ETV Bharat / state

Ashok K. Lahiri : বসন্তের ঝরা মুকুল নই, ঘাসফুলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক

তিনি বসন্তের ঝরা মুকুল নন ৷ তাই তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্ন নেই ৷ পিএসি-র চেয়ারম্যান না হলেও রাজ্যের মানুষের জন্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান ৷ বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী ৷

অশোক লাহিড়ী
অশোক লাহিড়ী
author img

By

Published : Sep 29, 2021, 7:29 AM IST

Updated : Sep 29, 2021, 11:07 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা তাঁকে কেউ বলেনি ৷ তিনিও ঘাসফুলে যোগ দেওয়ার আবেদন করেননি ৷ তবে মুখ্যমন্ত্রী চাইলে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তাঁকে পরামর্শ দিতে পারেন ৷ আর এক্ষেত্রে তিনি গোপনীয়তা বজায় রাখবেন ৷ তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী ৷

মঙ্গলবার বিজেপির সদর কার্যালয় হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমি জল্পনার প্রকোপের স্বীকার হয়েছি ৷ যাঁরা আমাকে চেনেন ও জানেন তাঁরা "কবে তৃণমূলে যোগ দিচ্ছি", এই প্রশ্ন করেন না ৷" এরপর কিছুটা ব্যাঙ্গের সুরে বলেন, "এবার বালুরঘাটে আমের মরসুম ভালো ছিল ৷ বসন্তে কিছু আমের মুকুল এলেও তা ঝরে যায় ৷ আমি ঝরা মুকুল নই ৷ আমি বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি ৷" বিজেপি সরকার গড়েনি, তাই তাঁর স্থান বিরোধী পক্ষের ৷ তিনি বলেন, "আমি গঠনাত্মক বিরোধিতা অর্থাৎ কনস্ট্রাকটিভ অপোজিশন করতে চাই ৷"

সাম্প্রতিক দলবদলের রাজনীতি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠলেও তিনি সে প্রশ্নে যেতে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ৷ বদলে তিনি 1960-এর দ্বিতীয়ার্ধকে দেশে দলবদলের রাজনীতির চূড়ান্ত অধ্যায় হিসেবে উল্লেখ করে সেই সময়ের পরিসংখ্যান দিয়ে বললেন, "1967-71-এর মধ্যে 142 জন সাংসদ এবং 1 হাজার 969 জন বিধায়ক দল বদল করেন ৷ 4 বছরের মধ্যে 32টি সরকারের পতন হয় ৷ 212 জন দলবদলু মন্ত্রিত্বে পুরস্কৃত হন ৷"

পিএসি-র চেয়ারম্যান না হতে পারলেও মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যের উন্নয়নে পরামর্শ দিতে রাজি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী

আরও পড়ুন : Luizinho Faleiro : আগামিকাল তৃণমূলে যোগদান, কলকাতায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

পিএসি-র চেয়ারম্যান পদে নিয়োগের জন্য বিজেপি তাঁর নাম পাঠিয়েছিল ৷ কিন্তু শেষে স্পিকার বিমান মুখোপাধ্যায় তৃণমূলের তালিকা থেকে মুকুল রায়কে নিয়োগ করেছেন ৷ এ নিয়ে জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ গতকাল কলকাতা হাইকোর্ট বিষয়টির ফয়সালা করতে স্পিকারকে 7 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ৷ এ নিয়ে অশোক লাহিড়ী জানালেন, তিনি স্পিকার ও আদালত কারও সম্পর্কেও কোনও বাজে কথা বলতে চান না ৷ পিএসি চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়টি বিচারাধীন, তাই আদালতের রায়ে ভরসা রাখছেন তিনি ৷ আর পাশাপাশি জনতার উপরও এর বিচারের ভার দিয়েছেন অশোক লাহিড়ি ৷ তিনি বলেন, "পিএসি হচ্ছে সরকারের সিএমও অর্থাৎ চিফ মেডিক্যাল অফিসার ৷"

পিএসি-র চেয়ারম্যান না হলেও রাজ্যের মানুষের জন্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি ৷ তবে এরকম কিছু হলে বিষয় গোপন রাখবেন বলে জানান বালুরঘাটের বিধায়ক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "দুটি দেশের মধ্যেও যখন বৈদেশিক নীতি নিয়ে আলোচনা হয়, সবকিছু বাইরে বলা যায় না ৷ বিজেপি বিধায়ক হলেও কেউ কোনও কথা বলে গোপন রাখার কথা বললে, তা গোপন রাখতে হবে ৷" সরকার কোনও গোপন তথ্য দিলে, সেটা জনসমক্ষে কেন আনব ? সাংবাদিককে উল্টে প্রশ্ন করেন তিনি ৷ এটা পেশাদারিত্বের দিক থেকে ঠিক নয় বলে জানালেন অশোক লাহিড়ি ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা তাঁকে কেউ বলেনি ৷ তিনিও ঘাসফুলে যোগ দেওয়ার আবেদন করেননি ৷ তবে মুখ্যমন্ত্রী চাইলে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তাঁকে পরামর্শ দিতে পারেন ৷ আর এক্ষেত্রে তিনি গোপনীয়তা বজায় রাখবেন ৷ তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী ৷

মঙ্গলবার বিজেপির সদর কার্যালয় হেস্টিংস অফিসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমি জল্পনার প্রকোপের স্বীকার হয়েছি ৷ যাঁরা আমাকে চেনেন ও জানেন তাঁরা "কবে তৃণমূলে যোগ দিচ্ছি", এই প্রশ্ন করেন না ৷" এরপর কিছুটা ব্যাঙ্গের সুরে বলেন, "এবার বালুরঘাটে আমের মরসুম ভালো ছিল ৷ বসন্তে কিছু আমের মুকুল এলেও তা ঝরে যায় ৷ আমি ঝরা মুকুল নই ৷ আমি বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি ৷" বিজেপি সরকার গড়েনি, তাই তাঁর স্থান বিরোধী পক্ষের ৷ তিনি বলেন, "আমি গঠনাত্মক বিরোধিতা অর্থাৎ কনস্ট্রাকটিভ অপোজিশন করতে চাই ৷"

সাম্প্রতিক দলবদলের রাজনীতি নিয়ে নৈতিকতার প্রশ্ন উঠলেও তিনি সে প্রশ্নে যেতে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ৷ বদলে তিনি 1960-এর দ্বিতীয়ার্ধকে দেশে দলবদলের রাজনীতির চূড়ান্ত অধ্যায় হিসেবে উল্লেখ করে সেই সময়ের পরিসংখ্যান দিয়ে বললেন, "1967-71-এর মধ্যে 142 জন সাংসদ এবং 1 হাজার 969 জন বিধায়ক দল বদল করেন ৷ 4 বছরের মধ্যে 32টি সরকারের পতন হয় ৷ 212 জন দলবদলু মন্ত্রিত্বে পুরস্কৃত হন ৷"

পিএসি-র চেয়ারম্যান না হতে পারলেও মুখ্যমন্ত্রী চাইলে রাজ্যের উন্নয়নে পরামর্শ দিতে রাজি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী

আরও পড়ুন : Luizinho Faleiro : আগামিকাল তৃণমূলে যোগদান, কলকাতায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

পিএসি-র চেয়ারম্যান পদে নিয়োগের জন্য বিজেপি তাঁর নাম পাঠিয়েছিল ৷ কিন্তু শেষে স্পিকার বিমান মুখোপাধ্যায় তৃণমূলের তালিকা থেকে মুকুল রায়কে নিয়োগ করেছেন ৷ এ নিয়ে জটিলতা আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ গতকাল কলকাতা হাইকোর্ট বিষয়টির ফয়সালা করতে স্পিকারকে 7 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ৷ এ নিয়ে অশোক লাহিড়ী জানালেন, তিনি স্পিকার ও আদালত কারও সম্পর্কেও কোনও বাজে কথা বলতে চান না ৷ পিএসি চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়টি বিচারাধীন, তাই আদালতের রায়ে ভরসা রাখছেন তিনি ৷ আর পাশাপাশি জনতার উপরও এর বিচারের ভার দিয়েছেন অশোক লাহিড়ি ৷ তিনি বলেন, "পিএসি হচ্ছে সরকারের সিএমও অর্থাৎ চিফ মেডিক্যাল অফিসার ৷"

পিএসি-র চেয়ারম্যান না হলেও রাজ্যের মানুষের জন্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তিনি ৷ তবে এরকম কিছু হলে বিষয় গোপন রাখবেন বলে জানান বালুরঘাটের বিধায়ক ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "দুটি দেশের মধ্যেও যখন বৈদেশিক নীতি নিয়ে আলোচনা হয়, সবকিছু বাইরে বলা যায় না ৷ বিজেপি বিধায়ক হলেও কেউ কোনও কথা বলে গোপন রাখার কথা বললে, তা গোপন রাখতে হবে ৷" সরকার কোনও গোপন তথ্য দিলে, সেটা জনসমক্ষে কেন আনব ? সাংবাদিককে উল্টে প্রশ্ন করেন তিনি ৷ এটা পেশাদারিত্বের দিক থেকে ঠিক নয় বলে জানালেন অশোক লাহিড়ি ৷

Last Updated : Sep 29, 2021, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.