বালুরঘাট, 31 মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বালুরঘাটের প্রয়াস আত্রেয়ীকে (চক্ষু পরীক্ষা কেন্দ্র) কোরোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । এখানে মোট 25 টি বেডের ব্যবস্থা করা হয়েছে । প্রয়োজনে আরও 10টি বেড বাড়ানো হতে পারে ।
আজ বিকেলে বালুরঘাট রঘুনাথপুর এলাকায় অবস্থিত প্রয়াস আত্রেয়ী সহ হোম আইসোলেশনের জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও বালুরঘাট স্টেডিয়াম ঘুরে দেখেন জেলা প্রশাসনিক আধিকারিকরা । আজকের পরিদর্শনে হাজির ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DIG প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-সহ অন্যান্য আধিকারিকরা ।
কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর জেলার পদক্ষেপ ভাল নয় । গতকালই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের কাজে সন্তুষ্ট নয় বলে জেলা শাসককে সাফ জানিয়েছিলেন । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজ মালদা রেঞ্জের DIG প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নড়েচড়ে বসে জেলা প্রশাসন । গতকাল মুখ্যমন্ত্রীর সরাসরি বলেছিলেন বালুরঘাট হাসপাতালে ভিতরে আইসোলেসন ওয়ার্ড করা যাবে না । ফলে আজ বালুরঘাট হাসপাতাল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেসরকারি উদ্যোগে তৈরি একটি চক্ষু পরীক্ষা কেন্দ্রকে শুধুমাত্র কোরোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্র হিসেবে ব্যবস্থা করা হবে ।
এই হাসপাতালে মোট 25টি বেড তৈরি হয়ে আছে । প্রয়োজনে আরও 10টি বেড বাড়ানো যেতে পারে । ডক্টরস রেস্ট রুম, টয়লেট-সহ সমস্ত ব্যবস্থা আছে ।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে জানান, "দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 10টি কোয়ারান্টাইন আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে । প্রত্যেক ব্লকে দুটি করে ও তিনটি পৌরসভায় একটি করে এই কোয়ারান্টাইন আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে । এছাড়াও প্রয়াস আত্রেয়ীতে 25 বেডের কোরোনা হাসপাতাল করা হয়েছে। বালুরঘাট স্টেডিয়াম ও নাট্য উৎকর্ষ কেন্দ্রে পরিদর্শন করেন তারা। প্রত্যেকটিতে 100 টি করে বেডের ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে এই সেন্টার গুলিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীরা থাকবেন। "