ETV Bharat / state

একাধিকবার ঘোষণা ও পরিকাঠামো উন্নয়নের পরও অচলাবস্থা বালুরঘাট বিমানবন্দরে, আশায় জেলাবাসী - বালুরঘাট

বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে থেকে চারপাশ আগাছায় ভরে গেছে । বিমানবন্দর চালু হলে প্রত্যন্ত এই জেলার সঙ্গে অন্য রাজ্য ও দেশের যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে । তবে ঠিক কবে চালু হবে বালুরঘাট বিমানবন্দর তা নিয়ে রয়েছে সংশয় ।

Balurghat airport is still unusable despite all the infrastructure in south dinajpur
অচল বালুরঘাট বিমানবন্দর
author img

By

Published : Aug 17, 2020, 10:14 PM IST

বালুরঘাট, 17 অগাস্ট : রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট বিমানবন্দর ৷ সেটিকে নতুন করে চালুর উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার । ইতিমধ্যেই কয়েক কোটি টাকা ব্যয় করে বালুরঘাটে বিমানবন্দরের নতুন রানওয়ে, সীমানার প্রাচীরসহ অন্যান্য পরিকাঠামো তৈরি করছে জেলা প্রশাসন । তবে ঠিক কবে চালু হবে বালুরঘাট বিমানবন্দর তা নিয়ে রয়েছে সংশয় । এদিকে বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে চারপাশ আগাছায় ভরে গেছে । বিমানবন্দর চালু হলে প্রত্যন্ত এই জেলার সঙ্গে অন্য রাজ্য ও দেশের যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে ।

বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় রয়েছে বালুরঘাট বিমানবন্দর । প্রায় 50 একর জমির উপর রয়েছে বিমানবন্দরটি । বিমানবন্দরটি তৈরির পিছনে কাহিনি আছে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে ব্রিটিশরা বালুরঘাটে একটি অস্থায়ী বিমানবন্দর তৈরি করেছিল । যদিও পরবর্তীকালে পঞ্চাশের দশকে সেখান থেকে সুরেখা এয়ার সার্ভিস তাদের বিমান পরিষেবা স্থায়ীভাবে চালু করে । কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেটিও বন্ধ হয়ে যায় । অবশেষে 1984 সালে এয়ার সার্ভিস ডোনিয়ার গোত্রের বিমান বালুরঘাট বিমানবন্দর থেকে চলাচল শুরু হয় । পরে অবশ্য তা বেশ কয়েকটি কারণে বন্ধ হয়ে যায় । ম্যানুয়াল নেভিগেশন সিস্টেমের জন্য নির্দিষ্ট জায়গার বদলে অন্য অঞ্চলে ভুল করে নেমে পড়ে বিমানটি । ফলে, ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমতে থাকে বালুরঘাট বিমানবন্দরের । ধীরে ধীরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় । এদিকে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বালুরঘাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল । বাম আমলেও পরিত্যক্ত অবস্থায় ছিল বালুরঘাট বিমানবন্দর । সেটিকে সংস্কার বা বাঁচানোর কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ । ফলে, 33 বছরেরও বেশি সময় ধরে এই এয়ারপোর্ট দিয়ে কোনওরকম বিমান চলাচল করেনি ।

Balurghat airport is still unusable despite all the infrastructure in south dinajpur
বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে

তবে বর্তমান সরকার বালুরঘাট বিমানবন্দরটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় । ফলে, 2016 সালে পূর্ত দপ্তরের পক্ষ থেকে প্রথম ধাপে 11 কোটি 50 লাখ টাকা বরাদ্দ করা হয় । সেই টাকায় মূলত রানওয়ে, সীমানা প্রাচীর, প্যাসেঞ্জার লাউঞ্জসহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয় । আগের থেকে বেশ কয়েকশো মিটার রানওয়ে তৈরি করা হয় । পাশাপাশি, গোটা বিমানবন্দরজুড়ে CCTV - র ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে এই বিশাল জমির মধ্যে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে রানওয়ে । বর্তমানে বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান চালুর সব রকম পরিকাঠামো তৈরি থাকলেও বিমানবন্দরটি আবারও চালুর বিষয়ে কোনওরকম ভূমিকা নেই রাজ্য সরকারের । এদিকে বিগত দু'বছর ধরে বালুরঘাট বিমানবন্দরটি তৈরির পর থেকে পড়ে থাকায় রানওয়ে থেকে গোটা চত্বর আগাছায় ভরে গেছে । আগে বিমানবন্দরে কর্মী থাকলেও তিনি অবসর নেওয়ার পর নতুন করে কোনও কর্মী নিয়োগ করেনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । বর্তমান সরকার 2017 সাল থেকে একাধিকবার ঘোষণা করেছে বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে । তবে ঘোষণা অবধিই রয়েছে , এখনও পর্যন্ত চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরটি ।

Balurghat airport is still unusable despite all the infrastructure in south dinajpur
অচল বালুরঘাট বিমানবন্দর

এবিষয়ে বালুরঘাটের ব্লকের মালঞ্চা এলাকার যুবক তুহিন দাস জানান, লোকমুখে শুনেছেন বালুরঘাট বিমানবন্দরের কাজ শেষের দিকে । বিমানবন্দর চালু হলে তাঁদের সুবিধা হত । শুধুমাত্র প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন, তাঁরাও সুবিধা পেতেন । তাই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাঁদের আবেদন, দ্রুত বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু করা হোক ।

একাধিকবার ঘোষণা ও পরিকাঠামোর পরও অচল বালুরঘাট বিমানবন্দর

এবিষয়ে তৃণমূল যুবর নেতা রোহন চক্রবর্তী বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক । তবে পরিত্যক্ত বালুরঘাট বিমানবন্দরকে ফের চালুর বিষয়ে সব রকম উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার । তবে এই বিষয়টি শুধুমাত্র রাজ্য সরকারের নয় ৷ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন । ফলে, কিছু সমস্যা থাকায় বিমানবন্দরটি এখনও চালু হয়নি । তবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে বিরোধিতাই থাক , সাধারণ মানুষের কথা ভেবে বিমানবন্দরটি দ্রুত চালু করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।

অন্যদিকে, জেলাশাসক নিখিল নির্মল বলেন, কোরোনার জন্য বর্তমানে সবকিছুই বন্ধ রয়েছে । তবে, গত ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করে গেছেন । এনিয়ে বর্তমানে নতুন কোনও তথ্য নেই ।

বালুরঘাট, 17 অগাস্ট : রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট বিমানবন্দর ৷ সেটিকে নতুন করে চালুর উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার । ইতিমধ্যেই কয়েক কোটি টাকা ব্যয় করে বালুরঘাটে বিমানবন্দরের নতুন রানওয়ে, সীমানার প্রাচীরসহ অন্যান্য পরিকাঠামো তৈরি করছে জেলা প্রশাসন । তবে ঠিক কবে চালু হবে বালুরঘাট বিমানবন্দর তা নিয়ে রয়েছে সংশয় । এদিকে বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে চারপাশ আগাছায় ভরে গেছে । বিমানবন্দর চালু হলে প্রত্যন্ত এই জেলার সঙ্গে অন্য রাজ্য ও দেশের যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি হবে ।

বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের মাহিনগর এলাকায় রয়েছে বালুরঘাট বিমানবন্দর । প্রায় 50 একর জমির উপর রয়েছে বিমানবন্দরটি । বিমানবন্দরটি তৈরির পিছনে কাহিনি আছে ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে ব্রিটিশরা বালুরঘাটে একটি অস্থায়ী বিমানবন্দর তৈরি করেছিল । যদিও পরবর্তীকালে পঞ্চাশের দশকে সেখান থেকে সুরেখা এয়ার সার্ভিস তাদের বিমান পরিষেবা স্থায়ীভাবে চালু করে । কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সেটিও বন্ধ হয়ে যায় । অবশেষে 1984 সালে এয়ার সার্ভিস ডোনিয়ার গোত্রের বিমান বালুরঘাট বিমানবন্দর থেকে চলাচল শুরু হয় । পরে অবশ্য তা বেশ কয়েকটি কারণে বন্ধ হয়ে যায় । ম্যানুয়াল নেভিগেশন সিস্টেমের জন্য নির্দিষ্ট জায়গার বদলে অন্য অঞ্চলে ভুল করে নেমে পড়ে বিমানটি । ফলে, ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমতে থাকে বালুরঘাট বিমানবন্দরের । ধীরে ধীরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় । এদিকে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বালুরঘাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল । বাম আমলেও পরিত্যক্ত অবস্থায় ছিল বালুরঘাট বিমানবন্দর । সেটিকে সংস্কার বা বাঁচানোর কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ । ফলে, 33 বছরেরও বেশি সময় ধরে এই এয়ারপোর্ট দিয়ে কোনওরকম বিমান চলাচল করেনি ।

Balurghat airport is still unusable despite all the infrastructure in south dinajpur
বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে

তবে বর্তমান সরকার বালুরঘাট বিমানবন্দরটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় । ফলে, 2016 সালে পূর্ত দপ্তরের পক্ষ থেকে প্রথম ধাপে 11 কোটি 50 লাখ টাকা বরাদ্দ করা হয় । সেই টাকায় মূলত রানওয়ে, সীমানা প্রাচীর, প্যাসেঞ্জার লাউঞ্জসহ অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয় । আগের থেকে বেশ কয়েকশো মিটার রানওয়ে তৈরি করা হয় । পাশাপাশি, গোটা বিমানবন্দরজুড়ে CCTV - র ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে এই বিশাল জমির মধ্যে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে রানওয়ে । বর্তমানে বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান চালুর সব রকম পরিকাঠামো তৈরি থাকলেও বিমানবন্দরটি আবারও চালুর বিষয়ে কোনওরকম ভূমিকা নেই রাজ্য সরকারের । এদিকে বিগত দু'বছর ধরে বালুরঘাট বিমানবন্দরটি তৈরির পর থেকে পড়ে থাকায় রানওয়ে থেকে গোটা চত্বর আগাছায় ভরে গেছে । আগে বিমানবন্দরে কর্মী থাকলেও তিনি অবসর নেওয়ার পর নতুন করে কোনও কর্মী নিয়োগ করেনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । বর্তমান সরকার 2017 সাল থেকে একাধিকবার ঘোষণা করেছে বালুরঘাট বিমানবন্দর চালুর বিষয়ে । তবে ঘোষণা অবধিই রয়েছে , এখনও পর্যন্ত চালু হয়নি বালুরঘাট বিমানবন্দরটি ।

Balurghat airport is still unusable despite all the infrastructure in south dinajpur
অচল বালুরঘাট বিমানবন্দর

এবিষয়ে বালুরঘাটের ব্লকের মালঞ্চা এলাকার যুবক তুহিন দাস জানান, লোকমুখে শুনেছেন বালুরঘাট বিমানবন্দরের কাজ শেষের দিকে । বিমানবন্দর চালু হলে তাঁদের সুবিধা হত । শুধুমাত্র প্রত্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন, তাঁরাও সুবিধা পেতেন । তাই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে তাঁদের আবেদন, দ্রুত বালুরঘাট বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু করা হোক ।

একাধিকবার ঘোষণা ও পরিকাঠামোর পরও অচল বালুরঘাট বিমানবন্দর

এবিষয়ে তৃণমূল যুবর নেতা রোহন চক্রবর্তী বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক । তবে পরিত্যক্ত বালুরঘাট বিমানবন্দরকে ফের চালুর বিষয়ে সব রকম উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার । তবে এই বিষয়টি শুধুমাত্র রাজ্য সরকারের নয় ৷ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন । ফলে, কিছু সমস্যা থাকায় বিমানবন্দরটি এখনও চালু হয়নি । তবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে বিরোধিতাই থাক , সাধারণ মানুষের কথা ভেবে বিমানবন্দরটি দ্রুত চালু করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।

অন্যদিকে, জেলাশাসক নিখিল নির্মল বলেন, কোরোনার জন্য বর্তমানে সবকিছুই বন্ধ রয়েছে । তবে, গত ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করে গেছেন । এনিয়ে বর্তমানে নতুন কোনও তথ্য নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.