বালুরঘাট, 14 এপ্রিল : ভোটের মুখে তৃণমূলে ভাঙন বালুরঘাটে। দু'দিনে প্রায় 55টি পরিবার যোগ দেয় BJP-তে। আজ BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।
বালুরঘাট শহরের 17 নম্বর ওয়ার্ডের কুণ্ডু কলোনি এলাকার 25টি পরিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করে। পাশাপাশি গতরাতেও বালুরঘাট চকভৃগু এলাকায় তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগদান করে 30টি পরিবার। দু'দিন মিলিয়ে প্রায় শতাধিক কর্মী তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেস থেকে BJP-তে যোগদান করে।
সদ্য BJP-তে যোগদানকারী মিতু কুণ্ডু বলেন, "ভোটে যখন থেকে নাম উঠেছে তখন থেকে দেখছি কেন্দ্রে একদল ও রাজ্যে একদল। তাই অন্য রাজ্যে যে ভাবে উন্নতি হয়েছে তার থেকে আমাদের রাজ্য পিছিয়ে আছে। সম উন্নয়নের লক্ষ্যে আজ কংগ্রেস থেকে BJP-তে যোগদান করলাম।"
অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা BJP সভাপতি শুভেন্দু সরকার বলেন, "আজ কুণ্ডু কলোনিতে একটি পথসভা ছিল। সেখান থেকেই শহরের বিভিন্ন সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিরা BJP-তে যোগ দিয়েছেন।"