ETV Bharat / state

Panchayat Elections 2023: দণ্ডিকাণ্ডের নির্যাতিতা এবার তৃণমূল প্রার্থী, ভোটে প্রভাব পড়বে ? - tmc candidate

বালুরঘাটের দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলা এ বার তৃণমূল প্রার্থী ৷ তবে তিনি মনে করছেন ওই ঘটনা ভোটের ফলে প্রভাব ফেলবে না ৷

ETV Bharat
তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি
author img

By

Published : Jul 8, 2023, 5:11 PM IST

দণ্ডিকাণ্ডের প্রভাব পড়বে না ভোটে, দাবি তৃণমূল ও বিজেপি প্রার্থীর

তপন, 8 জুলাই: দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলাকে এ বার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এই দণ্ডিকাণ্ডের কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন ওই আদিবাসী তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি ৷ এই একই সুর শোনা গিয়েছে বিজেপি প্রার্থীর মুখেও ৷

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চকবলরাম 71 নং বুথে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শিউলি মার্ডি । দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলাকে প্রার্থী করে এ বারের পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস । নবজোয়ার সফরে এই জেলায় এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাও করেছিলেন এই মহিলার সঙ্গে ৷ এরপর নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তাঁর সঙ্গে দেখা করেন ও প্রচারসভা করেন শিউলি মার্ডির হয়ে ।

তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি জানান, দণ্ডিকাণ্ডের কোনও প্রভাব নির্বাচনে হয়তো পড়বে না । উল্লেখ্য, তপন ব্লকে চকবলরাম এলাকার 71 নং বুথে এ বার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি মার্ডি, বিজেপি প্রার্থী মৌসুমি মার্ডি, কংগ্রেস প্রার্থী বিলকিস বিবি ও বামফ্রন্ট প্রার্থী সালোনি ওঁড়াও । এই নির্বাচন কেন্দ্রে মোট 1375 জন ভোটার রয়েছেন ।

2018 পঞ্চায়েত নির্বাচনে, এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল । কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই এলাকায় কোনও উন্নয়ন করেনি । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক মূলত খরাপ্রবণ এলাকা । জলের কষ্ট রয়েছে সর্বত্র । পানীয় জলের কষ্টে দিন যাপন করেন এই ব্লকের বাসিন্দারা ৷ এলাকায় পানীয় জল থেকে রাস্তা সর্বত্র রয়েছে সমস্যা ।

আরও পড়ুন: কাটোয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় সিপিএম

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী মৌসুমি মার্ডি জানান, তপন ব্লকের চকবলরাম এলাকা খরাপ্রবণ এলাকায় । জলের কষ্ট রয়েছে এলাকায় । পানীয় জলের কোনও ব্যবস্থা করেনি তৃণমূল কংগ্রেসের বোর্ড । পাশাপাশি রাস্তা মেরামত হয়নি বিগতদিনে ৷ তাই এ বার এখানে মানুষ বিজেপিকে চাইছে । দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় আদিবাসী অধ্যুষিত এই এলাকার নির্বাচনের ফলে কোনও প্রভাব পড়বে না বলে জানান বিজেপি প্রার্থী ।

দণ্ডিকাণ্ডের প্রভাব পড়বে না ভোটে, দাবি তৃণমূল ও বিজেপি প্রার্থীর

তপন, 8 জুলাই: দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলাকে এ বার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিতে চেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এই দণ্ডিকাণ্ডের কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন ওই আদিবাসী তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি ৷ এই একই সুর শোনা গিয়েছে বিজেপি প্রার্থীর মুখেও ৷

দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চকবলরাম 71 নং বুথে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শিউলি মার্ডি । দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলাকে প্রার্থী করে এ বারের পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে পৌঁছে যেতে চেয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস । নবজোয়ার সফরে এই জেলায় এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাও করেছিলেন এই মহিলার সঙ্গে ৷ এরপর নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুর জেলায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তাঁর সঙ্গে দেখা করেন ও প্রচারসভা করেন শিউলি মার্ডির হয়ে ।

তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করা হলে তিনি জানান, দণ্ডিকাণ্ডের কোনও প্রভাব নির্বাচনে হয়তো পড়বে না । উল্লেখ্য, তপন ব্লকে চকবলরাম এলাকার 71 নং বুথে এ বার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি মার্ডি, বিজেপি প্রার্থী মৌসুমি মার্ডি, কংগ্রেস প্রার্থী বিলকিস বিবি ও বামফ্রন্ট প্রার্থী সালোনি ওঁড়াও । এই নির্বাচন কেন্দ্রে মোট 1375 জন ভোটার রয়েছেন ।

2018 পঞ্চায়েত নির্বাচনে, এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল । কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এই এলাকায় কোনও উন্নয়ন করেনি । দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক মূলত খরাপ্রবণ এলাকা । জলের কষ্ট রয়েছে সর্বত্র । পানীয় জলের কষ্টে দিন যাপন করেন এই ব্লকের বাসিন্দারা ৷ এলাকায় পানীয় জল থেকে রাস্তা সর্বত্র রয়েছে সমস্যা ।

আরও পড়ুন: কাটোয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় সিপিএম

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী মৌসুমি মার্ডি জানান, তপন ব্লকের চকবলরাম এলাকা খরাপ্রবণ এলাকায় । জলের কষ্ট রয়েছে এলাকায় । পানীয় জলের কোনও ব্যবস্থা করেনি তৃণমূল কংগ্রেসের বোর্ড । পাশাপাশি রাস্তা মেরামত হয়নি বিগতদিনে ৷ তাই এ বার এখানে মানুষ বিজেপিকে চাইছে । দণ্ডিকাণ্ডের নির্যাতিতা আদিবাসী মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় আদিবাসী অধ্যুষিত এই এলাকার নির্বাচনের ফলে কোনও প্রভাব পড়বে না বলে জানান বিজেপি প্রার্থী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.