 14, 2019, 10:01 PM IST

বালুরঘাট, 14 এপ্রিল : ভোটের মুখে তৃণমূলে ভাঙন বালুরঘাটে। দু'দিনে প্রায় 55টি পরিবার যোগ দেয় BJP-তে। আজ BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।

বালুরঘাট শহরের 17 নম্বর ওয়ার্ডের কুণ্ডু কলোনি এলাকার 25টি পরিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করে। পাশাপাশি গতরাতেও বালুরঘাট চকভৃগু এলাকায় তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগদান করে 30টি পরিবার। দু'দিন মিলিয়ে প্রায় শতাধিক কর্মী তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস থেকে BJP-তে যোগদান করে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সদ্য BJP-তে যোগদানকারী মিতু কুণ্ডু বলেন, "ভোটে যখন থেকে নাম উঠেছে তখন থেকে দেখছি কেন্দ্রে একদল ও রাজ্যে একদল। তাই অন্য রাজ্যে যে ভাবে উন্নতি হয়েছে তার থেকে আমাদের রাজ্য পিছিয়ে আছে। সম উন্নয়নের লক্ষ্যে আজ কংগ্রেস থেকে BJP-তে যোগদান করলাম।"

অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP সভাপতি শুভেন্দু সরকার বলেন, "আজ কুণ্ডু কলোনিতে একটি পথসভা ছিল। সেখান থেকেই শহরের বিভিন্ন সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিরা BJP-তে যোগ দিয়েছেন।"

বালুরঘাট, 14 এপ্রিল : ভোটের মুখে তৃণমূলে ভাঙন বালুরঘাটে। দু'দিনে প্রায় 55টি পরিবার যোগ দেয় BJP-তে। আজ BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।

বালুরঘাট শহরের 17 নম্বর ওয়ার্ডের কুণ্ডু কলোনি এলাকার 25টি পরিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করে। পাশাপাশি গতরাতেও বালুরঘাট চকভৃগু এলাকায় তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগদান করে 30টি পরিবার। দু'দিন মিলিয়ে প্রায় শতাধিক কর্মী তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস থেকে BJP-তে যোগদান করে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সদ্য BJP-তে যোগদানকারী মিতু কুণ্ডু বলেন, "ভোটে যখন থেকে নাম উঠেছে তখন থেকে দেখছি কেন্দ্রে একদল ও রাজ্যে একদল। তাই অন্য রাজ্যে যে ভাবে উন্নতি হয়েছে তার থেকে আমাদের রাজ্য পিছিয়ে আছে। সম উন্নয়নের লক্ষ্যে আজ কংগ্রেস থেকে BJP-তে যোগদান করলাম।"

অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP সভাপতি শুভেন্দু সরকার বলেন, "আজ কুণ্ডু কলোনিতে একটি পথসভা ছিল। সেখান থেকেই শহরের বিভিন্ন সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিরা BJP-তে যোগ দিয়েছেন।"

Intro:মাদল বাজিয়ে আদিবাসীদের সঙ্গে নেচে নেচে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।।

গঙ্গারামপুর, ৯ এপ্রিল: ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তোড়জোড় বাড়ছে রাজনৈতিক দল গুলির। প্রচারের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। অভিনবত্বেও একে অপরকে টেক্কা দিচ্ছে সবাই। মঙ্গলবার গঙ্গারামপুর থানার বাসুরিয়া এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মাদল বাজিয়ে নেচে নেচে অভিনব প্রচারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রার্থী নিজে মাদল বাজিয়ে নাচতে নাচতে গ্রামে গ্রামে প্রচার করছেন তা দেখতে উৎসুক জনতা ভিড় বাড়ায়।  

জানা গেছে, গতকাল ও আজ দিনভর গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন এলাকায় প্রচারে ব্যস্ত ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সকালে বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচারে বের হন সুকান্তবাবু। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তিনি ভোট প্রার্থনা করেন। এদিন প্রথমে গঙ্গারামপুর কালিতলা বাজারে প্রচার সারেন তিনি। এরপর সুকদেবপুর, কাটাবাড়ি যান। গঙ্গারামপুরের বাসুরিয়া গ্রামে যেতেই দেখেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মাদল বাজিয়ে নাচ গান করছিলেন। স্থানীয়দের অনুরোধে মাদল বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নেচে নেচে প্রচার সারেন। প্রার্থীর সঙ্গে অন্যান্য দলীয় কর্মীরাও সঙ্গ দেন। মাদলের তালে আদিবাসী মা বোনেরাও তাল মেলান সুকান্তবাবুর সঙ্গে। আর তার এই অভিনভ প্রচার দেখতে ভিড় করেন গ্রামের বহু মানুষ। ব্যাপক উৎসাহ দেখা যায় তাকে ঘিরে। এদিন প্রচারে সুকান্তবাবুর সঙ্গে ছিলেন যুব মোর্চা জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপি নেতা ও যুব মোর্চার সদস্যরা।

এদিন প্রচারের ফাঁকে সুকান্ত মজুমদার জানান, প্রচারে বেরিয়ে দেখছি আদিবাসী মা বোন ও ভাইয়েরা মাদল বাজিয়ে নাচ গান করছিলেন। সেই অনুষ্ঠানে তিনিও যোগ দেন। তারা চাইছিলেন তিনি যেন মাদল বাজান ও নাচেন। এটা যদি না করতেন তাদের অখুশি করা হত। আর প্রত্যেক মানুষের ইচ্ছে করে নাচ গান করতে। পাশাপাশি তিনি আরও বলেন যখন ক্লাসে থাকেন তখন ৪০ জনের সঙ্গে জনসংযোগ করতে হত। এখন সেই সংখ্যাটা কয়েক লাখ। তবে তারা আমার ছাত্র ছাত্রী নয়। তারা সকলেই ভোটার। আর আমি তাদের চৌকিদার। অধ্যাপক জীবন ও একজন প্রার্থীর জীবনে একই প্রায়। জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী।


Body:Gangarampur


Conclusion:Gangrampur
Last Updated : Apr 14, 2019, 10:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.